ইলাষ্ট্রেটরে বেসিক শেপ দিয়ে কাস্টম কার্টুন ক্যারেক্টার ডিজাইন।
এই টিউটোরিয়ালটিতে আমি আপনাদের দেখাবে ইলাস্ট্রেটর ব্যবহার করে কিভাবে বেসিক শেপ দিয়ে কাস্টম কার্টুন ক্যারেক্টার ডিজাইন আকতে হয়। প্রত্যেকটি স্টেপের ছবি দেয়া আছে। খুব ভালোভাবে লক্ষ করবেন। প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে যে কোন সাইজের একটি পেজ তৈরি করুন। প্রথমে ইলাষ্টেটর এ একটি পেজ তৈরি করুন।
এরপর Eclipse Tool শেপ তৈরি করুন।
হলুদ বা আপনার পছন্দ মতো কালার দিয়ে ফিল করুন।
এরপর নিচের ছবির মতো আরো দুটি শেপ তৈরি করুন।
লাইন টুলএর সাহায্যে শেপ দুটির মাঝ বরবার লাইন করুন।
এরপর পেন টুলের সাহায্যে নিচের ছবির মতো আকুন।
সেম একটা শেষ হেলে এরপর ওটাকে কপি করে নিচের ছবির মতো করে কাষ্টমাইজ করুন।
এরপর সিজার টুল ্এর মাধ্যমে নিজের মতো করে সাইড কাটা কাটি করুন।
টিউন করে পুরোপুরি বুঝাতে সক্ষম হইনি। তাই যারা বুঝতে পারেন নি নিচের ভিডিও দেখে নিতে পারেন। সোর্সফাইল ভিডিও তে দেয়া আছে। অতএব কারো প্রয়োজনে ডাউনলোড করতে পারেন।
আজ এই পর্যন্তই। ভালো থাকবেন। নিচে আমার একটি টিউটোরিয়াল দেয়া হলো।
আমি নিরব টিউনার। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 73 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
একজন অতি মাত্রায় সাধারন বালক