টি-শার্ট ডিজাইন টেমপ্লেট কিভাবে তৈরী করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে।

আসসালামু আলাইকুম,

প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন সবাই? আজকে আমী আপনাদের দেখাবো যে কী ভাবে টি-শার্ট ডিজাইন টেমপ্লেট কি ভাবে তৈরী করবেন অ্যাডোবি ইলাস্ট্রেটরে। প্রথমে কী ধরনের ডিজাইন বানাবেন সেই ডিজাইনে সম্বন্ধে আমাদের কল্পনা করতে হবে।

তার পড়ে সেই ডিজাইনে কি কি কন্টেন্ট বা বিষয়বস্তু লাগবে শেই বিষয়বস্তু গুলো যোগাড় করে নিতে হবে। যেমন টেক্সট লেখার জন্য কি ফন্ট ব্যবহার করবেন, কোন আইকনের বা কিংবদন্তীর বা অ্যানিম্যালের ছবি ব্যবহার করবেন।এর পড়ে কিভাবে আপনি আপনার ডিজাইন কন্টেন্ট গুলি ডিজাইন টেমপ্লেটে ব্যবহার করবেন সেইগুলো এই ভিডিওতে আমি দেখিয়েছি।

আমি আশা করছি যে আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আশা করছি।

আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার টিউন পড়া শেষে টিউমেন্ট করুন। আর যদি কোন হেল্প লাগে ডিজাইন সম্বন্ধে তাহলে টিউমেন্ট করুন টেকটিউনস টিউমেন্ট বক্সে। আমাকে ইমেইল করে জানাতে পারেন আমি যথা সাধ্য চেষ্টা করব হেল্প করার জন্য,

আজ এখেনেই শেষ করলাম, আবার নতুন ডিজাইন নিয়ে আপনাদের কাছে আমি হাজির হবো ভালো থেকবেন সবাই আমি আল্লাহর কাছে দোয়া করছি।

ধন্যবাদ আপনাদের আমার টিউন টি পরার জন্য।

Level 0

আমি ইসান সেখ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি একটি গ্রাফিক ডিজাইনার


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Welcome

প্রিয় টিউনার ,

আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।

টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।

সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।

ধন্যবাদ আপনাকে।

মাননীয় ম্যানেজার মহাশয়,
আমি খুশি হয়েছি জেনে জে আপনি আপনার মুল্লবান সময়ের মধ্যে আমার সথে অফিসিয়ালি যোগাযোগ করতে চইছেন.