আসসালামু আলাইকু প্রিয় বন্ধু, আপনি Adobe Illustrator এ কাজ করতে চাইলে ৫টি গুরুত্বপূর্ণ ফাংশন আপনার অবশ্যই জানা উচিত বলে আমি মনে করি। তাই আপনার জন্য নিয়ে এলাম বিষয়গুলো।
চলুন তাহলে শুরু করা যাক:
Offset Path এটি ক্রিটিক্যাল অনজেক্ট কপি করার কাজে আসে। আপনি হয়তো এমন একটা অবজেক্ট নিয়ে কাজ করছেন যা বাই হ্যান্ড কপি করা যাচ্ছে না তখন অফসেট পাথ আপনি ব্যবহার করতে পারন।
এখানে দেখুন কিভাবে কাজ করবেন:
Split into grid আমরা Microsoft Office Word এ যেমন টেবল নিয়ে সহজে কাজ করতে পারি। Adobe Illustrator -এ ও আমরা টেবল নিয়ে কাজ করতে পারি।
এখানে দেখুন কিভাবে করবেন:
Average ফাংশন: আপনি যখন কোন লাইন ক্রিয়েট করতে যাবেন চোখের আন্দাজে এটি সোজা দেখতে হলেও বাস্তবিকপক্ষে লাইনটি সোজা হয়নি। এমন অবস্থায় আপনি এই লাইনটিকে নিমিষেই সোজ করে ফেলতে পারবেন এ ফাংশনটি ব্যবহার করে।
তাহলে এখন থেকে দেখে নিন:
Envelope Distort: এটি আমদের প্রয়োজন হয় টেক্সট লোগো তৈরি করার কাজে। আপনি দেখে থাকবেন কোন কোম্পানির নামের প্রথম বর্ণগুলো দিয়ে লোগো তৈরি করা হয়। এ কাজটি করতে আপনাকে এ্ ফাংশনটি ব্যবহার করতে হতে পারে। তাই জেনে নিন এটি দিয়ে কিভাবে কাজ করবেন।
Transform: এটি অত্যন্ত সুন্দর ও উপকারী একটি ফাংশন যা ব্যবহার করে আপনি তৈরি করতে পারবেন রিথ মানে ধানের শীশ দিয়ে লোগো তো নিশ্চয় দেখেছেন সেটি আপনি তৈরি করতে পারবেন।
দেখুন টেকনিকটি আর এপ্লাই করুন আজই:
কারো কোন প্রশ্ন থাকলে অবশ্যই টিউমেন্টে জানাবেন। টিউনটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব, টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি।
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ।