যেভাবে ডিজাইনের জন্য আরবি টাইপ করবেন:
আমাদের দেশে ইসলামিক লোগো ডিজাইনে আরবি লেখার প্রয়োজন হয়। মাদ্রাসা, ইসলামিক দল, সংস্থা বা প্রতিষ্ঠানের জন্য লোগো কিংবা যেকোন ডিজাইন তৈরি করতে গেলে একটু আধটু আরবি লিখার প্রয়োজন হয়। তবে সেক্ষেত্রে আমাদের আরবি টেক্সটের মান অনেক সময় সুন্দর হয়না। কারণ আমরা অনেক ডিজাইনাররা জানি না কিভাবে আরবি লিখতে হয়। তাই কোনভাবে লিখে বা গুগল থেকে ইমেজ কালেকশন করে ব্যবহার করে থাকি যা আপনার ডিজাইনের মানকে অনেকাংশে হালকা বা খারাপ করে ফেলে।
অথচ একটু সময় দিয়ে শিখে নিলেই আপনি ভেক্টর মানের আরবি টেক্সট ডিজাইন করতে পারেন। তবে আপনি হয়তো জানেন যে ইলাস্ট্রেটরে সরাসরি আরবি লেখা যায় না। তাই আমরা আরবি টাইপের জন্য ইনপেজ ব্যবহার করি। ইনপেজ সফটওয়্যারটা যদি আপনার কাছে না থাকে তাহলে একটু গুগলিং করে ডাউনলোক করে নিন।
এবার ভিডিওটা দেখেন:
উক্ত ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে ইনপেজে আরবি লিখে এডোবি ইলাস্ট্রেটরে ভেকটর ইপিএস ফরমেটে এক্সপোর্ট করা যায়। যদি কারো বুঝতে সমস্যা হয় আমার সাথে যোগাযোগ করুন। প্রয়োজনে আরো ভিডিও তৈরি করে দিতে পারবো।
যদি ইনপেজের লেটেস্ট ভারশন প্রয়োজন হয় তাহলে আমাকে টিউমেন্ট করতে ভুলবেননা। আমি আপনাকে হেল্প করব। ইনশা আল্লাহ।
আমি রায়হান চৌধুরী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
টেকটিউনস থেকে আপনার টিউনের নীতিমালা ভঙ্গের বিষয় সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সম্পাদনার মাধ্যমে আপনার টিউনটিকে টেকটিউনস নীতিমালার অধীনে নিয়ে আসা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস নীতিমালা মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা সংশোধিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার নীতিমালার ভঙ্গের বিষয় অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।