এখনতো PDF (Portable Document Format ) এর যুগ। আপনি যদি অন লাইনে কোন ই-বুক খুজেন তবে আপনাকে অবশ্যই PDF ফরম্যাটে বইটি ডাউনলোড করতে হবে। টেক-দুনিয়ায় PDF হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহৃত ফরমেট। যারা অনলাইনে ডিজাইনের কাজ করেন, তারা জানেন, এক সময় শুধু মাত্র যে কোন ফটোশপ বা ইলাস্ট্রেটরের ফাইনাল আউটপুট দেওয়া হতো EPS (Encapsulated Postscript ) ফরমেটে বা TIFF ( Tagged Image File Format)ফরমেটে। তবে সমস্যা হলো, অনেক ক্লায়েন্ট-ই এই ফরমেটগুলো তার নিজের কম্পিউটারে দেখতে পারেন না। সবাইতো আর ডিজাইনার না, আর সবার কম্পিউটারে ফটোশপ বা ইলাস্ট্রেটরও থাকে না। তবে সব কম্পিউটারে PDF রিডারতো অবশ্যই থাকে। এমন কি কম্পিউটার ছাড়াও এখন সব স্মার্ট ফোন বা ট্যাব-এ এই PDF রিডার থাকবেই থাকবে। আবার এই PDF ফরমেটটি ওয়েব উপযুক্ত কম বা হাল্কা সাইজ হিসেবে (বাইট) অনলাইন মার্কেটিংয়ের কাজে ব্যবহৃত হয়। আবার প্রিন্টিংয়ের জন্য হাইরেজুলেশন ইমেজ বা টেক্সটও সাপোর্ট করে। অতএব ব্যবহারের দিক দিয়ে PDF সব ধরনের মানুষের কাছে অত্যান্ত প্রিয়।
PDF এর বড় সুবিধা হলো, এটি এক পৃষ্ঠা থেকে শুরু করে একাধিক পৃষ্ঠা প্রদর্শনে সক্ষম। যেমনঃ 200 পৃষ্ঠার একটি বই খুব সহজেই একটি PDF ফাইলে সেভ করতে পারবেন। ইলাস্ট্রেটর থেকে আপনি খুব সহজেই যেকোন ফাইলকে PDF ফাইলে সেভ করতে পারবেন। তবে ইলাস্ট্রেটরে একাধিক পৃষ্ঠাকে PDF আকারে সেভ করতে আপনাকে কিছু বাড়তি কাজ করতে হবে। ইলাস্ট্রেটরে একটি টুলস্ রয়েছে যার নাম আর্টবোড (Artboards) টুল। এই টুলটি ইলাস্ট্রেটরে একাধিক পৃষ্ঠা তৈরি করা থেকে শুরু করে পৃষ্ঠা সংক্রান্ত সব ধরনের কাজ করে থাকে। আমি ধরেই নিচ্ছি আপনি ইলাস্ট্রেটরের এই আর্টবোর্ড টুলটি সম্পর্কে যথেষ্ট ধারনা রাখেন। তবু যারা আরো জানতে চান, অথবা যারা একদমই ধারনা রাখেন না এই টুলটা সম্পর্কে, তাদের জন্য আমার পূর্বে প্রকাশিত একটি টিউনস্ রয়েছে যার নাম ইলাস্ট্রেটর : আর্টবোর্ডের (Artboard) ব্যবহার এবং একাধিক পৃষ্ঠা সংযুক্ত করা। যারা আগ্রহী তারা অবশ্যই দেখে নিবেন।
নিচের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে আপনি ইলাস্ট্রেটর থেকে এক বা একাধিক পৃষ্ঠার PDF ফরমেটের ফাইল তৈরি করতে পারেন। যদি ভিডিওটি খেয়াল করে দেখেন তবে আশা করছি PDF তৈরির আদ্যপান্ত আপনি জেনে যাবেন।
যদি কেউ ভিডিও দেখে পুরোপুরি বুঝতে না পারেন, তবে টিউমেন্টে জানাবেন। সেই সাথে কারো কোন বিষয়ে দুর্বলতা থাকলে লিখতে পারেন। আশা করছি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পাবেন। যদি কেউ নিয়মিত টিউটোরিয়াল আপডেট পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। সাবস্ক্রাইব করার জন্য এই লিংকটিতে ক্লিক করুনঃ Subscribe Here
বলে রাখা ভাল, সময়ের সাথে সাথে টিউটোরিয়ালগুলো একটু জটিল হবে। পরবর্তী যেকোন টিউটোরিয়াল থেকে এডভান্স লেভেলের টিউটোরিয়াল প্রকাশ করা হবে। তাই সাথে থাকুন সব সময়।
আপনাদের ভাল মন্দ যেকোন ধরনের টিউমেন্ট আশা করছি।
আমার পূর্বের টিউনঃ ইলাস্ট্রেটর : প্রিন্টিং এর জন্য ডিজাইন করা ফাইল প্রস্তুতি।
আমি মোহাম্মদ নূরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
Awesome