পূর্বে ইলাস্ট্রেটরে কাজ করার সময় প্রায়ই একটা সমস্যায় পরতে হতো। এক পৃষ্ঠার কোন ডিজাইন করার জন্য ইলাস্ট্রেটরের জুড়ি মেলা ভার ছিল। সেটা যেকোন সাইজেরই হোক না কেন। কিন্তু সমস্যা হতো যখন কোন ডিজাইন একাধিক পৃষ্ঠার প্রয়োজন হতো। যেমন ধরুন 2016 সালের একটা ক্যালেন্ডার ডিজাইন করতে হবে। যদি ক্যালেন্ডারটি এক পৃষ্ঠার হয় এবং বারো মাসের বারোটি টেবিল একপৃষ্ঠায়ই ডিজাইন করতে হয় তবে কোন সমস্যা নেই। তবে যদি এমন হয় যে, ক্যালেন্ডারটি 12 পৃষ্ঠার ডিজাইন হবে এবং প্রতি পৃষ্ঠায় আলাদা মাসের জন্য আলাদা টেবিল থাকবে প্রতিটি মাসের জন্য, সমস্যা শুরু হতো তখনই। পূর্বে এই কাজটি সমাধান করা হতো এই ভাবে - প্রথমে একটি ফোল্ডার তৈরি করে নিতাম, সেখানে বারোটি ইলাস্ট্রেটর ফাইল (Document) তৈরি করতাম বারো মাসের নামে। যেমনঃ January.ai, February.ai, March.ai।
সময়ের সাথে সাথে ইলাস্ট্রেটরকেও আপডেট করা হয়েছে। আনা হয়েছে অনেক পরিবর্তন। যোগ করা হয়েছে অনেক প্রয়োজনীয় টুল। তেমনই একটি টুল হলো আর্টবোর্ড টুল। সেই সাথে যোগ করা হয়েছে আর্টবোর্ড প্যালেট। একই ফাইলে একাধিক পৃষ্ঠা যুক্ত করার জন্য এটি একটি অত্যান্ত প্রয়োজনীয় টুল। শুধু পৃষ্ঠা সংযুক্ত করা নয়, পৃষ্ঠাগুলোকে নিয়ন্ত্রন করাও এটির কাজ (যেমন একাধিক পৃষ্ঠা যু্ক্ত করার সাথে সাথে প্রয়োজনে অ-দরকারী পৃষ্ঠাগুলো মুছে ফেলাটাও জরুরী)।
নিচের ভিডিওতে দেখানো হয়েছে কিভাবে এবং কত রকমভাবে আপনি আপনার ফাইলে একাধিক পৃষ্ঠা যুক্ত করতে পারেন। যদি ভিডিওটি খেয়াল করে দেখেন তবে আশা করছি আর্টবোর্ডের আদ্যপান্ত আপনি জেনে যাবেন।
যদি কেউ ভিডিও দেখে পুরোপুরি বুঝতে না পারেন, তবে টিউমেন্টে জানাবেন। সেই সাথে কারো কোন বিষয়ে দুর্বলতা থাকলে লিখতে পারেন। আশা করছি নিয়মিত ভিডিও টিউটোরিয়াল পাবেন। যদি কেউ নিয়মিত টিউটোরিয়াল আপডেট পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। বলে রাখা ভাল, সময়ের সাথে সাথে টিউটোরিয়ালগুলো একটু জটিল হবে। পরবর্তী যেকোন টিউটোরিয়াল থেকে এডভান্স লেভেলের টিউটোরিয়াল প্রকাশ করা হবে। তাই সাথে থাকুন সব সময়।
আপনাদের ভাল মন্দ যেকোন ধরনের টিউমেন্ট আশা করছি।
আমার পূর্বের টিউনঃ ইলাস্ট্রেটর : প্রিন্টিং এর জন্য ডিজাইন করা ফাইল প্রস্তুতি।
আমি মোহাম্মদ নূরুজ্জামান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 3 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 12 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
good