গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন? বেসিক অবস্থায় আপনার জন্য কিছু গাইডলাইন।

সবাই মনে হয় ভালই আছেন? আমিও ভাল। যাই হোক আজ গ্রাফিক্স ডিজাইন নিয়ে কিছু আলোচনা করব। বর্তমান সব কাজের মধ্যেই রয়েছে গ্রাফিক ডিজাইন। এটা নিয়ে কাজের চাহিদাও প্রচুর। তাই বেশিরভাগ মানুষই এটি শিখতে আগ্রহী। কিন্তু সঠিক গাইডলাইনের অভাব। সাজেশন দেবার মত কেউ নেই?

তাই অনেকেই এ কাজে প্রথমে হাত দিবে একটু সমস্যাই পড়ে। তাই যারা মূলত গ্রাফিক্স ডিজাইন শিখতে চাচ্ছেন বা শিখবেন বলে ভাবছেন তাদের অর্থাৎ নতুনদের জন্যই এই টিউন আর কিছু ব্যাসিক গাইডলাইন আর অল্প কিছু টিপস। নতুনরা অনেকেই দেখি মাঝে মাঝেই কমন কিছু প্রশ্নও করে থাকে, তাই তাদের উদ্দেশ্যই কিছু কথা বলছি আজ। আশা করি, আপনাদের বেসিক অবস্থায় উপকারে আসবে।

  • আমি ডিজাইন জগৎে নতুন কি করে শিখব বা শুরু করব গ্রাফিক্স ডিজাইন?
  • কোথায় শিখলে ভাল হবে? কোন প্রকার কোর্স ছাড়াই আমি কিভাবে আমি এটা শিখতে পারি?
  • বেসিক অবস্থায় আমার করনীয় কি? ইত্যাদি…. ইত্যাদি……

তাই যারা এইসব প্রশ্ন করেন বা করবেন ভাবছেন বা এইসব প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছেন তাদের জন্যই আমার এই লেখা!! আমি যে একজন প্রফেশনাল ডিজাইনার এই রকম না কিন্তু? আমিও আপনাদেরই মত একজন সাধারন গ্রাফিক ডিজাইনার। আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে এই গ্রাফিক ডিজাইন এর ওপরে তা নিয়েই একটু আলোচনা করলাম। কোন প্রকার ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন এবং তা ক্ষমার চোখে দেখাটাই স্বাভাবিক কারন আমিও মানুষ আর তাই আমারও ভুল হতেই পারে। যাই হোক,

বিষয়গুলো যে শুধু আমি বানিয়ে-বানিয়ে বলতেছি তা না কিন্তু। আমি নিজেও কোন কোর্স করি নাই এই ডিজাইন শিখার জন্য। আমি নিজে যেভাবে এইসব কাজ শিখেছি তা নিয়েই এখানে বিস্তারিত বলতেছি।

এক নজরে উপরের প্রশ্নের উত্তরগুলো জেনে নেওয়া যাক:

প্রশ্ন নং ১. আমি ডিজাইন জগৎে নতুন কি করে শিখব গ্রাফিক্স ডিজাইন?
উত্তরঃ
 নিচের টিপস্‌গুলো ফলো করুন। তাহলেই আপনি অনেক দূর পর্যন্ত অগ্রসর হতে পারবেন।

প্রশ্ন নং ২. কোথায় কোর্স করে শিখলে ভাল হবে?
উত্তরঃ আরে ভাই! কোর্স যে করেই শিখতে হবে এমন কোন কথা আছে? আপনি নিজে নিজেই আগে শেখার চেষ্টা করে দেখুন। যদি তারপরও না হয় তখন দেখা যাবে বা ভাবা যাবে কোর্সের কথা। আর আগে পুরো লেখাটি ভালভাবে দেখুন বুঝুন তারপর সে অনুযায়ী কাজ করুন।

প্রশ্ন নং ৩. কোন প্রকার কোর্স ছাড়াই আমি কিভাবে আমি এটা শিখতে পারি?
উত্তরঃ অনেকই বলেন যে আমার গ্রাফিক্স ডিজাইন কোর্স এত্ত টাকা দিয়ে করা সম্ভব না। কিন্তু তাই বলে আমাকে বসে থাকতে হবে? ভাই/বোন শুনুন, আগে বেসিক ভাবেই নিজে নিজে শিখার চেষ্টা করে যান। দেখবেন এক না এক সময় আপনি সফল হবেনই।

সূচনা: গ্রাফিক্স ডিজাইন খুব একটা সহজ বিষয় নয় যে আপনি চাইলেন আর শিখে গেলেন। এর জন্য প্রতিনিয়তই আপনাকে অনেক বেশি বেশি চেষ্টা করতে হবে আর থাকতে হবে সাধনা ও ধৈর্য্য।

যাই হোক, আমার এই টিউনটির টিপসগুলো দেখেই যে আপনি প্রফেশনাল হয়ে উঠবেন এমন কিন্তু না বাট আপনি অনেক অগ্রসর হতে পারবেন এ বিষয়ে আমি সিউর। নিচের দেওয়া কয়েকটি টিপস দেখে সে অনুয়াযী কাজ করুন।

1. ভাল কোম্পানিগুলোর ভাল মানের গ্রাফিক্স ডিজাইনের ওপরে করা বাংলা ভিডিও টিউটোরিয়াল কিনে ফেলেন। তারপর যখন আপনি ওসব দেখে কিছুটা দক্ষ হয়ে উঠবেন এর উপরে তখন নিচের কয়েকটি পয়েন্ট অনুসরন করেন। টিউটোরিয়াল গুলো কিনতে বেশি খরচ হবে না প্রায় ৩৫০-৫০০৳ টাকার মধ্যেই পাবেন। যা একটি কোর্সের ১০০০০ থেকে ১৫০০০ হাজার এর তুলনায় অনেক কম।

2. ইউটিউবে নতুন নতুন ভার্সনের টিউটোরিয়াল সার্চ করে ও সব প্রায় ফলো করেন!

3. গ্রাফিক ডিজাইনের জন্য ভাল-ভাল অনেক সাইট আছে ওইসব সাইটে প্রায় ভিজিট করুন, ওদের টিউটোরিয়াল ফলো করুন, তা বোঝার চেষ্টা করেন, প্রতিদিন সেসব প্রাকটিস করুন। আমার মতে আমার প্রথম পছন্দটা হল এই সাইটটা:http://psd.tutsplus.com/

4. প্রফেশনাল ডিজাইনারদের সাথে ভাল সম্পর্ক রাখুন। তাদের কাছে বড় বড় বিষয়গুলি নিয়ে আলাপ আলোচনা করুন। সবার সাজেশনই মাথায় রাখুন।

5. ফ্রি PSD পাওয়া য়ায় এমন অনেক ওয়েবসাইট আছে। সেসব ওয়েবসাইট থেকে ফাইলগুলো নামিয়ে নিয়ে তা ওপেন করে দেখুন তারা কীভাবে তাতে কাজগুলি করেছে। সে অনুযায়ী আপনি করার চেষ্টা করুন।

6. অনেক সময় ডিজাইনের জন্য মাথায় ভাল কোন আইডিয়া আসে না। তাই কখনও কোন আইডিয়ার জন্য graphicriver.net এখানে থেকে ভাল ভাল ডিজাইনের আইডিয়া নিতে পারেন।

7. আপনার পছন্দ সবসময় মার্জিত রাখুন। সিমপল রাখার চেষ্টা করেন আপনার ডিজাইনকে। আপনার ডিজাইন সবার মাঝে শেয়ার করেন, সবার মতামত নেন।

8. সব সময় এইসব ডিজাইন এর সাথে আপ টু ডেট (Update) থাকার চেষ্টা করেন।

আশা করি, এইসব কাজ করতে করতে এক সময় আপনি দেখবেন অবশ্যই একজন ভাল মানের ডিজাইনার হতে পেরেছেন। এটি আপনাদের কাজে আসলেই আমার এ লেখা সফল। ভাল লাগলে অন্যদের সাথে এটি অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ।

 

বিঃদ্রঃ Sol Pro™ এর প্রিমিয়াম ফন্ট লাগলে আমাকে ফেসবুকে নক করতে পারেন।
Sol Pro™ সার্চ এর জন্য http://www.myfonts.com/fonts/canadatype/sol-pro/ ভিজিট করতে পারেন।

ফেসবুকে আমিঃ https://www.facebook.com/otopor.rajib

Level New

আমি মামুন রাজ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Thanks for share ,its very helpful tips for beginner graphic designner…

Level 2

আলহেরা বিডি এই সাইটে অনেক টিউটোরিয়াল পাওয়া যায়। এরা ফ্রিতেও অনেক টিউটোরিয়াল দেয়। ধন্যবাদ টিউনের এর জন্য।নতুনদের জন্য সত্যিই একটি অনুপ্রেরনা মুলক টিউন।

Thanks for review @mahmudkoli vai

আরে ভাই,কোন ভাল প্রতিষ্ঠান থেকে শেখার কোন বিকল্পই নাই।তবে একান্তই যদি সম্ভব না হয়,তবে বসে না থেকে নিজে নিজে চেস্টা চালিয়ে যাওয়া ভাল।কারন আপনি যতটুকুই শিখবেন ততটুকুই কাজে দিবে।আর একটা প্রতিষ্ঠানের সাথে যুক্ত থাকলে আনুসংগিক আরও অনেক সাহায্য পাওয়া যায়।আর একা একা ভাই কোন কিছুই তেমন ভালভাবে শিখা সম্ভব না