Illustrator দিয়ে সাড়াবিশ্বে সাড়া জাগানো ৬টি কাজ।

ডিজাইনের জগতে Adobe Illustrator কে বাদ দিয়ে কিছু চিন্তা করার অবকাশ নেই। এই সফটওয়ার ডিজাইনকে নিয়ে গেছে নতুন উচ্চতায়। একজন ডিজাইনার মাত্রই জানেন এই সফটওয়ারের গুরুত্ব। কেন এটা এতো গুরুত্বপূর্ন?এর কারণ হলো- Adobe Illustrator এর টুলগুলো খুব সহজে ব্যবহার করা যায় এবং টুলগুলো দিয়ে অনেক অসাধ্যসাধন করা যায়। আর এই সফটওয়ার দিয়ে বেশি resolution এর কাজগুলো করা যায়। মানে এখানে resolution কোন সমস্যা না। এইসব কারনে এই সফটওয়ার ডিজাইনারদের মন হরণ করেছে। Adobe Illustrator দিয়ে রং, লাইন, স্ট্রক, সেপ, সহজে বানানো ও পরিবর্তন করা যায়। আসুন আমরা জেনে নেই এই সফটওয়ার দিয়ে সাধারণত কি কাজ করা যায়--

Works of Adobe Illustrator.

১। আইকন বানানোঃ

Adobe Illustrator দিয়ে আইকন বানানো হয়। কেন আমরা আইকন বানাতে Illustrator ব্যবহার করব? অন্য সফটওয়ার দিয়ে কি আইকন বানানো যাবে না? যাবে কিন্তু illustrator যতো সহজে প্রফেশনালভাবে কাজ করা যায় তা অন্য সফটওয়ার দিয়ে মুশকিল। কারণ হলো এর grid system। এর ফলে আইকনের সাইজের কোন সমস্যা হয় না। Grid system দিয়ে কাজটি নিখুতভাবে করা যায়। আর একটি কারন হলো এর Snapping system। এর ফলে আপনার যেকোন সেইপ সহজে করা যায় এবং কাজটি শার্প হয়। আর একটি বিষয় যেটি ছাড়া আইকন ডিজাইন মুশকিল সেটি হলো Align system. Adobe Illustrator এ খুব নিখুতভাবে align করা যায়। আর align হলো আইকন ডিজাইনের ভিত্তি। Adobe Illustrator দিয়ে খুব সহজে রং দেয়া যায়। শুধু সেইপ সিলেক্ট করে রং এপ্লাই করলেই হলো।

 

২। Shape বানানোঃ

লাইন টুল এবং পেন টুল ব্যবহার করে যেকোন সেইপ আকা যায়। পেন টুল দিয়ে যেকোন সেইপ আকা যায়। প্রথম দিকে পেন টুল ব্যবহারে সমস্যা হলে ও পরবর্তীতে চেষ্টা করলে ঠিক হয়ে যায়।

পেন টুল এমন একটি টুল যা দ্বারা Illustrator এর বেশির ভাগ কাজ করা যায়। Game charater করার ক্ষেত্রে pen tool এর ব্যবহার লক্ষ্য করা যায়।

৩। লেখালেখির ডিজাইনঃ

নিউজপেপার, মেগাজিনের layout করার ক্ষেত্রে illustrator ব্যবহার হয়। কারন এতে statistics লাগে। এছাড়া ছবি গুলো বিভিন্নভাবে বসাতে হয়। Graph, pie chart এগুলো করা খুব সহজ illustrator দিয়ে। যেকোন আকাআকির কাজ করার ক্ষেত্রে illustrator আবশ্যক।

৪। বাস্তবের মতো আকার ক্ষেত্রেঃ

ছবির মতো হুবহু কোন কিছু আকা এর ক্ষেত্রে illustrator এর বিকল্প নাই। Gradient tool এবং mesh tool দিয়ে বাস্তব shading পাওয়া যায়। এগুলোকে vector art বলে। সারাবিশ্বে vector art অনেক জনপ্রিয়তা পেয়েছে।

৫। Cartoon আকাঃ

Cartoon আকার ক্ষেত্রে সর্বপ্রথম দরকার কালার কন্সেপ্ট। Flat color এ ক্ষেত্রে অনেক কাজে দেয়। pen tool দিয়ে যেকোন ধরনে সেইপ বানানো যায়। Cartoon বানানো ক্ষেতে Pen tool, stroke, shape builder টুল কাজে আসে।

৬। লোগোঃ

বেশির ভাগ লোগো ই ইলাস্ট্রেটর দিয়ে বানানো হয়। কেন? কারণ ইলাস্ট্রেটর এ Unique শেপ বানানো যায় সহজে। আর যেহেতু এটা ভেক্টর তাই যেকোন format এ পরিবর্তন ও করা যায়। Eps format যেকোন প্রিন্ট প্রোডাক্টকে সুন্দর করে উপস্থাপন করতে পারে। লোগো বানানোর সময় কি সবচেয়ে বেশি দরকার? পরিমাপটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। Illustrator এ ভালভাবে পরিমাপ করা যায়। লোগো বানানো ক্ষেত্রে path finder টুল খুব কাজে আসে।

সবশেষে আমার ভুলত্রুটি হলে আমাকে ক্ষমা করবেন। আমি একজন নতুন টুউনার। আর যেকোন প্রয়োজনে আমাকে জানাবেন।

এই লেখাটি পূর্বে এখানে প্রকাশিত হয়েছিল।

Level 0

আমি মোঃ সোলায়মান হোসেন রবিন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 2

এইরকম পোস্ট না করে যদি এগুলা শিখিয়ে দিতেন তাহলে বেশী খুশি হতাম…

আপনার পোস্টটি পরে অনেক কিছু শিখলাম

কি শিখেয়ে দিলে বেশি খুশি হতেন@FA Shopnil

খুব কাজের কথা আসল কাজে ফাঁকি।