আসুন বাংলাদেশী কয়েন তৈরী করি ইলাষ্ট্রেটরে, যে কেউ পারবেন।

প্রিয় টেকটিউনস বন্ধুগন আসসালামু-আলাইকুম।আমার গ্রাফিক্স ডিজাইন আনেক ভালোলাগে। তার চেয়েও ভালোলাগে আমি যা পারি তা অন্যকে শেখাতে।উপরের হেডলাইন দেখেই বোঝাযাচ্ছে যে আজকে কি হতে যাচ্ছে। তবে ভয়ের কারন নাই এটা কোন জাল টাকা নয় ১০০% আসল, সৎ এবং সহজ উপায়। তো দেখি কেমন হবে কয়েনটি।

 

এটা আপনি আয়ত্ত করতে পারলে শুধু কয়েন তৈরী না বিভিন্ন লোগো তৈরীতেও আপনাকে সাহায্য করবে। ফিচারড় ইমেজেই দেখতে পাচ্ছেন যে কয়েন টি দেখতে কেমন হবে। যদি আপনার ভালো লাগে তাহলে দেখতে পারেন ভিডিওটি।

আর দেখে জানাবেন আপনার অনুভুতি। আশা করি আমার ভুলগুলো ক্ষমার চোখে দেখবেন।

Level 0

আমি ইব্রাহিম হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 4 টি টিউন ও 21 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাই শুধু কয়েন টা কিভাবে সেভ করব?

    @বেলাল হোসেন: ইলাষ্ট্রেটরের File থেকে Save করলেই তো হয় । কিন্তু অাপনি যদি .jpg মোডে সেভ করতে চান তাহলে ইলাষ্ট্রেটরের গিয়ে ctrl+a দিয়ে সবটুকু সিলেক্ট করে ফটোশপে নতুন ডকুমেন্ট তৈরী করে paste করুন এবং jpg মোড সিলেক্ট করে সেভ করুন ।

থ্যাংকস