প্রিয় টিউনার ভাইয়েরা আপনারা সবাই কেমন আছেন? আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আসলে ডিজাইন টা নিজের কাছে আপনি যত ডিজাইন নিয়ে ঘাটাঘাটি করবেন তত আপনার ডিজাইন এর বেগ বেড়ে যাবে আপনি অনায়াসে যে কোন ডিজাইন তৈরি করতে পারবেন,
তো আজ আমরা দেখব Oval টুল দিয়ে কিভাবে সুন্দর একটি ডিজাইন করা যায়।
প্রথমে টুলবার থেকে Oval টুল সিলেক্ট করে নিচের মত করে আঁকুন।
এবার কি-বোর্ড থেকে CTRL+C তারপর F press করুন। নিচের মত আরেকটি তৈরি করুন। আর সিলেকশন টুল দিয়ে ছোট করুন।
এভাবে CTRL+C তারপর F press দুটি তৈরি করুন নিচের মত করে।
এবার প্রথম টি সিলেক্ট করে একটি কালার দিয়ে দিন।
এভাবে ২/৩ এ কালার দিয়ে দিন নিচের মত করে। তারপর টুলবার থেকে Type Tool সিলেক্ট করে নিচের মত আপনার কথাগুলো লিখে দিন,
আর লেখার মধ্যে যদি শোডো দিতে চান তাহলে নিচের নিয়ম অনুসরন করুন।
ব্যাস তৈরি হয়ে গেল একটি সুন্দর ডিজাইন।
আর JPG আকারে সেভ করতে Menu থেকে File > Save As Web এ ক্লিক করে আপনার পছন্দের ফরম্যাট সিলেক্ট করে Ok করুন।
আজ এই পর্যন্ত সামনে আরো সুন্দর সুন্দর ডিজাইন এর টিউন এর পাবেন ইনশাআল্লাহ।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ আপনাকে। আপনার প্রত্যেকটি টিউন সত্যি অসাধারণ