হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ?
আশা করি ভাল আছেন , কাল আপনাদের দেখিয়েছিলাম কিবাবে কালার এ illustration করতে হয় , বা শেডিং করতে হয় ।
আজকে আপনাদের দেখাবো কি করে illustrator এ রিয়েল ইমেজ থেকে বেক্টর ইমেজ করবেন ,
ও কিবাবে সেই ইমেজ এ লাইট ও ডার্ক পয়েন্ট সিলেক্ট করবেন ।
এখানে আমি একটা ইমেজ ব্যাবহার করছি , ইমেজটা দেখুন ,
ভালো করে লক্ষ্য করে দেখুন , এই ইমেজ এ ডার্ক পয়েন্ট কোথায় কোথায় আছে ,
আমি মার্ক করে দিলাম ,
তবে মনে রাখবেন , যে কোন আর্ট এ সব চাইতে বড় পার্ট হচ্ছে এই লাইট এবং ডার্ক পয়েন্ট সিলেক্ট করা ,
এই কাজের জন্য আপনাকে অবশ্যই লিখুত ভাবে ছবিটা কে পর্যবেক্ষণ করতে হবে , এবং পয়েন্ট গুলা কে মার্ক করতে হবে ।
যারা একদম নতুন তাদের প্রথম প্রথম একটু কস্ট হবে , তবে ২ থেকে ৫ বার চেষ্টা করলে সবাই পারবে ।
আমি ও অনেক কস্ট করার পর এটা আয়ত্ত করলাম । 🙂
এখানে আমার মার্ক করা ডার্ক পয়েন্ট গুলো ।
চোখের নিছে ,
চোখের পাশে
মুখের পাশে ,
এবার খেয়াল করুন লাইট পয়েন্ট গুলো ,
কপালে
গালের উপর
এবং নাকে ।
নিছের ইমেজটা ভালো করে দেখুন ,
দেখলেন তো কিবাবে লাইট ও ডার্ক পয়েন্ট সিলেক্ট করতে হয় । ??
এবার আসুন কালার এ বা স্কিন টোন ,
স্কিন কালার এর জন্য আপনি কালার পিকার টুল টির সাহায্য নিতে পারেন ,
কালার পিক , টুল সিলেক্ট করে কালার এর উপর ক্লিক করে কালার কপি করুন ,
এবং তা কালার টুলস এ সেভ করুন ,
এখানে আমি কালার গুলো কপি করে করে সেভ করলাম ।
এবার দেখুন কিবাবে আর্ট শুরু করবেন , এখানে আমি পুরুষ ও মহিলা ২ টা ফেস নিলাম ।
প্রথমেই হেড টা কে পেন্সিল বা ব্রাশ দিয়ে মার্ক করুন ।
এরপর ডার্ক পয়েট গুলো ব্ল্যাক কালার দিয়ে ফিল আপ করুন ।
এরপর লাইট পয়েন্ট গুলো মার্ক করুন ।।
এবং তা স্কিন টোন থেকে লাইট স্কিন কালার দিয়ে ফিল আপ করুন ।
হাল্কা স্কিন কালার এর ডার্ক ও লাইট কালার ব্যাবহার করুন ।
আজকে এই পর্যন্ত ছিলো আমার টিউন , আশা করছি আপনাদের ভালো লেগেছে , ।
আপনাদের যে কোন প্রশ্নের জন্য সরাসরি ইনবক্স করুন আমার ফেসবুক এ , আমি আমার সাধ্য মত চেষ্টা করবো উত্তর দিতে ,
আপনাদের ভালো লাগা , মন্দ লাগা আমাকে জানাতে পারেন 🙂 ।
আমার টিউন ভালো লাগলে কমেন্ট দিতে ভুলবেন না । 😉
আজকের জন্য আল্লাহ হাফেজ , পরে আবার হাজির হব "ভেক্টর কিডস আর্ট নিয়ে" সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন ।।
আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
valo