নিয়ে নিন কিছু Hand Writing ডিজাইন (আর ডিজাইন এর কষ্ট হবে না) ডিজাইনদের জন্য অনেক কাজের

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


আমরা অনেকে ডিজাইন এর কাজ করি, আমি করি কিন্তু মাঝে মাঝে কিছু ডিজাইন এর কাজ করি, আর যারা অ্যাডবি ইলাস্ট্রেটর ভাল কাজ জানেন তারা নিচের মত ডিজাইন গুলো নিজের পছন্দ মত বানাতে পারবেন, আজ এগুলো আমার এক বন্ধু থেকে কালেট করে নিলাম আর কিছু আমি নিজেই চেষ্টা করলাম, প্রথম একটু কষ্ট হয়েছে এখন ভাল হাত চলে এসেছে আপনাদের দোয়ায়।

তো চিন্তা করলাম টিউনার বন্ধুদের শেয়ার করলে ভাল হয় , তাই দেরি না করে শেয়ার করলাম।

আস্তে আস্তে লিখতে চেষ্টা করুন...

আর আপ্নারা পেয়ে চুপ করে বসে থাকলে হবে না অন্তত আমাকে ১টি টিউমেন্ট করে যাবেন, কারন এই টিউমেন্ট এর উপর নিভর করবে আপনার জন্য পরবর্তী কাজের কালেশন এর ডিজাইন গুলো।

একদিন দেখবেন অনেক সুন্দর হচ্ছে আপনার লেখা

তাহলে আর দেরি না করে এখান থেকে ডাউনলোড করে নিন।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

@হোছাইন আহম্মদ

ভাই আপনাকে অণেক ধন্যবাদ ডিজাইন গুলো শেয়ার করার জন্য। আমি শখের বসে ইলাস্টেটরের কাজ করি, আশা করি আমার কাজে লাগবে।

ভাইয়া আপনার কাছে এধরনের কালেকশন থকলে প্লিজ সেগুলে সেয়ার করবেন। আমি গ্রামে থাকি এখানো 2G তাই এখন ডাউনলোড করতে পারছিনা পরে শহরে গিয়ে সাইবারক্যাফে থেকে ডাউনলোড করে আনবো।
আবারো ধন্যবাদ।

    @subrata513: আমি আপনার মত শখের বসে ডিজাইন এর কাজ করি ## আর আরো কিছু কালেকশান আছে @ সাথে থাকুন।

amio sokher bose djainer kaj sikhachi. But oneke amake kaj dhorie dai. Valo laglo. Songohe rakhlam. Thanks.

ভাই আপনি আসলেই সেরা। আপনিই পারবেন আমাদের ব্যবসায়িক চাহিদাগুলো মিটাতে। ভাই পাশে থাকবেন কিন্তু।

Nice Tune, Thanks for share.

thnx vai share korar jonno try korbo

ফাইলটি ইলাস্ট্রেটরে হলে ভাল হত। স্ক্রীন শট কোন কাজে আসলো না।

খুব ভাল লাগল । এরকম আরও ডিজাইন সেয়ার করবেন । থ্যাংকস ।

ভাই আমার সার্টিফিকেট এর ডিজাইন লাগবে। ট্রেনিং সেন্টারের জন্য প্লিজ ভাই শেয়ার করলে খুব উপকৃত হবো

টেকটিন্সে পোস্ট করবো কিভাবে?? যেনো পোস্টটি সরাসরি techtunes.io ওয়েবে দেখায়।

adobe illustrator cs6 er full version highly comprased er download ache

Hussain Vai TT te Id active korlam

ভাইয়া কিছু ইসলামিক লোগো কালেকশন দিলে ভালো হয়।

ভাই
চমৎকার কিছু ডিজাইন শেয়ার করায় আপনাকে ধন্যবাদ যানাচ্ছি।

* একটি বিষয় : আমি যেখানে থাকি সেখানে আরবী ডিজাইনের কিছু কাজ করতে হয়। সেই সাথে বাংলায় ইসলামিক পোষ্টারের কাজও করতে হয়।
এই বিষয়ে কেউ ভাল কিছু ডিজাইন দিলে আমি ফ্লাক্সিলোড বা বিকাশ করতে প্রস্তুত আছি।
কেউ কিছু মনে করবেন না। আসলেই আমার খুব প্রয়োজন।

থ্যাংকস ভাই

Level 0

ব্রো, ইলাস্ট্রেটর সিএস ৬ এর ডাউনলোড লিঙ্ক টা দিবেন কাইন্ডলি?

খুবই দরকারি জিনিস ভাই ধন্যবাদ আপনাকে