আসসালামুইলাইকুম ।
"Note" প্রথমেই বলে নেই আমার কিছু বানান ভুল থাকতে পারে , আশা করি তা সকল টিউনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ।
কেমন আছেন সবাই ?
আজকে আবার হাজির হলাম আপনাদের জন্য illustrator এর টিউটোরিয়াল নিয়ে । এর আগের টিউনে আলোচনা করেছিলাম কিবাবে আর্ট এর ব্রাশ বানাতে ও সেট করতে হয় । যারা ওই টিউন টি মিস করেছেন তারা এখান থেকে দেখে নিতে পারেন ।
আজকে দেখাবো কিবাবে সেই আর্ট এ কালার দিতে হয় । তো কথা আর না বারিয়ে চলুন শুরু করা যাক । এখানে আমি আমার একটা লাইন আর্ট নিলাম যেটা আমি নিজেই আমার পিকচার থেকে আর্ট করেছিলাম , আর্ট করার সময় একটু ভালো করে আর্ট করুন , প্রয়োজনে একটু বেশি সময় নিয়ে করুন , তাহলে আর্ট ও কালার খুব ভালো ও নিখুত ভাবে করতে পারবেন ।
যাক আর্ট করার পর আপনি আপনার সকল ব্রাশ ও পেথ সিলেক্ট করুন keybord "Ctrl+A" দিয়ে ।
এরপর চলে যান Object-->Group বা keybord "Ctrl+G"
এবার Object-->Expand Appearance
এবার Object--->Live Paint--->Make
এবার Tool Bar থেকে Live Paint Buket সিলেক্ট করুন , অথবা keybort "K"
এরপর Tool Bar থেকে Fill বা keybord "X" সিলেক্ট করুন ।
এবার আপনি আপনার ইচ্ছা মত কালার দিন ,
{পুরো কাজের প্রগ্রেস }
মনে রাখবেন আমি আগেও বলেছি , আবারো বলছি ,
"একটু সময় নিয়ে কাজ করুন , যার কারনে আপনি খুব ভালো একটা রেজাল্ট পাবেন" 😀 হোক সেটা কালার দেয়া বা আর্ট করা ।
সময় নিয়ে করলে যে কোন কাজ খুব ভালো হয় ।
আশা করছি আপনাদের খুব ভালো কিছু উপহার না দিতে পারলেও মন্দ কিছু তোর দেইনি ?? 😛 ভালো লাগলে টিউমেন্ট করতে ভুলবেন না , আর কারো যদি বুজতে অসুবিধা হয় তাহলে আমাকে জানাতে পারেন
ফেসবুকে আমাকে ম্যাসেজ করতে পারেন । যদিও আমি ফেসবুকে তেমন একটা থাকি না । আজকে আমার টিউন এখানেই শেষ করলাম ।
<<<<======আল্লাহ হাফেজ =======>>>>>
পরে আবার ফিরে আসবো কিবাবে কালার আর্ট এ illustration করতে হয়
আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 2 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুবই ভাল হইছে চালাইয়া যান সাথে আছি থাকবো …………………