যারা নতুন করে illustrator এ আর্ট করতে চান তাদের জন্য ।। নিউ ফ্রিলান্সার মাস্ট দেখুন !!

আসসালামুয়াইলাইকুম ।
প্রথমেই বলে নেই আমার লিখাতে অনেক ভুল থাকতে পারে , তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন । কেমন আছেন সবাই , আমি একজন সফল ফ্রিলান্সার । প্রায় ৩ বছর ধরে আমি এই কাজ করে আসছি । সাধারণত আমার কাজ হলো আইফোন এর গেমস এবং এপ্পস ডিজাইন করা । আর এই দীর্ঘ ৩ বছর এ আমি সফল ভাবে প্রায় ২০০ এর উপর গেমস এবং ৫০ টির ও বেশি এপ্স ডিজাইন করলাম । যা কিনা সফল ভাবে iTunes ও গুগল প্লে স্টোরে এ বাণিজ্য করে আসছে ।

আমি যখন এই ফ্রিলান্সার কাজ শুরু করি তখন আমাকে সাপোর্ট করার মত কেউ ছিল না । আমার আব্বু আমাকে ইন্টারনেট খরচ দিতে চাইতেন না , আমার ফ্রেন্ডরা অনেকেই বলতো এটা নাকি পি টি সি সাইট এর মত । কিন্তু যখন আমি প্রথম মাসে প্রায় বাংলাদেশি ১০০০ টাকা ইনকাম করলাম তখন সবার চোখ ছানাবড়া !! এরপর আমাকে আর ফিছনে ফিরে চাইতে হল না । আমার ফিডব্যাক আর কাজের দক্ষতা আমাকে এনে দিল আমার জীবনের নতুন এক অধ্যায় । এখন আমার আব্বু আম্মু আমাকে নিয়ে গর্ববোধ করেন । আর আমার ফ্রেন্ডরা আমার সাথে কাজ শিখার জন্য ধর্না দেয় ।

আমার ফটোশপ ও ইল্লুস্ট্রেটর এর জন্য কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই , ডিজাইন ছিলো আমার নেশা ,আর এই নেশাই এখন আমার পেশা !

আমি যখন কোন গেমস খেলতাম তখন আমি ভাবতাম , আমি যদি এই গেমস এর ডিজাইন করতাম তাহলে আরো ভাল ডিজাইন করতে পারতাম । আর এই ভাবনা থেকেই আমার ফোটোশপ ইন্সটল করা ও আস্তে আস্তে এগিয়ে যাওয়া , মাঝে মাঝে গুগল সার্চ ও কিছু অনলাই টিউটোরিয়াল কিন্তু তা খুব কমই , কারন আমার পকেটে তখন ইন্টারনেট প্যাকেজ নেয়ার মত টাকা ছিলো না । যাক সে কথা , আমি শুধু যারা নতুন ফ্রিলান্সার তাদের জন্য একটা কথাই বলতে চাই । "এই কাজে আপনার যথেষ্ট পরিমান ধ্বজ লাগবে, ধ্বজ ছাড়া এই কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না "

যাক অনেক কথাই বলার ছিলো কিন্তু লিখতে বসে কিছুই মনে পড়ছে না ।

এখন কাজ শুরু করা যাক ,
আজ আমি যারা নতুন করে ইল্লুস্ট্রেটর এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য শুরু থেকে কি করতে হবে তাই নিয়ে লিখবো । আজকে আমি হ্যান্ড আর্ট এর জন্য কিবাবে ব্রাশ সেট করতে হবে তাই দেখাবো ।

প্রথমে একটা নিউ পেজ নিন , এখানে আমি 500x500 সাইজ এর একটা পেজ নিলাম। ছবিতে দেখুন ।

এবার Rectangle Tool থেকে Ellips Tool সিলেক্ট করুন , নিছে ছবিতে দেখুন

এবার একটা শেপ বানান নিছের ছবির মত করে ।

এবার Brush Tool সিলেক্ট করে শেপটাকে সেখানে ড্রপ ডাউন করুন ।

আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করুন ।

নতুন একটি Window আসবে ।

এখানে Width দিন 45 ।
Brush Scale Optione এ Stretch To Fit Stroke Length দিন ।
Method e দিন Tints . ব্যাস ওকে করুন ।

আপনার কাজ শেষ ।।

এবার ব্রাশ এর Window তে দেখুন আপনার ব্রাশ টা শো করছে , এখন আপনি আর্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো  🙂 নিছে আমি একটা স্যাম্পল দিলাম দেখতে পারেন ।। 😉

আজ এখানেই আমার টিউন শেষ করলাম , সামনে যদি আবার ও সময় পাই তাহলে আপনাদের শিখাবো কি করে Kids Games এর ক্যারেক্টার বানাতে হয় ।  😛

সাথে আমার একটা লাইন আর্ট এর কাজ দেখালাম । যা কিনা এই একই ব্রাশ দিয়ে বানানো 😛

ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না ।

<<<<<<<< আল্লাহ হাফেজ >>>>>>>> 🙂

Level 0

আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

balo laglo

Level 0

vai valo laglo thanks tharabahik post korle amar moto notunder valo hoto

Level 0

ভাই সফল সফল ফ্রিলান্সার kivabe howa jai,

খুব ভালো চালিয়ে যান।

Waaaaaaaaaaaw
Darun, kintu amar dara somvob na,
amar aakar hat nei,
vabchi chobi aaka sikhte jabo.

টিউমেন্ট করার জন্য সবাই কে ধন্যবাদ ।
@obaidulbd চেষ্টা করব সামনে আরো ভালো কিছু দেয়ার জন্য , সাথেই থাকুন ,
@ limon777 ভাই আগেই বলেছি কি কি লাগবে , দয়া করে পুরো পোস্ট টি পড়ুন ।

চরম ভাই। ভাই আর্ট এর পর কালার কেমনে করে জানাবেন প্লিজ।

Vai, Illustrator er kaj aro perfectly r easily korte ekta tool ase “VectorScribe”, parle eitar crack kivabe korte hoi r setar link dile khub upokar hoto. Original file er praice prai 76 Dollars!