আসসালামুয়াইলাইকুম ।
প্রথমেই বলে নেই আমার লিখাতে অনেক ভুল থাকতে পারে , তাই সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টি তে দেখবেন । কেমন আছেন সবাই , আমি একজন সফল ফ্রিলান্সার । প্রায় ৩ বছর ধরে আমি এই কাজ করে আসছি । সাধারণত আমার কাজ হলো আইফোন এর গেমস এবং এপ্পস ডিজাইন করা । আর এই দীর্ঘ ৩ বছর এ আমি সফল ভাবে প্রায় ২০০ এর উপর গেমস এবং ৫০ টির ও বেশি এপ্স ডিজাইন করলাম । যা কিনা সফল ভাবে iTunes ও গুগল প্লে স্টোরে এ বাণিজ্য করে আসছে ।
আমি যখন এই ফ্রিলান্সার কাজ শুরু করি তখন আমাকে সাপোর্ট করার মত কেউ ছিল না । আমার আব্বু আমাকে ইন্টারনেট খরচ দিতে চাইতেন না , আমার ফ্রেন্ডরা অনেকেই বলতো এটা নাকি পি টি সি সাইট এর মত । কিন্তু যখন আমি প্রথম মাসে প্রায় বাংলাদেশি ১০০০ টাকা ইনকাম করলাম তখন সবার চোখ ছানাবড়া !! এরপর আমাকে আর ফিছনে ফিরে চাইতে হল না । আমার ফিডব্যাক আর কাজের দক্ষতা আমাকে এনে দিল আমার জীবনের নতুন এক অধ্যায় । এখন আমার আব্বু আম্মু আমাকে নিয়ে গর্ববোধ করেন । আর আমার ফ্রেন্ডরা আমার সাথে কাজ শিখার জন্য ধর্না দেয় ।
আমার ফটোশপ ও ইল্লুস্ট্রেটর এর জন্য কোন রকম প্রাতিষ্ঠানিক শিক্ষা নেই , ডিজাইন ছিলো আমার নেশা ,আর এই নেশাই এখন আমার পেশা !
আমি যখন কোন গেমস খেলতাম তখন আমি ভাবতাম , আমি যদি এই গেমস এর ডিজাইন করতাম তাহলে আরো ভাল ডিজাইন করতে পারতাম । আর এই ভাবনা থেকেই আমার ফোটোশপ ইন্সটল করা ও আস্তে আস্তে এগিয়ে যাওয়া , মাঝে মাঝে গুগল সার্চ ও কিছু অনলাই টিউটোরিয়াল কিন্তু তা খুব কমই , কারন আমার পকেটে তখন ইন্টারনেট প্যাকেজ নেয়ার মত টাকা ছিলো না । যাক সে কথা , আমি শুধু যারা নতুন ফ্রিলান্সার তাদের জন্য একটা কথাই বলতে চাই । "এই কাজে আপনার যথেষ্ট পরিমান ধ্বজ লাগবে, ধ্বজ ছাড়া এই কাজে আপনি এগিয়ে যেতে পারবেন না "
যাক অনেক কথাই বলার ছিলো কিন্তু লিখতে বসে কিছুই মনে পড়ছে না ।
এখন কাজ শুরু করা যাক ,
আজ আমি যারা নতুন করে ইল্লুস্ট্রেটর এর কাজ করতে চাচ্ছেন তাদের জন্য শুরু থেকে কি করতে হবে তাই নিয়ে লিখবো । আজকে আমি হ্যান্ড আর্ট এর জন্য কিবাবে ব্রাশ সেট করতে হবে তাই দেখাবো ।
প্রথমে একটা নিউ পেজ নিন , এখানে আমি 500x500 সাইজ এর একটা পেজ নিলাম। ছবিতে দেখুন ।
এবার Rectangle Tool থেকে Ellips Tool সিলেক্ট করুন , নিছে ছবিতে দেখুন
এবার একটা শেপ বানান নিছের ছবির মত করে ।
এবার Brush Tool সিলেক্ট করে শেপটাকে সেখানে ড্রপ ডাউন করুন ।
আর্ট ব্রাশ সিলেক্ট করে ওকে করুন ।
নতুন একটি Window আসবে ।
এখানে Width দিন 45 ।
Brush Scale Optione এ Stretch To Fit Stroke Length দিন ।
Method e দিন Tints . ব্যাস ওকে করুন ।
আপনার কাজ শেষ ।।
এবার ব্রাশ এর Window তে দেখুন আপনার ব্রাশ টা শো করছে , এখন আপনি আর্ট করতে পারেন আপনার ইচ্ছা মতো 🙂 নিছে আমি একটা স্যাম্পল দিলাম দেখতে পারেন ।। 😉
আজ এখানেই আমার টিউন শেষ করলাম , সামনে যদি আবার ও সময় পাই তাহলে আপনাদের শিখাবো কি করে Kids Games এর ক্যারেক্টার বানাতে হয় । 😛
সাথে আমার একটা লাইন আর্ট এর কাজ দেখালাম । যা কিনা এই একই ব্রাশ দিয়ে বানানো 😛
ভালো লাগলে অবশ্যই টিউমেন্ট করতে ভুলবেন না ।
<<<<<<<< আল্লাহ হাফেজ >>>>>>>> 🙂
আমি অচেনা মানুষ রিলোড়েড। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 10 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 29 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
balo laglo