ইলাস্ট্রেটরে ফায়ারফক্সের লোগো ডিজাইন। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, আশা করি ভাল আছেন। আপনারা নিশ্চয়ই ফায়ারুফক্স সম্পর্কে জানেন। ওয়েব ব্রাউজিং এর তুমুল জনপ্রিয় একটি সফটওয়্যারের নাম মজিলা ফায়ারফক্স। ব্যক্তিগতভাবে আমার খুব প্রিয় এই ব্রাউজারটি। অনেকেই বলেন গুগল ক্রোম সবচেয়ে ভাল ওয়েব ব্রাউজার। কিন্তু আমার মতে ফায়ারফক্সের কোন জুড়ি নেই। এর রয়েছে অসংখ্য দরকারী প্লাগিন। হায় হায়, ব্যপারটা ধান ভানতে শিবের গীত গাওয়ার মত হয়ে যাচ্ছে। আসলে আজকের টিউটোরিয়ালে আমরা ফায়ারফক্সের লোগো ডিজাইন করার চেষ্টা করব। এই জন্যই ফায়ারফক্স সম্পর্কে এত কথা বলা। তো চলুন শুরু করা যাক।
প্রথমে একটা বৃত্ত অংকন করুন Ellipse tool ব্যবহার করে। তারপর এটিকে গ্রাডিয়েন্ট ইফেক্ট দিন ঠিক নিচের চিত্রের ন্যায়।
এবার একটা বৃত্ত অংকন করুন এবং বৃত্তের উপরের অংশটুকু কেটে নিন। Pathfinder টুল ব্যবহার করে কাজটি করতে পারেন। প্রথমে একটি বৃত্ত অংকন করুন এবং পরে একটি রেকটিংগুলয়ার আকুন ঠিক বৃত্তের যে অংশ কাটতে চান তার উপরে এবং তারপর দুইটি শেপই সিলেক্ট করে Pathfinder এর Subscript from shape are টুল ব্যবহার করে কেটে নিন। চিত্র খেলায় করুন।
এরপর যেটা করতে হবে তা হল পেন টুল ব্যবহার করে ওয়াল্ড ম্যাপ অংকন। এক্ষেত্রে সহজ হয় যদি আপনি ইন্টারনেট থেকে ফায়ারফক্সের লোগোর একটি ছবি নামিয়ে নেন। যা হোক পেন টুল ব্যবহার করে ধীরে ধীরে ছবিটি আকুন। ঠিক নিচের চিত্রের মত করে।
এই ধাপে ফায়ারফক্সের লেজ আঁকতে হবে। লেজ আঁকার জন্য দুটি বৃত্ত এঁকে Pathfinder এর Subscript from shape area টুল ব্যবহার করুন ব্যপারটা বোঝার জন্য নিচের ছবি দুটি ভালভাবে খেয়াল করুন।
লেজের অংশ আঁকার পর এটিতে কিছুটা গ্রাডীয়ান্ট ইফেক্ট দিন। এবং নিচের চিত্রের ন্যয় স্থানে স্থাপন করুন। কাজটা একটু সতর্কতার সাথে করতে হবে।
আবারো পেন টুলের কাজ। এবার পেন টুল ব্যবহার করে ফক্স অংকন করতে হবে। আস্তে আস্তে আকুন প্রয়োজনে মূল ছবিটা বার বার দেখে নিন। নিচের চিত্র খেয়াল করুন। ]
একইভাবে পেন টূল ব্যবহার করে ফক্সের উপরের অংশ আকুন।
এখানে কান এবং উপরের অংশ আঁকা হয়েছে। যা হোক এরপর আমরা পেন টুল ব্যবহার করে বাকী অংশগুলোও আঁকব।
মুখের উপরে নাকের সামনের অংশটা কালো করতেও ভুলবেন না।
এভাবে দেখুন ফায়ারফক্সের মূল লোগোটি সম্পূর্ণ হয়ে এসেছে।
লেখাটি ভাল লাগলে আশাকরি শেয়ার করতে ভুলবেন না।
পাশাপাশি আপনি চাইলে মূল AI ফাইলটি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন।
শেষ পর্যন্ত পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। মন চাইলে আমার ব্যক্তিগত ব্লগ থেকে একবার ঘুরে আসতে পারেন।
আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।
superb post. well written. Thanks from.–>>www.ittimesbd.com