ঈদ মোবারক, আশা করি সকলেই ভাল আছেন। কয়েকদিন আগে একটা ইংরেজি ব্লগ দেখছিলাম, সেখানে কিছু ইলাস্ট্রেটর টিউটোরিয়াল চোখ ধাঁধিয়ে দিয়েছিল। ইলাস্ট্রেটর ব্যবহার করে এমন চমৎকার সব থ্রী-ডি’র কাজ করা যায় বিশ্বাসই হচ্ছিল না। সেখান থেকে কিছু কিছু প্রোজেক্ট আমি নিজে নিজে চেষ্টা করেছি। সবগুলো প্রজেক্ট সম্পূর্ণ করতে পারিনী কেননা টিউটোরিয়ালগুলো মন দিয়ে পড়ার সময় ছিল না। তবে যেগুলো করতে পেরেছি তার থেকে একটা এখানে শেয়ার করছি।
এই টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে লেভেলসহ একটা সেভেন-আপের বোতল তৈরি করা যায়। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা একটা সেভেন-আপের লোগো সম্বলিত লেভেল তৈরি করে নিব। এটা তৈরি করার জন্য এখান থেকে আমার পূর্বের টিউটোরিয়ালটা পড়ে দেখতে পারেন। লেবেলের কাজ শেষ হলে আমরা মূল অংশে চলে যাবো।
প্রথম ধাপঃ
Rounded Rectangle Tool ব্যবহার করে বোতলের ছিপি আঁকতে হবে। তারপর Rectangle Tool ব্যবহার করে আরো কয়েকটি শেপ এঁকে সবগুলোকে নিচের ন্যায় সাজিয়ে ফেলুন।
দ্বিতীয় ধাপঃ
Ellipse Tool (L) ব্যবহার করে একটা ডিম্বাকার শেপ আঁকুন যার উপরের অংশ সেভেন আপের বোতলের উপরের অংশ হিসাবে ব্যবহৃত হবে। নিচের ছবি থেকে আইডিয়া নিন।
তৃতীয় ধাপঃ
এবারের ধাপে আমরা ডিম্বাকার শেপের নিচের অংশ মুছে দেবো। এটা করা জন্য টুল প্লেটের Direct Selection Tool ব্যবহার করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শেপটির নিচের অংশ সিলেক্ট করে Delete বাটনে ক্লিক করলেই ডিম্বাকার শেপের নিচের অংশ মুছে যাবে। মুছে ফেলার পর যে অংশ থাকবে তার একটা কপি নিতে হবে Alt বাটনে ক্লিক করে মাউসের লেফট বাটন চেপে রেখে। দ্বিতীয় অংশের নিচে দিকটা আবারো Direct Selection Tool দিয়ে সিলেক্ট করে ঠেলে দিতে হবে, ফলে সেটি চিত্রের ন্যায় দেখাবে।
চতুর্থ ধাপঃ
এবার প্রথম শেপটিকে Selection Tool দিয়ে সিলেক্ট করে Pathfinder টুলের প্রথম অপশন ব্যবহার করে জয়েন্ট করতে হবে। পাথফাইন্ডার টুল খুজে না পেলে Window মেনুতে ক্লিক করে ফ্লাইআউট মেনু থেকে Pathfinder এ ক্লিক করুন অথবা Shift+F9 কমান্ড দিন তাহলে এটি চলে আসবে। জয়েন্ট করার পর এটি নিচের চিত্রের ন্যায় দেখাবে।
পঞ্চম ধাপঃ
এই ধাপে দুটি আয়াতক্ষেত্র আঁকতে হবে। প্রথমটি বড় এবং পরের টি একটু ছোট দুটোকেই পরপর স্থাপন করতে হবে। এগুলো দিয়ে মূলত বোতলের মাঝের অংশ তৈরি হবে। ছবি দেখলে ব্যপারটা আরো পরিষ্কার হয়ে যাবে।
৬ষ্ঠ ধাপঃ
সবগুলো শেপ সিলেক্ট করুন এবং Pathfinder এর জয়েন্ট টুলে ক্লিক করে জয়েন্ট করুন। ফলে নিচের মত শেপ পাবেন।
সপ্তম ধাপঃ
একটা সরল রেখা আঁকুন যেটা বোতলের মাঝ বরাবর অবস্থান করবে। টুল প্লেটের “লাইন সেগমেন্ট” টুল ব্যবহার করে Shift কী-চেপে রেখে রেখা আঁকুন ফলে রেখাটি একটি সরল রেখা হবে। নিচের চিত্র লক্ষ্য করুন।
অষ্টম ধাপঃ
উপরের চিত্রের শেপটি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে Pathfinder টুলের Divide অপশন ব্যবহার করে শেপগুলোকে ডিভাইড করতে হবে। ডিভাইড করার পর এর ডান পাশের অংশ মুছে দিন কী-বোর্ড থেকে Delete কী চেপে। Pathfinder এ Divide অপশনটি দ্বিতীয় লাইনের প্রথমেই রয়েছে। সঠিকভাবে সিলেক্ট করতে হবে অন্যথায় অপশনটি ভালভাবে কাজ করবে না। Divide করার পর ডান পাশের অংশটি মুছে দিলে তা নিচের চিত্রের ন্যায় দেখাবে।
নবম ধাপঃ
এই ধাপে আমরা উপরের শেপটিকে আরো কিছু অংশে বিভক্ত করব। এর পূর্বের ধাপে আমরা যেভাবে কাজ করেছি ঠিক সেইভাবে এখানেও Line Segment Tool ব্যবহার করে কয়েকটি সরলেরেখা আঁকতে হবে এবং তারপর Pathfinder এর Divide টুল এ ক্লিক করলে কাজটি হয়ে যাবে। বিস্তারিত ছবি দেখলে বুঝতে পারবেন আশা করি।
দশম ধাপঃ
ডিভাইট হয়ে যাওয়ার পর ডান পাশের লাইনগুলোকে মুছে দিয়ে বোতলের যে অংশে যে ধরনের রঙ দিতে চান সেই অংশগুলো সেই ধরনের রঙ যেমন উপরের অংশ (বোতলের চিপি) লাল মাঝের অংশ সাদাটে এবং নিচের অংশ লালচে (এই অংশের রঙ হালকা নীল ও দিতে পারেন এটা দিয়ে মুলত দেখানো হবে বোতলে কিছটা পানীয় আছে।
একাদশ ধাপঃ
এই ধাপগুলো ধুবই গুরুত্বপূর্ণ। বোতলের মাঝের অংশের শেপটির একটি কপি আলাদা করে রাখুন। এবার আলাদা করা অংশ রেখে বাকী অংশগুলো সিলেক্ট করে ইফেক্ট দিনঃ Effect > 3D > Revolve > Ok । এক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হল Offset এ Right Edge সিলেক্ট করে দিতে হবে।
দ্বাদশ ধাপঃ
একাদশ ধাপ শেষ করার পর নিচের চিত্রের ন্যায় থ্রী-ডি শেপ পাওয়া যাবে।
ত্রয়োদশ ধাপঃ
এবার প্রথমে এঁকে রাখা সেভেন আপের লেভেলটি ইলাস্ট্রেটরে ওপেন করুন। এটাকে ওপেন করে ড্রাগ করে Symbol এ প্লেটের উপরে ছেড়ে দিন এবং এটাকে যেকোন নামে রিনেম করুন। শেপটি সিলেক্ট করে এবার নতুন ইফেক্ট দিন এভাবেঃ Effect > 3D > Revolve > Map Art (এখানে Invisible Geometry তে ক্লিক করে প্রিভিউ দেখে নিন)।
চতুর্দশ ধাপঃ
এবার প্রাপ্ত থ্রী-ডি শেপটি বোতলের শেপের সাথে স্থাপন করুন এবং দেখুন আমরা যেমটা চেয়েছিলাম সেটা হয়েছে কিনা।
ধন্যবাদ ।
এই রকম আরো কিছু সুন্দর টিউটোরিয়াল পেতে এখনে ক্লিক করুন।
আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।
Excellent.
Apnake ekta request korbo…..jodi somvob hoy tahole youtube e video tutorial ti share korun.