এই টিউটোরিয়ালে আমি একটা সহজ জিনিষ নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আইকন তৈরি, অবশ্যই এডবি ইলাস্ট্রেটর দিয়ে। উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের আইকন অবশ্য পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। তবে আমি এখানে যে আইকনটি তৈরি করে দেখাব তা উইন্ডোজ এক্সপিতে ডিফল্টভাবে যে আইকন থাকে সেটা। তো চলুন শুরু করা যাকঃ
প্রথমে Ellipse টুল দিয়ে একটি বৃত্ত আঁকুন যা ফিল কালার None এবং স্ট্রোক কালার হবে সবুজ। স্ট্রোক বাড়িয়ে ১২০ করুন এবং বৃত্তটির একটি কপি নিন। . . .
এখন Direct Selection টুল দিয়ে দ্বিতীয় বৃত্তটার তিন চতুর্থাংশ মুছে ফেলুন। দুই ধাপে এটা করতে হবে প্রথমে অর্ধেক মুছে ফেলুন পরে অর্ধেকের অর্ধেক মুছে ফেলুন। তিন চতুর্থাংশ মুছে ফেলার পর যে অংশ থাকবে সেটার রঙ পরিবর্তন করে নীল রঙ দিন।
এখন নীল অংশের একটি কপি রেখে প্রথম অংশকে বৃত্তটির সাথে স্থাপন করুন। এক্ষেত্রে Align টুল ব্যবহার করুন। উভয় শেপকে সিলেক্ট করে প্রথমে Horizontal Align Left এ এবং পরে Vertical Align Bottom এ ক্লিক করুন। ঠিক নিচের চিত্রের ন্যায় স্থাপিত হবে। পাশাপাশি অন্য অংশটিকে লাল রঙ দিন।
এবার লাল রঙ দেওয়া অংশটিকে সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে ঘুরিয়ে নিয়ে নিচের চিত্রের ন্যায় স্থাপন করুন। ঠিক একইভাবে একটি হলুদ অংশ ও তৈরি করে স্থাপন করুন আর সবুজ অংশ তো আছেই।
উপরের চিত্রের ন্যায় কিছু একটা তৈরি করতে পারলেই কাজ প্রায় শেষ। এবার Star টুল ব্যবহার করে একটি কালো রঙের ত্রিভূজ অংকন করুন। এবং ত্রিভূজটির কর্ণারগুলো রাউন্ড করতে Effect > Stylize > Round Corner এ ক্লিক করে অনুমান মত সংখ্যা বসিয়ে ত্রিভূজটির কোনাগুলো রাউন্ড করে নিন।
এবার কালো ত্রিভূজটিকে মূল শেপের মাঝে স্থাপন করলেই দেখুন আমরা যা চেয়েছি তা তৈরি হয়ে গেছে।
ভাল লাগলে ফেসবুকে শেয়ার করতে ভুলবেন না।
আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।
Nice