ইলাস্ট্রেটরে রাতের তারাভরা আকাশে মসজিদ ও মিনারের ছবি আঁকুন।

আজকে চলুন ইলাস্ট্রেটর দিয়ে চাঁদনী মসজিদের মিনার এবং গম্বুজের ছবি আঁকা শিখি। এটা খুবই সহজ একটি কাজ। শুধুমাত্র কিছু টুলস এর বেসিক কাজগুলো জানলেই এটি করা সম্ভব। খুবই সুন্দর একটি ছবি আঁকা যাবে। ত চলুন শুরু করা যাক। প্রথমে ইলাস্ট্রেটর ওপেন করে একটি পেজ নিন। প্রথমে Rectangular Tool ব্যবহার করে দুইটি আয়াতক্ষেত্র আকুন। আয়াতক্ষেত্রগুলোর Fill কালার কালো এবং স্টোক কালার none হবে  ঠিক চিত্রের ন্যায়।

111

এবার পেন টুল ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় একটি শেপ আঁকুন।

2222222

সাদা শেপটাকে কালো আয়াতক্ষেত্রগুলোর সাথে যুক্ত করে নিচের চিত্রের ন্যায় শেপ আকুন।

44444444

পেন টুল এবং Ellipse Tool ব্যবহার করে নিচের চিত্রের ন্যায় দুটি শেপ আকুন।

55555

সবগুলোকে যোগ করে নিচের চিত্রের ন্যায় তৈরি করুন।

666666666

এবার আগের আঁকা আয়াতকার শেপগুলোর সাথে এইগুলো যোগ করে নিচের চিত্রের ন্যায় মিনারের আকার তৈরি করুন।

7777

মিনার আঁকা শেষ এবার গম্বুজ আঁকতে হবে। প্রথমে Ellipse Tool ব্যবহার করে একটি বৃত্ত আঁকুন এবং একটি আয়াতক্ষেত্র এঁকে দুইটি যুক্ত করে নিচের চিত্রের ন্যায় একটী শেপ আঁকুন।

888888888

গম্বুজের শীর্ষদেশ আকুন এবং যুক্ত করে গ্রুপ করে দিন।

10000

দুটি চিত্রকে পাশাপাশি স্থাপন করুন।

1111111

এবার একটি বড় আয়াতক্ষেত্র আকুন এবং সেটাকে Gradient Tool দিয়ে নিচের চিত্রের শেপ দিন।

12121

এবার গম্বুজ, মিনার এবং রাতের শেপকে একসাথে স্থাপন করুন এবং নিচের চিত্রের ন্যায় স্থাপন করুন।

final

মূল ইলস্ট্রেটর ফাইলটি নিয়ে নিজের মত করে কাস্টমাইজ করতে চান? এখান ক্লিক করুন।

 

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

অনেক সুন্দর হয়েছে (আরো ভালো লোগো তৈরি নিয়ম চাই)

Level 0

ভাল টিউটোরিয়াল, সহজ কিন্তু কাজের খুব। কষ্ট করে বানাবার জন্যে ধন্যবাদ। আশা কর এরকম আরো কিছ টি্উটো দিবেন