ইলাস্ট্রেটরে বাংলাদেশ সরকারের লোগো তৈরি

শুভ সকাল। কেমন আছেন সবাই, আশা করি সৃষ্টিকর্তার ইচ্ছায় সকলেই ভাল আছেন। আজকের টিউটোরিয়ালে আমরা বাংলাদেশ সরকারের লোগো তৈরি করার পদ্ধতি নিয়ে আলোচনা করব। যদিও আমরা সকলেই জানি লোগোটা দেখতে কেমন তারপরও কাজের সুবিধার জন্য চলুন লোগোটা এক পলক দেখে নেই।

gov1

প্রথমে ইলাস্ট্রেটরে একটা ফাইলে ওপেন করুন। টুল প্লেট থেকে Ellipse Tool এ ক্লিক করে একটি বৃত্ত আঁকুন। বৃত্তটি আঁকার সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে বৃত্তটি যেন ডিম্বাকার হয়ে না যায়। বরাবরের মত Shift কী চেপে রেখে বৃত্তটি আঁকলে বৃত্তটি অবশ্যই সুবৃত্ত হবে।বৃত্ত আঁকা হল, এবার কী-বোর্ড থেকে Ctrl+T প্রেস করুন এবং যে Character প্লেট আসবে সেখানে  ভাষা SuttonyMJ সিলেক্ট করে ফন্ট সাইজ প্রয়োজন অনুসারে নিয়ে নিন এবং উপরের চিত্রে Type on a Path Tool (লাল করে দেখানো হয়েছে) ক্লিক করে বৃত্তের পরিধির উপর দিয়ে "গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ" লিখুন।

gov2

এবার আরেকটি বৃত্ত নিয়ে একইভাবে Type on a Path Tool ব্যবহার করে লিখুন "সরকার"।

এবার সরকার লেখাংশের র এর পরে যে রেখাটা আছে সেটার উপরে মাউস পয়েন্টার দিয়ে ধরে বৃত্তের ভিতরে নিয়ে আসুন দেখতে পাবেন "সরকার লেখাটি বৃত্তের ভিতরে চলে এসেছে।

gov3

এবার বৃত্তদুটিকে এ্যাডজাস্ট করুন। এ্যাডজাস্ট করতে দুইটি বৃত্তই সিলেক্ট করে Align Tool থেকে Horizontal Align Center এবং Vertical AlignCenter এ ক্লিক করুন এবং দেখুন বৃত্ত দুটি পরষ্পর কেন্দ্রে অবস্থান করছে।

gov4

এখন Ellipse টুল দিয়ে আরো দুটি বৃত্ত এঁকে নিচের চিত্রের মত সেট করুন।

gvo5

এবার পেন টুল দিয়ে বাংলাদেশের একটি ম্যাপ অংকন করুন। তবে বাংলাদেশের ম্যাপ আঁকা কঠিন হলে ইন্টারনেট থেকে  সংগ্রহ করতে পারেন। এই লিঙ্কে  ক্লিক করলে একটি সুন্দর বাংলাদেশের ম্যাপ পাবেন। ম্যাপটার কালার যদিও কালো তবে সুবিদা হল এটা png মুডে আছে ফটোশপে নিয়ে ম্যাজিক টুল দিয়ে এটার রঙ কালো থেকে হলুদ করে নিন এবং ইলাস্ট্রেটরে ওপেন করুন। হলুদ ম্যাপটিকে লোগোটির ঠিক কেন্দ্রে স্থাপন করুন এবং কেন্দ্রের ছোট বৃত্তটির Fill কালার লাল করে দিন। এক্ষেত্রেও Horizontal Align Center এবং Vertical AlignCenter টুল ব্যবহার করতে পারেন।

gov6

দেখতেই পাচ্ছেন লোগো মোটামুটি শেষ পর্যায়ে। এখন শুধু Star Tool ব্যবহার করে দুটি স্টার অঙ্কন করে যথাস্থানে স্থাপন করুন। এবং দেখুন ফলাফল কি হয়েছে।

gov7

আমার তৈরি মূল ফাইলটি পেতে এখানে ক্লিক করুন।

ভাল লাগলে এ রকম আরো কিছু টিউটোরিয়াল পেতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাল লাগল চালিয়ে যান …………

Level 0

tnx

Regular চাই্। হারিয়ে যাবেন না কিন্তু..

ধন্যবাদ সাবইকে। আমার ইচ্ছা/চেষ্টা আছে চালিয়ে যাওয়ার বাকী টুকু বলে দেবে সময়।