সাধারণত যেসব এ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করি তার মধ্যে Adobe Illustrator আমার সবচেয়ে প্রিয়। এটি দিয়ে যা খুশি ডিজাইন তৈরি করা যায়। ডিজাইনগুলো 3d র মত অতটা আকর্ষণীয় না হলেও বেশ কাজ চলে যায় এবং নিজে নিজে কিছু করার মজাও আলাদা। Adobe Illustrator ব্যবহার করে খুব সহজেই পেপসির লোগো তৈরি করা যায়। আজকের পোস্টে আমরা এটাই শিখব। কাজটা খুবই সহজ কিন্তু সমাপ্ত করার পর খুব ভাল লাগে। তো যা হোক চলুন শুরু করা যাক। প্রথমে একটি পেজ ওপেন করুন A4 সাইজের। তারপর 400 by 400 আকারের একটি বৃত্ত তৈরি করুন।
এবার Rectangle Tool এ ক্লিক করে 500 by 100 আকারের একটি আয়াতক্ষেত্র আঁকুন। আয়াতক্ষেত্রটিকে সিলেক্ট রেখে Effect > Warp > Flag এ ক্লিক করে Bend এ 50 এবং Horizontal এবং Vertical এ ০০ দিয়ে OK করুন। তারপর দুটোকে Align ব্যবহার করে পরষ্পরের মাঝে স্থাপন করুন।
এবার Alter কী-চেপে রেখে এর একটি কপি তৈরি করুন এবং যেকোন একটিকে Pathfinder এর Subtract from Shape area তে ক্লিক করে Expand করুন।
Expand করার পর Alt কী-চেপে এটিও দুইটি কপি তৈরি করুন এবং Direct Selection Tool দিয়ে একটির উপরের অংশ এবং অন্যটির নিচের অংশ মুছে ফেলুন।
এর ফলে দুইটি শেপ তৈরি হবে। এবার আগের শেপটিকে Intersect Shape Area দিয়ে কেটে Expand করুন।
এবার এই পর্যন্ত আঁকা শেপগুলোকে নিচের মত করে সাজান।
উপরের অংশের রঙ লাল এবং নিচের অংশের রঙ নীল করে সবগুলোকে একত্রে সিলেক্ট করে স্টোক ১০ দিন এবং স্টোক কালার সাদা করে দিন।
কাজ মোটামুটী শেষের পথে। এবার একটি Ractangel এঁকে তাকে পিছনে পাঠিয়ে দিন।
এখন PEPSI লিখে এটির পাশে বসিয়ে দিন।
কি পেপসির লোগো হয়েছে তো ?
এই রকম আরো কিছু কাজ শিখতে এখানে ক্লিক করুন।
আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।
ভাই আপনিও পারতেন লোগোটি কে চকচকে করতে সলিড ফিল ব্যবহার না করে গ্রেডিয়ান ব্যবহার করলে থ্রিডির মত পেতেন। খুব ভালো চালিয়ে যান।