ইলাস্ট্রেটরে এবার শিখুন পেপসির লোগো তৈরি

সাধারণত যেসব এ্যাপ্লিকেশন সফটওয়্যার নিয়ে কাজ করি তার মধ্যে Adobe Illustrator আমার সবচেয়ে প্রিয়। এটি দিয়ে যা খুশি ডিজাইন তৈরি করা যায়। ডিজাইনগুলো 3d র মত অতটা আকর্ষণীয় না হলেও বেশ কাজ চলে যায় এবং নিজে নিজে কিছু করার মজাও আলাদা। Adobe Illustrator  ব্যবহার করে খুব সহজেই পেপসির লোগো তৈরি করা যায়। আজকের পোস্টে আমরা এটাই শিখব। কাজটা খুবই সহজ কিন্তু সমাপ্ত করার পর খুব ভাল লাগে। তো যা হোক চলুন শুরু করা যাক। প্রথমে একটি পেজ ওপেন করুন A4 সাইজের। তারপর 400 by 400 আকারের একটি বৃত্ত তৈরি করুন।

1-300x206

এবার Rectangle Tool এ ক্লিক করে 500 by 100 আকারের একটি আয়াতক্ষেত্র আঁকুন। আয়াতক্ষেত্রটিকে সিলেক্ট রেখে Effect > Warp > Flag এ ক্লিক করে Bend এ 50 এবং Horizontal এবং Vertical এ ০০ দিয়ে OK করুন। তারপর দুটোকে Align ব্যবহার করে পরষ্পরের মাঝে স্থাপন করুন।

3-300x250

এবার Alter কী-চেপে রেখে এর একটি কপি তৈরি করুন এবং যেকোন একটিকে Pathfinder এর Subtract from Shape area তে ক্লিক করে Expand করুন।

4

Expand করার পর Alt কী-চেপে এটিও দুইটি কপি তৈরি করুন এবং Direct Selection Tool দিয়ে একটির উপরের অংশ এবং অন্যটির নিচের অংশ মুছে ফেলুন।

5-300x164

এর ফলে দুইটি শেপ তৈরি হবে। এবার আগের শেপটিকে Intersect Shape Area দিয়ে কেটে Expand করুন।

7-300x247

এবার এই পর্যন্ত আঁকা শেপগুলোকে নিচের মত করে সাজান।

8-300x289

উপরের অংশের রঙ লাল এবং নিচের অংশের রঙ নীল করে সবগুলোকে একত্রে সিলেক্ট করে স্টোক ১০ দিন এবং স্টোক কালার সাদা করে দিন।

9-300x253

কাজ মোটামুটী শেষের পথে। এবার একটি Ractangel এঁকে তাকে পিছনে পাঠিয়ে দিন।

10-300x150

এখন PEPSI লিখে এটির পাশে বসিয়ে দিন।

11-300x143

কি পেপসির লোগো হয়েছে তো ?

এই রকম আরো কিছু কাজ শিখতে এখানে ক্লিক করুন।

Level 0

আমি সৌমিত্র বিশ্বাস। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 24 টি টিউন ও 97 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

সাহিত্য পড়তে ভাললাগে। অবসরে ইন্টারনেট ব্রাউজ করি। শরৎ চন্দ্রের লেখা "শ্রীকান্ত" আমার প্রিয় উপন্যাস। অপরিচিত কারো সাথে বন্ধুত্ব করতে ভাল লাগে, বিশেষ করে ইন্টারনেটের মাধম্যে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

ভাই আপনিও পারতেন লোগোটি কে চকচকে করতে সলিড ফিল ব্যবহার না করে গ্রেডিয়ান ব্যবহার করলে থ্রিডির মত পেতেন। খুব ভালো চালিয়ে যান।

মন্তব্য করার জন্য অনেক অনে ধন্যবাদ। আসলে আমি মোটেও এক্সপার্ট নই। শিখছি মাত্র।

সুন্দর হয়েছে (আরো ভালো টিউন চাই)

সুন্দর হয়েছে। করেছি।

আমি মুসলিম নই,তবু বলছি,মুসলিম ভায়ারা দয়া করে পেপসি পান করা ত্যাগ করুন,কারণ PEPSI=Pay Each Peny to Save Israel. :/
আর জানেনই তো ইজরায়েলে কারা থাকে?অধিকাংশই অভিশপ্ত জাতি ইহুদি ধর্মাবলম্বী যারা ইসলামের প্রত্যক্ষ শত্রু আর পেপসি পান করে আপনারা তাদেরই উপকার করছেন।যদি প্রকৃত মুসলিম হোন তবে প্রয়োজনে এদেশে পেপসি বিক্রি বন্ধ করার জন্য আন্দোলন করুন,সরকারকে বোঝান।তবু দয়া করে পান করবেন না প্লিজ। 😐

    আমি আপনাদের কাছে করজোড়ে আকুতি জানাচ্ছি।

    @Iron maiden:
    আপনি কোথায় এই আজগুবি তথ্য পেয়েছেন? দয়া করে এই রকম মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করবেন না। ভাল করে খোজ নিয়ে দেখুন এটা একটা গুজব যা আরবের কিছু ধর্মান্ধ মুসলমানের সৃষ্টি। পেপসি একটি মাল্টিন্যাশনাল কোম্পানী, তাদের প্রোফিট কিভাবে ইসরাইলের উন্নয়নের জন্য যাবে? বিস্তারিত জানতে এই লিঙ্গে যান।

yes he is right.