আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই?
আমরা সাধারণত M.S Word –এ Change Case এর ব্যবহার জানি।
কিন্তু যারা ইলাস্ট্রেটরের কাজ করে তারা কি জানে এই অপশনটি ইলাস্ট্রেটরে আছে ? আসুন এবার আমরা সবাই জানি –
প্রথমে Adobe Illsustrato চালু করতে হবে তারপর File>New ক্লিক করে যে কোন মাপের একটি নতুন পেইজ নিন। নিচে আমি নিয়েছি...
এবার টুলবার থেকে Type Tool সিলেক্ট করে নতুন পেইজের উপর যে কোন একটি নাম বড় বা ছোট ইংরেজী শব্দ টাইপ করুন। এখন সেটির সব অক্ষর আপনার বড় দরকার বা ছোট বা Change Case দরকার । কিন্তু এক্ষেত্রে আপনাকে নতুন করে লিখা লাগতে পারে কিন্তু এখন আর কষ্ট না করে লিখাটিতে টাইপ টুল দিয়ে সিলেক্ট করেন
নিচে ছবি দেখুন।।
এখন মেনুবার থেকে Type>Change Case ক্লিক করুণ।
নিচে ছবি দেখুন।
টাইপএ ক্লিক করলে একটি বক্স আসবে তার পরে আপনার যে ধরনের দরকার তা সিলেক্ট করে ওকে ক্লিক করুন।
নিচের মত।।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য ,
ফেসবুকে আমি
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
আগে জানতাম না এখন জানলাম ধন্যবাদ শেয়ার করার জন্য