আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আশাকরি ভুলত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
আজ কাল আমরা নানা প্রয়োজনে এবং নানা কাজের জন্য লোগো বানিয়ে থাকি,কিন্ত এই লোগো বানানো অনেকটা কঠিন কাজ,আপনার যদি ভাল আইডিয়া থাকে Adobe illustrator এর সম্পকে তাহলে আপনি অনেক সুন্দর লোগো বানাতে পারবেন, তাই বলে ভাববেনা ,আমার তো কোন ধারনা নাই Adobe illustrator সম্পর্কে,তাহলে আমি লোগো বানাতে পারবো না, হাঁ আপনি পারবেন এই Adobe illustrator সফটওয়্যার টি দিয়ে ,আর তা একমাত্র সম্বভ আপনার শ্রম দিয়ে , তাহলে চলুন শুরু যাক Adobe Illsustrator –দিয়ে চ্যানেল আই-এর লগো বানানোর নিয়ম...
প্রথমে Adobe illustrator অপেন করে তার যে কোন মাপের একটি নতুন পেইজ নিন।
এখন পাশের Tools bar হতে Rectangle tool (M) টি সিলেক্ট করে একটি নতুন পেজে একটি চতুভুজ আকুন, নিচে দেখুন।।
কাজের সুবিধার জন্য ১, ২, ৩,৪, , ৪টি পয়েন্ট দেখানো হয়েছে।
. Pen Tool সিলেক্ট করে ১ পয়েন্ট ক্লিক করুন। মাউস ছেড়ে না দিয়ে তাকে ২ পয়েন্ট পর্যন্ত ড্রাগ করুন একটু বাঁকা করুণ । তারপরে ২ নাম্বার নিছে আরেকটা পয়েন্ট ৩ নাম্বার ড্রাগ করুন। ড্রাগ করার সময় সোজা রাখার জন্য সিফট কি চেপে ধরুন।
৩ পয়েন্টে ক্লিক করুন এবং ৪ নাম্বার পয়েন্ট পর্যন্ত ড্রাগ করুন একটু বাঁকা করে মাউস ছেড়ে না দিয়ে ।
. নিচে ছবি দেখুন।।
উপরের মত Pen Tool দিয়ে কাজ করার পর, মেনুবার থেকে Window> Pathfinder ক্লিক করুন… নিচে দেখুন।।
তাহলে Pathfinder প্যালেট আসবে। এবার টুলবার থেকে Selection Tool দিয়ে অবজেক্ট একসাথে সিলেক্ট করুণ তারপরে Pathfinder প্যালেট থেকে Divide আইকনে ক্লিক করুন এরপর ডকুমেন্ট উপর পাকা জায়গায় ক্লিক করুন… তাহলে ভিতরের অংশ আলাদা হয়ে যাবে। নিচে দেখুন।।
এখন আলাদা অংশ বাদ দিতে হলে টুলবার থেকে Selection Tool সিলেক্ট আলাদা অংশ ক্লিক করে কি বোড থেকে Delete কি চাপুন, তাহলে সিলেক্ট করা অংশ Delete হয়ে যাবে।
নিচে দেখুন।।
আবার টুলবার থেকে Ellipse tool সিলেক্ট করুন, তারপর চতুভূজ উপর একটা
বৃত্ত আকুন তারপর Red কালার দিয়ে Fill করুন…. নিচে দেখুন।
এখন চ্যানেল আইয়ের (I) টা আঁকতে হলে টুলবার থেকে Pen Tool সিলেক্ট করে, আমার দেখানো নিচের মত আকুন...।
এখন টুলবার থেকে Ellipse tool সিলেক্ট করুন, তারপর চ্যানেল আইয়ের উপর ছোট একটা বৃত্ত আকুন, তারপর টুলবার থেকে Free Transform Tool দিয়ে একটু বাকা করে দিন, তারপর Selection Tool দিয়ে Move করে বড় লাল বৃত্তের উপরে রাখুন।
নিচে দেখুন...
তারপরে Selection Tool দিয়ে সবগুলো অবজেক্ট সিলেক্ট করুন তারপর
Pathfinder প্যালেট থেকে Divide আইকনে ক্লিক করুন, এরপর ডকুমেন্ট উপর পাকা জায়গায় ক্লিক করুন… তাহলে ভিতরের অংশ আলাদা হয়ে যাবে।
এখন আলাদা অংশ বাদ দিতে হলে টুলবার থেকে Selection Tool সিলেক্ট করে
আলাদা অংশ ক্লিক করে কি বোড থেকে Delete কি চাপুন, তাহলে সিলেক্ট করা অংশ Delete হয়ে যাবে।
নিচে দেখুন।
তারপর টুলবক্স থেকে Type Tool করে CHANNEL লেখাটি লেখে দেন, বাস হয়ে গিলো CHANNEL I লোগোটা…….
নিচে দেখুন।।
পরিশেষে CHANNEL I লোগোটা…….
সেভ করুণ File>Save for wad> ক্লিক করুন...
তারপরে একটা ডায়ালগ বক্স আসবে ডান দিক থেকে jpg সিলেক্ট করে সেভ করে রাখুন। নিচে দেখুন।।
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য ,
ফেসবুকে আমি
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
চ্যানেল আই-এর লোগো কেন বানাবো? তাজ্জব হইলাম!