খুব সহজেই Adobe Illsustrator তৈরি করুন Digital ফুল

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আশাকরি ভুলত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে Adobe Illsustrator দিয়ে Digital ফুল তৈরি করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে Adobe Illsustrator চালু করতে হব।

এরপর File> New ক্লিক করে একটি নতুন পেজ নিন, আমি একটা নিলাম। আপনারা যে কোন মাপের পেজ নিতে পারেন।

এবার টুলবার থেকে Polygon tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর একটা ড্রইং করুন….. নিচে দেখুন।।

এবার টুলবার থেকে Rectangle tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর আরেকটা
ড্রইং করুন….. নিচে দেখুন।।

আবার টুলবার থেকে Ellipse tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর আরেকটা
ড্রইং করুন…. নিচে দেখুন।।

এবার টুলবার থেকে Selection Tool দিয়ে ৩টি অবজেক্ট একসাথে সিলেক্ট করুণ।

এরপর মেনুবার থেকে Filter> Distort> Pucker & Bloat ক্লিক করুন… নিচে দেখুন।।

একটা বক্স আসবে Pucker - 46 দিন অথবা স্লাইডার টা টেনে আপনার মনের মত ফুল

না হওয়া পযন্ত  টানুন তারপরে  Ok করুন... নিচে দেখুন।।

আবার টুলবার থেকে Selection Tool দিয়ে ৩টি অবজেক্ট একসাথে সিলেক্ট করুণ।

এরপর মেনুবার থেকে Filter> Stylize> Drop>Shadow ক্লিক করুন…  নিচে দেখুন।।

একটা বক্স আসবে Ok ক্লিক করুন. ...নিচে দেখুন।।

এবার ফুলের ডাল তৈরি করার নিয়ম... প্রথমে টুলবার থেকে Rectangle tool সিলেক্ট করুন তারপর

ডুকুমেন্ট এ লম্বালম্বি একটা বক্স আকুন... নিচে দেখুন...

এখন লম্বালম্বি বক্সটা কে একটু বাকা করতে হলে টুলবার থেকে  Twist  tool সিলেক্ট করে মাউসের লেফট বাটন চেপে ধরে মুভ করুন...

নিচের মত হবে...

হয়ে গেলো Digital ফুল…… নিচে দেখুন।।

পরিশেষে ফুলটা সেভ করুণ File>Save for wad> ক্লিক করুন... তারপরে একটা ডায়ালগ বক্স আসবে ডান দিক থেকে jpg সিলেক্ট করে সেভ করে রাখুন। নিচে দেখুন।।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য ,
ফেসবুকে আমি

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

সুন্দর টিউনের জন্য ধন্যবাদ।ভাইয়া ফটোশপ সফটওয়ার আর Adobe Illsustrator সফটওয়ার কী একই সফটওয়ার নাকি ভিন্নতা আছে?থাকলে কোনটা দিয়ে কোন ধরনের কাজ করা হয় প্লিজ একটু বুঝিয়ে দিন….আর Adobe Illsustrator সফটওয়ারের ডাউনলোড লিংক দিন প্লিজ….

    @jamal sheikh: Adobe Photo Shope আর Adobe Illsustrator
    পাথক্য অবশ্যই আছে Adobe Illsustrator হল লেখালেখি কাজের জন্য পারফেক্ট আর Adobe Photo Shope ছবি জনিত কাজের জন্য ব্যবহত হয় আর ফটোশপে কোন লেখা লিখলে Pixcel আকারে হয় লেখা তেমন সুন্দর হয় না । আর এডোবি ইলাষ্ট্রর ডাউনলোড করতে এই টিউন টা দেখতে পারেন https://www.techtunes.io/photography/tune-id/148545

হোছাইন আহম্মদ ভাইয়া আপনাকে ধন্যবাদ।আমি শুনেছি পোস্টার, ব্যানার, লিফলট তৈরিতে একমাত্র ভরসা এই Adobe Illsustratorসফটওয়ার কথাটি কি সত্য? যদি সত্য হয় তাহলে তো সকল পোস্টারেই আমরা দেখি ছবি থাকে তাহলে তো বলতে পারি ছাবি সম্পাদনায় ও এই সফটওয়ার পারফেক্ট। আশা করি এ ব্যাপারে মন্তব্য করবেন…..

প্রথমে আমরা পোস্টার, ব্যানার, লিফলট এর ছবি জনিত কাজ ফটোশপে করব আর লেখা জনিত কাজAdobe Illsustrator আর ফটোশপের ফাইল কিভাবে Illsustrator নিতে হয় আমার টিউনটা দেখতে পারেন https://www.techtunes.io/graphics-designing/tune-id/182822