খুব সহজে তৈরি করুন Adobe Illsustrator ও Adobe Photoshop দিয়ে রবির Logo

আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। আশাকরি ভুলত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।

আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো  কিভাবে Adobe Illsustrator ও Adobe Photoshop দিয়ে রবির  Logo  তৈরি করা যায় তার নিয়ম, তাহলে চলুন শুরু করা যাক।

প্রথমে Adobe Illsustrator চালু করতে হব।


এরপর File> New ক্লিক করে একটি নতুন পেজ নিন, আমি একটা নিলাম। আপনারা যে কোন মাপের পেজ নিতে পারেন।

এবার টুলবার থেকে Star tool সিলেক্ট করুন, তারপর ডকুমেন্ট উপর একটা ক্লিক করুন তাহলে নিচের মত একটা বক্স আসবে Points ঘরে ৩ লিখে Ok করুন... নিচে দেখুন।।

তাহলে নিচের মত একটি ত্রিভূজ হবে।

এবার উপরের ত্রিভূজ টা হলুদ কালার দিয়ে Fill করুন...নিচে দেখুন

এবার টুলবার থেকে Selection Tool সিলেক্ট করে Alt চেপে ধরে আরেকটা কপি করুণ,
কপি করা ত্রিভূজ কে নিচে নামিয়ে Free Transform Tool দিয়ে নিচের মত করতে হবে।

এবার ত্রিভূজ দুইটাকে এক সাথে সিলেক্ট করে Free Transform Tool দিয়ে একটু বাকা করে আরেকটা কপি করে নিতে হবে।

এবার পরের দুইটি সিলেক্ট করে কপি করে Free Transform Tool দিয়ে একটু বাকা করে দিতে হবে নিচে দেখুন...

নিচের মত সাজিয়ে নিতে হবে...।

এবার কালার প্যালেট থেকে Robi Logo এর মত কালার সিলেক্ট করুন... নিচে আমি কালার প্যালেট থেকে কালার সিলেক্ট করে রবির লগো তৈরি করলাম।

এবার File> Save As> যে কোন নামে সেভ করুন...

এখন আপনাকে Adobe Photoshop ওপেন করতে হবে, তারপরে নতুন একটা পেজ নিন Background কালার লাল দিন। তারপর মেনুবার থেকে File> Place ক্লিক করে Adobe Illsustrator সেভ করা ফাইলটা নিন । নিচে দেখুন...

তারপর এই রকম একটা উইন্ডো আসবে। কি বোড থেকে Enter চাপ দিন তাহলে চারিদিকে সিলেক্ট পয়েন্ট গুলো চলে যাবে...

তারপর মেনুবার থেকে Edit> Stroke ক্লিক করুন... Width 10 দিন এরপর নিচে Color বক্স এ ক্লিক করে সাদা কালার সিলেক্ট করুন। তারপর OK ক্লিক করুন, না পারলে

নিচে দেখুন...

তাহলে লগোর চারপাশে Stroke কালার দেখা যাবে...

এবার Robi Logo এর সাথে যে লেখাটা আছে তা Type Tool দ্বারা লিখে দিন। নিচে আমি লিখে দিলাম ।

পরিশেষে File>Save As> করে Robi Logo লিখে সেভ করে রাখুন।

ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য ,
ফেসবুকে আমি

Level 0

আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

খুব সুন্দর হয়েছে । এরকম আরও টিউন চাই । ধন্যবাদ

সুন্দর হয়েছে, আরো ভালো টিউন চাই

সুন্দর টিউন!

Level 0

সুন্দর টিউন

ধন্যবাদ ইলিয়াছ ভাই।
সহজ বর্ণনায় জটিল টিউন। আশা করি এমন টিউন পেতেই থাকব।

ধন্যবাদ ভাই। এই Adobe Illsustratorসফটওয়ারটার ফ্রি ডাউনলোড লিংক দেন না প্লিজ……

সুন্দ র Tiun

Thanks

Level 0

আজ আপনার লেখার মতো কাজ গুলো করে আমি রবির লোগো তৈরি করলাম। আপনার টা দিয়েই আমার ডিজাইন জগতের পথ চলা শুর‍ু হলো । হয়তো একদিন আপনায় হারিয়ে ফেলবো বা এই ডিজাইন টা সামান্য মনে হবে, সেদিনও এই পোস্টের কথা ভুলবো না ইনশাআল্লাহ্ ।

    @smsmms: পারবেন ভাই

      @ইলিয়াছ আহমেদ: নিজেকে হয়তো সে ভাবে প্রস্তুত করতে পারি নাই। তবে যে সামান্য কাজ টুকু শিখছি তার থেকে কোন কাজই তো করা হয়না। আসলে কাজ করার ক্ষেত্র খুজে পাই নাই।

@smsmms: ধন্যবাদ মন্তব্য করার জন্য