আসসালামুয়ালাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালই আছেন। টেকটিউনসতে এটা আমার ২য় পোস্ট। আশাকরি ভুলত্রুটি ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন।
যাক কথা না বাড়িয়ে কাজের কথায় আসি, আজ আমি আপনাদের সাথে শেয়ার করবো কিভাবে খুব সহজেই ছবির ভিতর লেখা দিতে হয়, আমরা অনেকে জানি এম,এস, ওয়াডে এবং ফটোশপের মাধ্যমে কাজটি করা যায়। এখন আমরা দেখব কিভাবে Adobe Illsustrator দ্বারা লেখার ভিতর ছবি দেওয়া যায়, চলুন শুরু করা যাক।
প্রথমে Adobe Illsustrator চালু করতে হবে।
এরপর File> Place ক্লিক করে যে কোন একটি ছবি নিন, আমি একটা নিলাম।
এখন টুলবার থেকে Type Tool সিলেক্ট করুন
এরপর যে ছবির উপর আমরা টাইপ টুল দ্বারা লিখব, নিচে আমার প্রিয় Techtunes সাইট লিখলাম,
আপনারা যে কোন লেখা লিখতে পারেন।
এবার Selication Tool দ্বারা ছবি এবং লেখা সিলেক্ট করুন......।
তারপর মেনুবার থেকে Object> Clipping Mask> Make ক্লিক করুন...
তাহলে লেখার ভিতর ছবি ঢুকে যাবে। নিচে দেখুন কেমন হয়েছে...
ধন্যবাদ সবাইকে কষ্ট করে টিউন টি পড়ার জন্য ,
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবে না…
সবাই ভাল থাকবেন।
আমি ইলিয়াছ আহমেদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 36 টি টিউন ও 274 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 3 টিউনারকে ফলো করি।
ভালো ।