সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।
ভ্রান্ত ধারণা মুক্ত হন। হ্যা ঠিকই বলছি গত কালের গোলজার আলী ভাই এর লেখা টিউনটি পড়ে অনেকেই এডোবি ফ্ল্যাশ প্লেয়ার আনইনস্টল করে দিয়া বিপদে পড়েছেন। উদাহরণ হিসাবে নিচের ছবিটা দিলাম
আর উনি সল্যুশন যা দিয়াছেন। তা দেখে তো আমার মাথা ঘুরে গেল।
" আপাতত গুগল ক্রোম ব্যবহার করে ভিডিও দেখা বাদ দিন সেই স্থলে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করুন্ "
মজিলা ফায়ার ফক্সএ এডোবি ফ্ল্যাশ প্লেয়ার প্রয়োজন হয় তা। এডোবি ফ্ল্যাশ প্লেয়ার সাইট দেখলেই বুঝতে পারবেন উদাহরণ হিসাবে নিচে ছবি দিলাম। link Here
আর ওনাকে যখন সোর্স জানতে চেয়ে ছিলেন কিছু টিউনার ভাই উনি সেই প্রশ্নের উত্তর দিলেন না। এড়িয়া গেলেন। শেষে কামরান পারভেজ ইভান ভাই-এর প্রশ্নের উত্তর যা দিলেন তারপর এই টিউন টি করতে বাধ্য হলাম।
হ্যা এটা সত্যি যে এডোবি ফ্ল্যাশ প্লেয়ার এ প্রবলেম ছিল কিন্তু সেটা এখন আর নেই।
উদাহরণ হিসাবে বিবিসি নিউস এর নিচের ছবি টা দিলাম
ডাউনলোড করেনিন লেটেস্ট ভার্সন এডোবি ফ্ল্যাশ প্লেয়ার। আর চিন্তা মুক্ত হন। আর শেষ করার আগে বলতে চাই আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে [ গোলজার আলী ] অসম্মান করার তবে যা ভুল সেটা ভুল সেটা স্বীকার করতে ভালোবাসি। Adobe Flash Player ডাউনলোড Link
গোলজার আলী ভাই কে ধন্যবাদ দিতে চাই এডোবি ফ্ল্যাশ প্লেয়ার নিয়া উনার টিউনের জন্য। [ টিউনটি আরো আগে করলে ভালো হত ]। আর একটি অনুরোধ আপনাকে দয়া করে এই রকম বিভ্রান্তিমূলক টিউন করবেন না।
অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন। খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।
আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।
thanks via…………..