Adobe Flash Player নিয়া গোলজার আলী ভাই-এর টিউন এর দ্বারা সৃস্টি ভ্রান্ত ধারণা মুক্ত হন.

সুপ্রিয় টেকটিউনস কমিউনিটি, সবাইকে আমার আন্তরিক সালাম এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের টিউন।

ভ্রান্ত ধারণা মুক্ত হন। হ্যা ঠিকই বলছি গত কালের গোলজার আলী ভাই এর লেখা টিউনটি পড়ে অনেকেই এডোবি ফ্ল্যাশ প্লেয়ার আনইনস্টল করে দিয়া বিপদে পড়েছেন। উদাহরণ হিসাবে নিচের ছবিটা দিলাম

আর উনি সল্যুশন যা দিয়াছেন। তা দেখে তো আমার মাথা ঘুরে গেল।
" আপাতত গুগল ক্রোম ব্যবহার করে ভিডিও দেখা বাদ দিন সেই স্থলে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করুন্ "


মজিলা ফায়ার ফক্সএ এডোবি ফ্ল্যাশ প্লেয়ার প্রয়োজন হয় তা। এডোবি ফ্ল্যাশ প্লেয়ার সাইট দেখলেই বুঝতে পারবেন উদাহরণ হিসাবে নিচে ছবি দিলাম। link Here


আর ওনাকে যখন সোর্স জানতে চেয়ে ছিলেন কিছু টিউনার ভাই উনি সেই প্রশ্নের উত্তর দিলেন না। এড়িয়া গেলেন। শেষে কামরান পারভেজ ইভান ভাই-এর প্রশ্নের উত্তর যা দিলেন তারপর এই টিউন টি করতে বাধ্য হলাম।

হ্যা এটা সত্যি যে এডোবি ফ্ল্যাশ প্লেয়ার এ প্রবলেম ছিল কিন্তু সেটা এখন আর নেই।
উদাহরণ হিসাবে বিবিসি নিউস এর নিচের ছবি টা দিলাম


ডাউনলোড করেনিন লেটেস্ট ভার্সন এডোবি ফ্ল্যাশ প্লেয়ার। আর চিন্তা মুক্ত হন। আর শেষ করার আগে বলতে চাই আমার কোনো উদ্দেশ্য নেই কাউকে [  ] অসম্মান করার তবে যা ভুল সেটা ভুল সেটা স্বীকার করতে ভালোবাসি। Adobe Flash Player ডাউনলোড Link

ভাই কে ধন্যবাদ দিতে চাই এডোবি ফ্ল্যাশ প্লেয়ার নিয়া উনার টিউনের জন্য। [ টিউনটি আরো আগে করলে ভালো হত ]। আর একটি অনুরোধ আপনাকে দয়া করে এই রকম বিভ্রান্তিমূলক টিউন করবেন না।

শেষ করার আগে

অনুসরন করুন কিন্তু অনুকরণ করবেন না। যারা টিউমেন্টে তাদের অসুবিধার কথা বলেন তারা যেন পরে আর একবার টিউমেন্ট করেন, সাহায্য পেলে বা উপকৃত হলে। কারণ তাহলে জানা সম্ভব হয় যে সাহায্য করতে পারলাম কিনা। আমার এই টিউন যদি কারোর খারাপ লেগে থাকে তবে আমি একান্তই দুঃখিত। আমার কাউকে দুঃখিত করার কোনো প্রকার উদ্দেশা নেই। নির্বাচিত টিউন হওয়ার উপযুক্ত মনে হলে নির্বাচিত টিউন মনোনয়ন করতে পারেন। আর দয়া করে নির্ভেজাল টিউন করে টেকটিউন পরিবারকে সমৃদ্ধ করুন।  খুব তাড়াতাড়ি ফিরছি আবার পরের টিউন নিয়া। ভালো থাকবেন, ভালো রাখবেন, আর প্রবেলম হলে আমিতো টেকটিউনে আছি।

 

Level 2

আমি অভিষেক হাজরা। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 437 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 15 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি অভিষেক , মাইক্রোসফট টেক প্রসেস এ কর্মরত ; ভালো লাগে টেকটিউন কে ভালোবাসি বললে ভালো হয় , আর তাই বার বার ফিরে আসি। নতুন কে জানার টানে। নতুন কে জানানোর টানে।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

thanks via…………..

    প্রথম টিউমেন্টের জন্য ধন্যবাদ Prial Khan , আর এই রকম বিভ্রান্তিমূলক টিউন থেকে দুরে থাকবেন।
    ভালো থাকবেন পাশে থাকুন পাশেই পাবেন।

ধন্যবাদ আপনাকে ভাইয়া।

    টিউমেন্টের জন্য ধন্যবাদ প্রীতম চক্রবর্তী , আর এই রকম বিভ্রান্তিমূলক টিউন থেকে দুরে থাকবেন।
    ভালো থাকবেন পাশে থাকুন পাশেই পাবেন।

উনি সম্ভবত এতোদিন ঘুমায়ে ছিলেন। তারপর যখন বহুদিন আগের নিউজটা দেখলেন তখন মাথা ঠিক রাখতে পারেন নাই। টিউনটি আমিও দেখেছিলাম। কিন্তু এসব ছোটখাটো ব্যাপার নিয়ে চিন্তা করে কি হবে। তাছাড়া আমার পিসিতে এমন কোন সোনার খনি নেই যে হ্যাকার সেগুলো নিয়ে যাবে। তবে তারিখ না দেখে বহু আগের কোন সোর্স থেকে টিউন করা ঠিক না। আপনার সচেতনতা মূলক টিউনের জন্য ধইন্যা 🙂

    Fahad vai apnaer comments amar khub valo lagsa…..

    অনুরোধ পূর্ণ করলেন দেখে শান্তি পেলাম ফাহাদ ভাই , আপনার মূল্যবান টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
    আরো ধন্যবাদ পাশে থাকার জন্য।

    ” ১৪ ই জুন এবং ১0 ই জুলাই (অন্তত স্কীনশটে তাই দেখায়) ” তো কি বলতে চান আপনি ?
    আমি তো বলছি যে এটা পুরাতন খবর। আমি খালি আপনার টিউন এর বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরলাম। এডোবি ফ্ল্যাশ সেফ এন্ড সিকিউর। সেটা বলছি। আর আপনি যে পুরাতন খবর বিলান সেটা বলেছি। http://www.bd-pratidin.com/epaper/2015/09/11/images/07_103.jpg এই লিঙ্কে কোথাও দেওয়া আছে কি, যে প্রবলেমটা কবে সুরু হয়েছে। বা তথ্য টি কোথা থেকে এসেছে।
    আমি অনুরোধ করছি এই রকম টিউন করবেন না , টেক নিউস এর জন্য অন্য অনেক অনলাইন সাইট আছে দেখতে পারেন। আবার বলছি পুরানো নিউস নিয়া আপনি টিউন করেছেন। তাই উদাহরণ হিসাবে পুরানো নিউস স্কীনশট দিয়াছি। আর হ্যা দরকার পড়লে আবার ও টিউন করব। ভালো থাকবেন আর নিজের নামের টিউনে টিউমেন্ট করলেন বলে ধন্যবাদ।

    আপনি যদি মনে করেন যে আমি আপনাকে তাচ্ছিল্য করেছি তাহলে আপনি ভুল ভাবছেন। আমিও ফ্ল্যাশ প্লেয়ারের বিষয়টার সাথে অবগত। কিন্তু সেটা অনেক আগে। সম্প্রতি কোন সমস্যা হয়নি। তাছাড়া ইন্টারন্যাশনাল কোন বিষয়ের জন্য ইন্টারন্যাশনাল লিঙ্ক দেওয়াটা যুক্তিযুক্ত। বাংলাদেশ প্রতিদিন এর পোস্ট রেফারেন্স হিসাবে ব্যবহার করা যাবে না। আপনি ইন্টারন্যাশনালি বড় কোন টেকনোলজি পোর্টালের লিংক দেন। যদি দেখি আপনার তথ্য সঠিক তাহলে আমি আপনার কাছে ক্ষমা চাইবো। তাছাড়া বাংলাদেশের কোন নিউজ পেপার থেকে কন্টেন্ট এনে টেকটিউনসে শেয়ার করা আমার জানামতে টেকটিউনস নীতিমালা বিরোধী।

    যাহোক, আমার আচরণে যদি আপনি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি এ কারনে আন্তরিকভাবে দুঃখিত 🙁

R apner sotorkota mulok post er jonno dhonobad….

    শাওন কিবরীয়া ভাই , আপনার মূল্যবান টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
    আরো ধন্যবাদ পাশে থাকার জন্য।

Action Script আর Flash Player অনেক পুরানো technology. সুধু মাত্র কিছু পুরানো ডেভেলপাররা Action Script ব্যবহার করে যাদের নতুন টেকনোলজি সম্পর্কে জ্ঞান নাই। Adobe যতই বড় কম্পানি হক না কেন ফ্ল্যাশ প্লেয়ার কিছুদিন পর বিলুপ্ত হবে। World Wide Web Consortium HTML5 এ নতুন যেসব feature add করেছে তার অন্যতম কারন 3rd party plugins এর উপর নির্ভরশীলতা কমানো এবং এর ব্যাবহার বন্ধ করা। HTML5 এবং JavaScript ফ্ল্যাশ প্লেয়ার এর থেকে অনেক বেশি capable. এমনিতেই এখন developer রা Action Script ব্যাবহার করেনা, তাহলে কিছু বছর পর আমাদের আর হয়তো flash player install করা লাগবে না।

    হ্যা ঠিক কথাই বলেছেন নীল আয়ন ভাই , তার উদাহরণ ইউটিউব উন্নত প্রযুক্তি ব্যবহার করে এডোবি ফ্ল্যাশ প্লেয়ার ছাড়া ভিডিও চালাতে সক্ষম। আপনার মূল্যবান টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ। আরো ধন্যবাদ পাশে থাকার জন্য।

unare asole vadro mase paise.. fahad vai.

অনেক ধন্যবাদ অভিষেক ভাইকে। খুব ভালো লাগলো টিউনটি করে। অনেকে ভয়ে ছিলেন হয়ত গোলজার আলী ভাই এর টিউনটি দেখে। আপনি ভুল ভাঙিয়েছেন।

    ” ১৪ ই জুন এবং ১0 ই জুলাই (অন্তত স্কীনশটে তাই দেখায়) ” তো কি বলতে চান আপনি ?
    আমি তো বলছি যে এটা পুরাতন খবর। আমি খালি আপনার টিউন এর বিভ্রান্তিমূলক তথ্য তুলে ধরলাম। এডোবি ফ্ল্যাশ সেফ এন্ড সিকিউর। সেটা বলছি। আর আপনি যে পুরাতন খবর বিলান সেটা বলেছি। http://www.bd-pratidin.com/epaper/2015/09/11/images/07_103.jpg এই লিঙ্কে কোথাও দেওয়া আছে কি, যে প্রবলেমটা কবে সুরু হয়েছে। বা তথ্য টি কোথা থেকে এসেছে।
    আমি অনুরোধ করছি এই রকম টিউন করবেন না , টেক নিউস এর জন্য অন্য অনেক অনলাইন সাইট আছে দেখতে পারেন। আবার বলছি পুরানো নিউস নিয়া আপনি টিউন করেছেন। তাই উদাহরণ হিসাবে পুরানো নিউস স্কীনশট দিয়াছি। আর হ্যা দরকার পড়লে আবার ও টিউন করব গোলজার আলী। ভালো থাকবেন আর নিজের নামের টিউনে টিউমেন্ট করলেন বলে ধন্যবাদ।

    কামরান পারভেজ ইভান ভাই এই রকম “গোলজার” ভাই-র বিভ্রান্তিমূলক টিউন থেকে দুরে থাকবেন।
    ভালো থাকবেন পাশে থাকুন পাশেই পাবেন।

কাল “গোলজার” ভাই-র টিউনের শিরোনাম দেখেই গুল্লি মেরে এড়িয়ে গিয়েছি- কারণ ওতেই বুঝে গিয়েছিলাম যে উনি টিটি পড়লেও সম্ভবত গুহায় বসে পড়েন, তা না হলে এমন সংবাদ হুট করে বিনা শুল্কে অামদানি করার কোন কারণ দেখছিলাম না…….অার এখন জানলাম কেউ কেউ অাবার এডোবিকে পিসি থেকেও উৎখাত করেছিল…… সেই সব হুজুগেদের জন্য মন থেকে অামার দেড় মিনিট নীরবতা :mrgreen:

এবারের টিউনটা বেশ গোছানো হয়েছে…..অার সুন্দর দু’টো প্রমাণ হাজির করার জন্য অসংখ্য ধইন্যা 😀

    নিওফাইট নিটোল ভাই এই রকম “গোলজার” ভাই-র বিভ্রান্তিমূলক টিউন থেকে দুরে থাকবেন।
    ভালো থাকবেন পাশে থাকুন পাশেই পাবেন।

obisek hajra vai, Bitdefender 2016 ar full version ar link dite parben ( serial )

অামি দু:খিত গোলজার ভাই…..অামি অাবারো বলতে বাধ্য হচ্ছি যে অাপনি গুহায় বসেই টিটি পড়েন

তার অাগে বলি, টেকি সংবাদ পড়ার জন্য অাপনি পত্রিকা “বাংলাদেশ প্রতিদিন” পড়েন জেনে স্পিকার হয়ে গেলাম, এটা কী এমন পত্রিকা, জন্ম কবে অার টেকি সংবাদ কী এমন ছাপায় যে শুধুমাত্র ওদের সংবাদের ওপর ভিত্তি করেই টিটিতে টিউন করার চিন্তা করলেন?? দেশে যে অারো অাধুনিক, সময়ের সাথে তাল মিলিয়ে চলার মতো পোর্টালও অাছে সে সম্বন্ধে ধারণা অাছে?

লিংক ১: এটা বিডিনিউজ-টেক….এখান থেকেই ঘটনার সূত্রপাত- জুলাই ১৫

লিংক ২: এটা প্রথম অালোর খবর- জুলাই ১৫

লিংক ৩: এটা সর্বশেষ বাংলানিউজ দিয়েছে-সেপ্টেম্বর ১২……কিন্তু সূত্রপাত ওই অাগেরটাই, বুঝতে হলে এবার বিদেশী পোর্টালগুলো পড়ুন

এই ঘটনাগুলোর শুরু অনেক অাগেই, এবং এ নিয়ে টিউনও হয়েছে যতদূর মনে পড়ে, তাই এগুলো একটু বিদেশী পোর্টাল না ঘেঁটে শুধু অাজাইরা কোথাকার কোন পত্রিকার টেক নিউজ কপি করে টিউন করার কি মানে? এটাকেই গুহায় থাকা বলে 🙁

অামার কড়া কথায় বেশী মন খারাপ করবেন না, প্রশংসা করাও অামার কাজ অাবার সমালোচনা করাও অামার লক্ষ্য……কারো সাতেও নাই পাঁচেও নাই…..ভালো থাকবেন 😀

are bhai sob eta niye eto bitorker ki a6e!!!! jonmo theke sune as6i adobe flash vulnerable. aar ekhon amra flash er nirvorotao onek komiye fele6i . otoeb flash er vulnerablelity niye torko kore somoy nosto na korai valo.

অামি কিছু প্রমাণ দিয়েছি….মডারেশনের জন্য অাপাতত ঘুমিয়ে অাছে…..অাশাকরি শীঘ্রই দেখতে পাবেন 🙁

নিজেকে এভাবে জাহির না করলেই কি নয়?
আমি জাহির করছিনা খালি বলতে চাই আপনার টিউনটি পুরা ভুয়া।
বিভ্রান্তিমূলক নিউজ দেখিয়ে আপনি আপডেট নিউজ চাইছেন। আপনার সরম লাগা উচিত। যে খবর ২ মাস আগে হয়ে গেছে আপনি কালকের কাগজে দেখলেন আর সেটা লেটেস্ট হয়ে গেল , আপনি উন্ম্মাদ এর মতো কথা বলছেন। গুহামানব মশাই। এরপর আর টিউমেন্ট করে নিজের অপমান আর করবেন না বলে মনে হয়, আপনার সুস্থ হয়ে ওঠা খুব জরুরি আছে। পারলে টেকটিউনে এসে নিজেকে সুস্থ করুন অন্য কে অসুস্থ করবেন না দয়া করে।
গোলজার আলী ভাই ভালো থাকবেন পাশে থাকুন পাশেই পাবেন।

সেখ রেজাউল হক ভাই , আপনার মূল্যবান টিউমেন্টের জন্য অসংখ্য ধন্যবাদ।
আরো ধন্যবাদ পাশে থাকার জন্য।

    @ অভিষেক হাজরা vai . ami emnite kom kotha boli. tai joruri tument chara tument korina.kintu aaj ar kotha na bole parlam na, adobe flash er ei khobor purano notun kichu noi.amar ekanto onurodh pathokder ka6e tara jano bivranto na hon. pashe thakun pashe a6i.

গুহায় বসে টিউন আর গুহায় বসে টি টি পড়া<< হা হা, এই লেখা পড়ে ব্যপক হাসলাম 😀 😛

Level 2

ফ্লাস প্লেয়ার হ্যাক হয়েছে নিউজ পেয়েছিলাম প্রায় বছর খানেক আগে ইংরেজি একটা সাইটে, এর পর মাইক্রোসফট এটা ইউজারদের ব্যবহার করতে নিষেধ করেছিলো যা হোক

2-G নেটওয়ার্কে ক্রোম ছাড়া কোন ব্রাউজার ব্যবহার এর কথা ভাবতে পারিনা। ক্রোম ব্যবহার করছি প্রায় ২ বছর এখন পর্যন্ত কোন সমস্যায় পড়িনি।

আর গুলজার > ওনার কথা কী বলবো জিমেইল এর নিরাপত্তার নিয়ে যে টিউন করেছেন সেখানে লিখেছেন

ক্রমবর্ধমান জি-মেইল একাউন্ট চুরির বিষয়টি সামনে আসায় তা রোধ করতে গুগল সম্প্রতি তার সিকিউরিটিজ ফিচারে টু-স্টেপ ভেরিফিকেশন সিস্টেম যোগ করেছেন।

এখানে সম্প্রতি বলতে ওনি কী বুঝিয়েছেন

আমিতো জানি জিমেইলে টু-স্টেপ ভেরিফিকেশন চালু হয়েছে ১ বছরেরও বেশি হবে মনে হয়

অথাৎ ওনার জিমেইল নিয়েও টিউনটি ছিলো কপি পোস্ট, তা না হলে সম্প্রতি কথা ওনি যুক্ত করেছেন ক্যনো…?

    টু-স্টেপ ভেরিফিকেশন অনেক আগের আমি ২০১২ থেকে ইউস করছি ।

Level 0

টিটির মান অনেক কমে গেছে।

এভাবে যদি সবাই বাংলাদেশ প্রতিদিন থেকে কন্টেন্ট এনে টিউন করে তাহলেত…।আমার মনে হয় ফাহাদ ভাই সহ আরো যারা বড় টিউনার আছে তারাও একটা টিউন করতে হলে বুঝে শুনে করেন ।

osadharon akti tune hoese vai aviseq hazra. onek valo kisu share koresen. asolei techtune e onekei aje base kisu post korse and amra vorm e porsi.. thanks a lot brother