এডবি ফ্ল্যাশ প্লেয়ারে বড ধরনের ত্রুটি ধরা পড়েছে, এখনই আপনার কম্পিউটারের এডবি ফ্লাস প্লেয়ার আনইনস্টল করে ফেলুন।

কমিউটার আছে অথচ এডবি ফ্লাস প্লেয়ার সম্পর্কে জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। বিশেষ করে অনলাইনে আপনি যখনই কোন ভিডিও রান করাতে চান, তখন অধিকাংশ ক্ষেত্রেই আপনার কম্পিউটার আপনাকে ফ্ল্যাশ প্লেয়ার নামে একটি সফটওয়ার ইনস্টল করতে বলে। এটি ছাড়া আপনি অনলাইনে বেশকিছু ভিডিও দেখতে বা রান করাতে পারবেননা। তাই বাধ্য হয়ে কোন উপায়ান্তর না দেখে আমরা এই ফ্লাশ প্লেয়ার নামক সফটি নিজেদের কম্পিউটারে ইনস্টল দেই। কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এডবি ফ্লাশ প্লেয়ারে একটি বড়-সড় গলদ ধরা পড়েছে, যা আপনার কম্পিউটারের পুরো সিস্টেম, বিকল করে দিতে পারে।  এসম্পর্কে তারা জানাচ্ছেন, এটা ঠিক যে, বেশ কিছু ভিডিও আপনি এডবি ফ্লাশ ছাড়া দেখতে পারবেন না, তথাপি আপনার কম্পিউটারটি বাঁচাতে আপনাকে আপাতত এ সফটওয়ারটির মায়া ত্যাগ করতে হবে। কারন এটিতে সম্প্রতি বড় ধরনের গলদ ধরা পড়েছে।

এডবি ফ্লাশ নিয়ে সতর্ক করেছেন, ফেসবুকের নিরাপত্তাবিভগের প্রধান আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগন, ফেসবুকের পক্ষ থেকে এ সফটওয়ারটির নির্মাতা এডবি কর্পোরেশনকে জানানো হয়েছে, তারা চিঠিতে জানাছেন,  অবিলম্বে এডবি ফ্লাশ প্লেয়ার প্লাগিনটি ব্রাউজার হতে শাট ডাউন করা হউক, এবং এটি করার জন্য একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হউক।

কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা কেন এত ভয় পাচ্ছেন এ সফটিকে? কারন, সফটওয়ারটি কম্পিউটারে ইনস্টল করলে আপনার কম্পিউটারের নিরাপত্তার বিঘ্নিতি হওয়ার পাশা-পাশি এটি প্রথমে আপনার কম্পিউটারটিকে ধীরে ধীরে স্লো করে ফেলবে। পরবতীতে তা আপনার পুরো সিস্টেমকে বিকল করে দিতে পারে।

সফটওয়ারটি যখন আপডেট চাইবে, তখন আপডেট না দিলে এটি আপনার কম্পিউটারকে একেবারে ভালনারেবল করে ফেলবে। এটি আপনার পিসিকে একবারে বিকল করেদিতে পারে।

যেভাবে এটি কম্পিউটার থেকে মুছে ফেলবেন।

কিভাবে কম্পিউটার থেকে আপনার এসফটি ডিলিট করে দেবেন? আপনার কম্পিউটাররে Chrome ব্রাউজারের এড্রেসবারের গিয়ে  chrome://plugins/ টাইপ করে এনটার দিন।  এখানে plugin এর একটি লিস্ট দেখতে পারবেন। এখান থেকে ফ্ল্যাশ সিলেক্ট করে ডিজ-এবল করে দিন।

কম্পিউটার বোদ্ধাগন আরও বলছেন, কম্পিউটারে বেশি প্লাগিন ইনস্টল না দেওয়াই ভাল, কার আপনার অলেক্ষেই হয়তবা এটি আপনার তথ্য চুরি করে অন্যত্র ট্রান্সফার করে দিতে পারে, আপনার কম্পিউটারটিকে স্লো করে দিতে পারে। যারা Mozilla Firefox নামের  এই ব্রাউজারটি ব্যবহার তাদের অবশ্য কোন চিন্তা নেই, কারন এটি এই plugin টিকে স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে দেবে। তারপরও নিরাপত্তার জন্য Tools menu তে গিয়ে  Add ons এ ক্লিক করুন এবং সেখানে ফ্ল্যাশ সিলেক্ট করে  'never activate' করে দিন।

তো আর কি সবাই ভাল থাকবেন। আপনার সাধের জি-মেইল এড্রেসটির সুরক্ষার জন্য আমার লেখা সেরা এই আর্টিকেল পড়তে এখানে যান

Website: http://infotechlife.com

http://patroblogger.blogspot.com

Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123

Level 0

আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Nice information….

Oneker kaje lagbe….

Lol…bro….Microsoft Silverlight nie vhaloi asi…..Adobe use kori na….:p

Level 0

সর্তকতার জন্য ধন্যবাদ।
আমার ব্লগ- http://ouo.io/ootvw ভালো লাগলে একটু ঘুরে আসবেন।

অনেক উপকার করলেন। এই মাত্র ডিজেবল করে দিলাম কিন্তু এখন কি ব্যবহার করবো? বলবেন?

আপাতত গুগল ক্রোম ব্যবহার করে ভিডিও দেখা বাদ দিন সেই স্থলে মজিলা ফায়ার ফক্স ব্যবহার করুন্

আজাইরা প্যাঁচাল আর কি। সারা জীবন ক্র্যক করা সফট চালাই, এমন কি উইন্ডোজ, ইন্টারনেট সিকিউরিটি টাতোও ক্র্যাক করা। আর ফ্লাশ প্রেয়ার কি আর করবে।

muke bllei Adobe ar soft kharap hoi na..

এই বৃহৎ সোসাইটিতে কিছু আপনাদের মত ক্র্যাক,প্যাচ ঢুুকে গেছে। তাই আজকাল বাজে বাজে কমেন্ট শুনতে হয়। আসলে কোন কিছুকে আপনারা মনে ভাল ভাবে নিতে পারেন না। ভাল কিছুকে মুল্যায়ন করুন। দেখুন অন্যেরাও আপনাকে মুল্যায়ন করবেন।

adobe flash player er alternate ki download kra jy coz amr tay youtube video prb krteche uninstall kore dewar por, now solution?

    HTML5 Player ব্যবহার করেন। http://youtube.com/html5. World Wide Web Consortium HTML5 এ নতুন যেসব feature add করেছে তার অন্যতম কারন 3rd party plugins এর উপর নির্ভরশীলতা কমানো। কিছুদিন পর ফ্ল্যাশ প্লেয়ার বিলুপ্ত হবে। HTML5 এবং JavaScript ফ্ল্যাশ প্লেয়ার এর থেকে অনেক বেশি capable. এমনিতেই এখন developer রা Action Script ব্যাবহার করেনা, তাহলে কিছু বছর পর আমাদের আর হয়তো flash player install করা লাগবে না।

Level New

আপনে এই নিউজ কোথায় পেলেন ? সোর্স টা দিয়ে দিলে ভালো হতো ।

    সোর্স আর কি? এটা অনেক পুরোনো নিউজ। এডোবি কি এত ছোট আর নতুন কোম্পানী যে এটাকে যে যখন মন চাবে লাথি মারবে। আর এডোবির ফ্ল্যাশ প্লেয়ার, ফটোশপ, প্রিমিয়ার এসব ছাড়া কম্পিউটার চালানো ভাবাও কঠিন। তাই এসব বলে কোন লাভ নেই। আমরা এমনিতেই চালাবো। দেখি কি হয়। আর টিউনার কে একটা কথা বলি আপনি যেহেতু এটা আনইন্সটল করতে বললেন তো এর বদলে কি চালাবো সেটা বললেন না তো। ফ্ল্যাশ ছাড়া কম্পিউটার আর নির্বাক ছবি একই জিনিস হবে।

      HTML5 Player ব্যবহার করেন। http://youtube.com/html5. World Wide Web Consortium HTML5 এ নতুন যেসব feature add করেছে তার অন্যতম কারন 3rd party plugins এর উপর নির্ভরশীলতা কমানো। কিছুদিন পর ফ্ল্যাশ প্লেয়ার বিলুপ্ত হবে। HTML5 এবং JavaScript ফ্ল্যাশ প্লেয়ার এর থেকে অনেক বেশি capable. এমনিতেই এখন developer রা Action Script ব্যাবহার করেনা, তাহলে কিছু বছর পর আমাদের আর হয়তো flash player install করা লাগবে না।

ভাই ধন্যবাদ আপনার গঠনমুলক মন্তব্যের জন্য। আসলে কোন সমস্যার হঠাৎ উদ্ভব হলে তাৎক্ষনিক সল্যুশনটাই আমি এখানে দেখিয়েছি। বিকল্প হল আপনারা আপতত মাজিলা ফায়ার ফক্স ইউজ করুন গুগলক্রোমের ব্যবহারটা আপাতত বন্ধ রাখুন। আর ঐ যে বললেন এডোবি কর্পোরশেন কোন ছোট কোম্পানী নয়। তাদের মাথায় এটা নিশ্চয় আছে, তাই কিছু দিন পর এটা ব্যবহার করুন। মাঝে মাঝে খোঁজ রাখুন।

Level 0

কোথা থেকে যে পান এই সব ফাউল নিউজ ।

সকল টিউনার ভাই কে আমার https://www.techtunes.io/adobe-flash/tune-id/388418 এই টিউনটি দেখার আমন্ত্রণ রইলো। এবং অবশ্যই টিউমেন্ট করবেন।

অভিষেক হাজরা ভাইকে অসংখ্য ধন্যবাদ। আমার ভুলের জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে ভুল করলেই শোধরানোর ব্যাপারটা আসে। আমার ভুলকে পুজিঁ আপনার এত সুন্দর তথ্যবহুল পোস্ট পেলাম। এক কথায় অসাধারন, ভবিষ্যতে আরও সাবধান হব।

ভুলটা আপনাদের অযথা বিভ্রান্ত আপনারা করছেন আমি নই দেখে আসুন-http://www.bd-pratidin.com/epaper/?archiev=yes&arch_date=11-09-2015#

দুঃখিত উপরের লিংকে গিয়ে ৭ পাতায় ইনফোটেক অপশনে পড়ুন। ধন্যবাদ অথবা ফেসবুকে এই লিংকে যান-http://www.bd-pratidin.com/epaper/pop_up.php?img_name=2015%2F09%2F11%2Fimages%2F07_103.jpg

ফাইজলামি করার জায়গা পাননা ?

পুরান খবর !! ফ্লাশ প্লেয়ার আপডেট দেন ।

Level 0

কিরে ভাই গাজা কি আজকে বেশী খাওয়া পড়ছে ?

ধন্যবাদ। তবে সত্য মিথ্যা যাইেোক এডোব কে নিয়ে কেউ এতটা মাত হবে না। কারন, এডোব সাইট হইতে এই রকম কিছু পাইনি কিংবা কোন ইংরাজী সাইট হতেও রিভিউ আসেনি। তথাপি এডোব বিশ্বের প্রথম ১০ টি সফটওয়্যার ভেন্ডরের মধ্য ১ টি। আমাদের পিসির প্রায় ৮৫% ব্যবহারকারী এডোব ফ্লাশ প্লেয়ার ব্যবহার করেন। তথাপি এডোব ফ্লাশ প্লেয়ারে কোন ত্রুটি থাকলে বিভিন্ন এটিন্টভাইরাস কোম্পানী হইতে ফিডব্যাক তো অবশ্যই থাকতো। তবে ফ্লাশ প্লেয়ার মাঝে মধ্য ঝামলো করে তার রেগুলার আপডেট সচল রাখার জন্য।