কমিউটার আছে অথচ এডবি ফ্লাস প্লেয়ার সম্পর্কে জানেন না এমন লোকের সংখ্যা খুবই কম পাওয়া যাবে। বিশেষ করে অনলাইনে আপনি যখনই কোন ভিডিও রান করাতে চান, তখন অধিকাংশ ক্ষেত্রেই আপনার কম্পিউটার আপনাকে ফ্ল্যাশ প্লেয়ার নামে একটি সফটওয়ার ইনস্টল করতে বলে। এটি ছাড়া আপনি অনলাইনে বেশকিছু ভিডিও দেখতে বা রান করাতে পারবেননা। তাই বাধ্য হয়ে কোন উপায়ান্তর না দেখে আমরা এই ফ্লাশ প্লেয়ার নামক সফটি নিজেদের কম্পিউটারে ইনস্টল দেই। কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা বলছেন, সম্প্রতি এডবি ফ্লাশ প্লেয়ারে একটি বড়-সড় গলদ ধরা পড়েছে, যা আপনার কম্পিউটারের পুরো সিস্টেম, বিকল করে দিতে পারে। এসম্পর্কে তারা জানাচ্ছেন, এটা ঠিক যে, বেশ কিছু ভিডিও আপনি এডবি ফ্লাশ ছাড়া দেখতে পারবেন না, তথাপি আপনার কম্পিউটারটি বাঁচাতে আপনাকে আপাতত এ সফটওয়ারটির মায়া ত্যাগ করতে হবে। কারন এটিতে সম্প্রতি বড় ধরনের গলদ ধরা পড়েছে।
এডবি ফ্লাশ নিয়ে সতর্ক করেছেন, ফেসবুকের নিরাপত্তাবিভগের প্রধান আধিকারিক সহ অন্যান্য আধিকারিকগন, ফেসবুকের পক্ষ থেকে এ সফটওয়ারটির নির্মাতা এডবি কর্পোরেশনকে জানানো হয়েছে, তারা চিঠিতে জানাছেন, অবিলম্বে এডবি ফ্লাশ প্লেয়ার প্লাগিনটি ব্রাউজার হতে শাট ডাউন করা হউক, এবং এটি করার জন্য একটি নির্দিষ্ট তারিখ ঠিক করে দেওয়া হউক।
কিন্তু কম্পিউটার বিশেষজ্ঞরা কেন এত ভয় পাচ্ছেন এ সফটিকে? কারন, সফটওয়ারটি কম্পিউটারে ইনস্টল করলে আপনার কম্পিউটারের নিরাপত্তার বিঘ্নিতি হওয়ার পাশা-পাশি এটি প্রথমে আপনার কম্পিউটারটিকে ধীরে ধীরে স্লো করে ফেলবে। পরবতীতে তা আপনার পুরো সিস্টেমকে বিকল করে দিতে পারে।
সফটওয়ারটি যখন আপডেট চাইবে, তখন আপডেট না দিলে এটি আপনার কম্পিউটারকে একেবারে ভালনারেবল করে ফেলবে। এটি আপনার পিসিকে একবারে বিকল করেদিতে পারে।
কিভাবে কম্পিউটার থেকে আপনার এসফটি ডিলিট করে দেবেন? আপনার কম্পিউটাররে Chrome ব্রাউজারের এড্রেসবারের গিয়ে chrome://plugins/ টাইপ করে এনটার দিন। এখানে plugin এর একটি লিস্ট দেখতে পারবেন। এখান থেকে ফ্ল্যাশ সিলেক্ট করে ডিজ-এবল করে দিন।
কম্পিউটার বোদ্ধাগন আরও বলছেন, কম্পিউটারে বেশি প্লাগিন ইনস্টল না দেওয়াই ভাল, কার আপনার অলেক্ষেই হয়তবা এটি আপনার তথ্য চুরি করে অন্যত্র ট্রান্সফার করে দিতে পারে, আপনার কম্পিউটারটিকে স্লো করে দিতে পারে। যারা Mozilla Firefox নামের এই ব্রাউজারটি ব্যবহার তাদের অবশ্য কোন চিন্তা নেই, কারন এটি এই plugin টিকে স্বয়ংক্রিয়ভাবে ডিজেবল করে দেবে। তারপরও নিরাপত্তার জন্য Tools menu তে গিয়ে Add ons এ ক্লিক করুন এবং সেখানে ফ্ল্যাশ সিলেক্ট করে 'never activate' করে দিন।
তো আর কি সবাই ভাল থাকবেন। আপনার সাধের জি-মেইল এড্রেসটির সুরক্ষার জন্য আমার লেখা সেরা এই আর্টিকেল পড়তে এখানে যান
Website: http://infotechlife.com
http://patroblogger.blogspot.com
Facebook Page : http://www.facebook.com/goljar.ali
Twitter : https://twitter.com/MdGoljarAli1
YouTube : http://www.youtube.com/goljar123
আমি গোলজার আলী। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 79 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি পেশায় একজন টিচার। লেখা আমার নেশা। লেখা নিয়েই থাকতে চাই। আমাকে নিচের ঠিকানায় পাবেন Website: http://infotechlife.com http://patroblogger.blogspot.com Facebook Page : http://www.facebook.com/goljar.ali Twitter : https://twitter.com/MdGoljarAli1 YouTube : http://www.youtube.com/goljar123
Nice information….
Oneker kaje lagbe….
Lol…bro….Microsoft Silverlight nie vhaloi asi…..Adobe use kori na….:p