আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
সময়ে অভাবে ফ্লাশের চেইন টিউন গুলো বন্ধ ছিল আর চেইন টিউন করতে হলে প্রথমে আগে নিজেকে ট্রাই করতে হয়, আর তার জন্য লাগে সময় আর মেধা, কিন্তু সময়ের হয়ে উঠেনি তাই ফ্লাশ টিউন গুলো বন্ধ ছিল। ইনশাআল্লাহ এবার কাজের ফাকে ফাকে ফ্লাশ নিয়ে চেইন টিউন করে যাব, যদি আপনাদের একটু সাড়া পাই, আমি আগামী পর্বে কিভাবে অবজেক্ট কে মাস্ক ইফেক্ট দিতে হয় তা শিখেছিলাম আজ শিখব কিভাবে লেখাকে মাস্কিং ইফেক্ট দিতে হয় তার নিয়মঃ
এনিমেশনটি দেখতে কেমন হবে তা দেখতে এখানে ক্লিক করে দেখে নিন।
প্রথমে ফ্লাশ সফটওয়ার চালু করুন।
তারপর File > Import> Import to Stage বাটনে ক্লিক করে একটি ছবি নিন।
এবার 100 পর্যন্ত ১টি কি-ফ্রেম নিয়ে নিব নিচের মত করে।
এবার আমরা ১টি লেয়ার নিব। কারন এই লেয়ার মধ্যে আমাদের এনিমেশন লেখাটি লিখতে হবে। তার জন্য Text Tool সিলেক্ট করে আপনার পছন্দের নাম টি লিখুন। আমি Techtunes লেখাটি লিখলাম ।
এবার আবার আমরা ১০০ পর্যন্ত ১টি কি-ফ্রেম নিব আগের মত করে।
এবার আমরা কি-বোর্ড থেকে SHIFT কি চেপে ধরে লিখাটি কে ডানপাশে নিয়ে যাব।
এবার এনিমেশন দিতে হলে লেখার লেয়ার টি সিলেক্ট করে Create Motion Tween ক্লিক করুন।
এবার আমাদের লেখাটি কে মাস্কিং ইফেক্ট দেওয়ার পালা দেওয়ার জন্য। লেয়ার এর উপর রাইট বাটন ক্লিক করে Mask এ ক্লিক করুন।
এবার আমাদের মাস্ক ইফেক্ট টি কেমন হয়েছে তা দেখতে কি-বোর্ড থেকে CTRL+ENTER চেপুন তাহলে দেখা যাবে আমাদের মাস্ক এনিমেশটি। এভাবে আপনি অনেক সুন্দর করে এনিমেশটি তৈরি করতে পারবেন একবার চেষ্টা করে দেখুন ।
আজ এই পর্যন্ত।
হেটে চলে যাচ্ছি , দেখা হবে আগামী টিউনে!
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
অসংখ্য ধন্যবাদ আবারও শেষ থেকে শুরু করার জন্য। আশা করছি ধারাবাহিক ভাবে আবার পাবো।