-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------
প্রিয় টেক কমিউনিটি, প্রথমেই সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাই । আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ১০ম টিউন নিয়ে।
আজকে আপনাদেরকে উপহার দিবো দারুণ মজার এবং কাজের একটি সফটওয়্যার । এর নাম Wondershare Flash Gallery Factory Deluxe.
বর্ণনা: Wondershare Flash Gallery Factory Deluxe এর অফিসিয়াল http://www.wondershare.com/pro/flash-gallery-factory-deluxe.html সাইটে দেখুন , এর বাজার মূল্য 59.95 $ । আর বাংলাদেশী টাকায় 4,700 টাকা । যা আমাদের পক্ষে কেনা সম্ভব নয় । আর আমরা বাঙ্গালীরা তো সব সময় ফ্রি টাই খুজে থাকি । তাই এই অসাধারণ এই সফটওয়্যারটি আপনাদেরকে আমি ফ্রিতে দিবো । এর কাজ হচ্ছে আপনার দেওয়া যে কোন ছবি দিয়ে অনেক সুন্দর একটি এ্যালবাম তৈরী করতে পারবেন । আপনার তৈরীকৃত ফটো এ্যালবাম বেশ কয়েকটি ফরমেটে সেভ করতে পারবেন । যেমন: .Swf, html, xml, exe, scr.. যারা ওয়েব ডেভেলপার আছেন তাদের জন্য কোন সাইটের স্লাইড ও ফটো গ্যালারী তৈরী করতে ভীষণ কাজে দিবে ।
Wondershare Flash Gallery Factory Deluxe এর অফিসিয়াল পেইজ http://www.wondershare.com/pro/flash-gallery-factory-deluxe.html থেকে এর ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নিন । সাইজ নিয়ে ভাবতে হবে না , মাত্র ৩৫ মেগাবাইট । সাধারণ যেকোন সফটওয়্যারের মতো করে Wondershare Flash Gallery Factory Deluxe ইন্সটল করে নিন ।
ইন্সটল সম্পূর্ণ করে নিন । এবার আপনার ডেস্কটপে যান । সেখানের Wondershare Flash Gallery Factory Deluxe সফটওয়্যারটিতে প্রবেশ করুন । রেজিট্রেশন পেইজ আসবে । নিচের দেওয়া ই-মেইল ও রেজিস্ট্রেশন কোডটি দিয়ে ফুল ভার্সন করে নিন ।
Email : [email protected]
Code : 2F53B80541169B049853BE022FB06B03
হয়ে গেলো ফুল ভার্সন ।
ফুল ভার্সন হবার পর নিচের মতো আসবে ।
এখানের ২টি অপশন দেখতে পাবেন ।
আপনাদের ২ টি অপশন নিয়েই কথা বলবো ।
প্রথমেই আমরা Start Slideshow Mode এ প্রবেশ করলাম । এবার এখান থেকে ফটো সিলেক্ট করে নিন । এবার আমরা Template Tab টিতে প্রবেশ করলাম ।
১ নং এ আপনার স্লাইডে দিতে পারবেন মিউজিক । ২ নং এ আপনার স্লাইডে দেওয়া ছবিগুলো এডিট করতে পারবেন। ৩ নং এ আপনার স্লাইডে দেওয়া মিউজিক গুলো এডিট করতে পারবেন । এখানে রয়েছে স্লাইড করার জন্য বেশ কিছু টেম্পলেট ।
চাইলে আপনি নিজেই টেম্পলেট কাস্টমাইজ করে নিতে পারবেন । আরও টেম্পলেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন ।
আমাদের জন্য তৈরী হলো গ্যালারীর সুন্দর একটি টেম্পলেট । আপনি চাইলে আরও অনেক টেম্পলেট নিতে পারবেন ।
এবার আমরা Effect ট্যাবটিতে প্রবেশ করলাম । এখানের অনেক টেম্পলেট দেওয়া আছে । আপনার মনমতো একটি নির্বাচন করে নিন ।
এখানে আপনার স্লাইডটি কোন ইফেক্টে এনিমেট হবে সেটা নির্বাচন করে নিন । এবার আমরা Decode ট্যাবটিতে প্রবেশ করলাম ।
এখবানে আপনি আপনার স্লাইডে যে কোন লিখা যোগ করতে পারেন । এরপর Clipart থেকে আপনার পছন্দমতো ক্লিপ দিতে পারবেন । এখানে নানা রকমের পুতুল, প্রজাপতি সহ অনেক কিছু রয়েছে । এগুলো কিন্তু Still Image না , এগুলো Animation । যা আপনার স্লাইডে নতুন এক মাত্রা যোগ করবে ।
আরও রয়েছে নানা রকমের এ্যানিমেশন
এখানে আপনার স্লাইডের জন্য মিউজিক দিতে পারবেন ।
এবার প্রবেশ করলাম Publish ট্যাবটিতে ।
এখানের Loading পেইজের জন্য Backround দিতে পারবেন । চাইলে লগোও যোগ করতে পারবেন ।
এবার আপনার তৈরীকৃত স্লাইডকে দুইভাবে সেভ করতে পারবেন । ১. সরাসরি অনলাইনে ২. আপনার পিসিতে Share Online প্রবেশ করলাম ।
এখানে FTP ও মেইল করতে পারবেন । Save এ প্রবেশ করে আপনার মনমতো করে সেভ করে নিন ।
সেভ করার পর আমার ডেস্কটপে exe ফরমেটে সেভ করা ফাইলটি দেখুন..
এবার html ফরমেটে সেভ করা ফাইলটি Google Chrome এ ওপেন করলাম ।
এবার আসি ২য় অপশনে ।
এবার আমরা Start Gallery Mode এ প্রবেশ করলাম । এখন আমরা যে ফটোগুলো দিয়ে ফ্লাশ গ্যালারী তৈরী করতে চাই তা নিলাম ।
এবার Template ট্যাবটিতে প্রবেশ করলাম ।
এখানে আপনার ইচ্ছামত 2D & 3D ইফেক্ট দিতে পারবেন । রয়েছে প্রচুর টেম্পলেট ।
Publish ট্যবটিতে রয়েছে html কোড । যা একজন ওয়েব ডিজাইনারকে স্লাইড ও গ্যালারী তৈরী করতে সাহায্য করবে ।
তৈরী হয়ে গেল আপনার জন্য সুন্দর একটি ফটো স্লাইড ।
এই টিউনটি করতে আমার মোট সাড়ে তিন ঘন্টা লেগে গিয়েছে । কিন্তু যারা কপি পেস্ট পার্টি তাদের লাগবে ১ মিনিট । সবার কাছেই আমার অনুরোধ আমরা কপি পেস্ট বর্জন করি ।
কোন সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন । Atikur Rahman SHOHEL
খোদা হাফেজ.......
আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...
সুন্দর টিউন।