নিয়ে নিন 59.95$ মূল্যের ফ্লাশ স্লাইড ও ফটো গ্যালারী তৈরীর সফটওয়্যার । ফ্লাশ তৈরী করুন প্রফেশনালদের মতো করে কোন পোগ্রামিং জ্ঞান ছাড়াই, ওয়েব ডিজাইনারদের জন্য যা খুবই দরকারী ।

-------------------------- بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ --------------------------

প্রিয় টেক কমিউনিটি, প্রথমেই সবাইকে আমার সালাম ও শুভেচ্ছা জানাই । আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি আমার ১০ম টিউন নিয়ে।

আজকে আপনাদেরকে উপহার দিবো দারুণ মজার এবং কাজের একটি সফটওয়্যার । এর নাম Wondershare Flash Gallery Factory Deluxe.

 

বর্ণনা: Wondershare Flash Gallery Factory Deluxe এর অফিসিয়াল http://www.wondershare.com/pro/flash-gallery-factory-deluxe.html সাইটে দেখুন , এর বাজার মূল্য 59.95 $ । আর বাংলাদেশী টাকায় 4,700 টাকা । যা আমাদের পক্ষে কেনা সম্ভব নয় । আর আমরা বাঙ্গালীরা তো সব সময় ফ্রি টাই খুজে থাকি । তাই এই অসাধারণ এই সফটওয়্যারটি আপনাদেরকে আমি ফ্রিতে দিবো । এর কাজ হচ্ছে আপনার দেওয়া যে কোন ছবি দিয়ে অনেক সুন্দর একটি এ্যালবাম তৈরী করতে পারবেন । আপনার তৈরীকৃত ফটো এ্যালবাম বেশ কয়েকটি ফরমেটে সেভ করতে পারবেন । যেমন: .Swf, html, xml, exe, scr.. যারা ওয়েব ডেভেলপার আছেন তাদের জন্য কোন সাইটের স্লাইড ও ফটো গ্যালারী তৈরী করতে ভীষণ কাজে দিবে ।

 

ডাউনলোড ও সেটাপ:

 

Wondershare Flash Gallery Factory Deluxe এর অফিসিয়াল পেইজ http://www.wondershare.com/pro/flash-gallery-factory-deluxe.html থেকে এর ফ্রি ভার্সনটি ডাউনলোড করে নিন । সাইজ নিয়ে ভাবতে হবে না , মাত্র ৩৫ মেগাবাইট । সাধারণ যেকোন সফটওয়্যারের মতো করে Wondershare Flash Gallery Factory Deluxe ইন্সটল করে নিন ।

1

 

 

ইন্সটল সম্পূর্ণ করে নিন । এবার আপনার ডেস্কটপে যান । সেখানের Wondershare Flash Gallery Factory Deluxe সফটওয়্যারটিতে প্রবেশ করুন । রেজিট্রেশন পেইজ আসবে । নিচের দেওয়া ই-মেইল ও রেজিস্ট্রেশন কোডটি দিয়ে ফুল ভার্সন করে নিন ।
 

 Email : [email protected]
 

  Code : 2F53B80541169B049853BE022FB06B03

 

3

হয়ে গেলো ফুল ভার্সন ।

ব্যবহার :

ফুল ভার্সন হবার পর নিচের মতো আসবে ।

 

4

 

এখানের ২টি অপশন দেখতে পাবেন ।

  1. Start Slideshow Mode
  2. Start Gallery Mode

আপনাদের ২ টি অপশন নিয়েই কথা বলবো ।

  1. Start Slideshow Mode:

প্রথমেই আমরা Start Slideshow Mode এ প্রবেশ করলাম । এবার এখান থেকে ফটো সিলেক্ট করে নিন । এবার আমরা Template Tab টিতে প্রবেশ করলাম ।

 

5

 

১ নং এ আপনার স্লাইডে দিতে পারবেন মিউজিক । ২ নং এ আপনার স্লাইডে দেওয়া ছবিগুলো এডিট করতে পারবেন। ৩ নং এ আপনার স্লাইডে দেওয়া মিউজিক গুলো এডিট করতে পারবেন । এখানে রয়েছে স্লাইড করার জন্য বেশ কিছু টেম্পলেট ।

 

55

 

চাইলে আপনি নিজেই টেম্পলেট কাস্টমাইজ করে নিতে পারবেন । আরও টেম্পলেট আপনি ডাউনলোড করে নিতে পারবেন ।

 

6

 

আমাদের জন্য তৈরী হলো গ্যালারীর সুন্দর একটি টেম্পলেট । আপনি চাইলে আরও অনেক টেম্পলেট নিতে পারবেন ।

 

7

 

8

 

এবার আমরা Effect ট্যাবটিতে প্রবেশ করলাম । এখানের অনেক টেম্পলেট দেওয়া আছে । আপনার মনমতো একটি নির্বাচন করে নিন ।

 

10

 

এখানে আপনার স্লাইডটি কোন ইফেক্টে এনিমেট হবে সেটা নির্বাচন করে নিন । এবার আমরা Decode ট্যাবটিতে প্রবেশ করলাম ।

 

11

 

এখবানে আপনি আপনার স্লাইডে যে কোন লিখা যোগ করতে পারেন । এরপর Clipart থেকে আপনার পছন্দমতো ক্লিপ দিতে পারবেন । এখানে নানা রকমের পুতুল, প্রজাপতি সহ অনেক কিছু রয়েছে । এগুলো কিন্তু Still Image না , এগুলো Animation । যা আপনার স্লাইডে নতুন এক মাত্রা যোগ করবে ।

 

12

 

আরও রয়েছে নানা রকমের এ্যানিমেশন

 

13

 

এখানে আপনার স্লাইডের জন্য মিউজিক দিতে পারবেন ।

 

14

 

এবার প্রবেশ করলাম Publish ট্যাবটিতে ।

 

16

 

এখানের Loading পেইজের জন্য Backround দিতে পারবেন । চাইলে লগোও যোগ করতে পারবেন ।

 

17

 

এবার আপনার তৈরীকৃত স্লাইডকে দুইভাবে সেভ করতে পারবেন । ১. সরাসরি অনলাইনে ২. আপনার পিসিতে Share Online প্রবেশ করলাম ।

 

18

 

এখানে FTP ও মেইল করতে পারবেন । Save এ প্রবেশ করে আপনার মনমতো করে সেভ করে নিন ।

 

19

 

সেভ করার পর আমার ডেস্কটপে exe ফরমেটে সেভ করা ফাইলটি দেখুন..

 

20

 

এবার html ফরমেটে সেভ করা ফাইলটি Google Chrome এ ওপেন করলাম ।

 

21

এবার আসি ২য় অপশনে ।

 

 

2. Start Gallery Mode

 

এবার আমরা Start Gallery Mode এ প্রবেশ করলাম । এখন আমরা যে ফটোগুলো দিয়ে ফ্লাশ গ্যালারী তৈরী করতে চাই তা নিলাম ।

 

2

 

এবার Template ট্যাবটিতে প্রবেশ করলাম ।

 

3

 

এখানে আপনার ইচ্ছামত 2D & 3D ইফেক্ট দিতে পারবেন । রয়েছে প্রচুর টেম্পলেট ।

 

4

 

Publish ট্যবটিতে রয়েছে html কোড । যা একজন ওয়েব ডিজাইনারকে স্লাইড ও গ্যালারী তৈরী করতে সাহায্য করবে ।

 

6

 

তৈরী হয়ে গেল আপনার জন্য সুন্দর একটি ফটো স্লাইড ।

শেষ কথা:

এই টিউনটি করতে আমার মোট সাড়ে তিন ঘন্টা লেগে গিয়েছে । কিন্তু যারা কপি পেস্ট পার্টি তাদের লাগবে ১ মিনিট । সবার কাছেই আমার অনুরোধ আমরা কপি পেস্ট বর্জন করি ।

কোন সমস্যা হলে বা বুঝতে অসুবিধা হলে আমাকে ফেসবুকে জানাতে পারেন । Atikur Rahman SHOHEL

 

 

খোদা হাফেজ.......

 

 

Level 2

আমি আতিকুর রহমান সোহেল। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 11 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 31 টি টিউন ও 289 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

খুব সাধারণ একজন । প্রযুক্তিকে ভালবাসি, এর জন্য সব কিছুই করতে পারি । জীবনের লক্ষ্য হিসেবে প্রযুক্তিকেই বেছে নিয়েছি । জানি না কতটুকু সফল হবো । তবুও সারা দিন রাত চলে আমার লক্ষ্য অর্জনের অবিরন্ত প্রচেষ্ঠা । হয়তো একদিন হবে সফল , নয়তো বিফল । তবুও যতদিন থাকবো, প্রযুক্তিকে ভালোবাসবো...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

সুন্দর টিউন।

অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ ভাইয়া।

অসাধারণ টিউন .চালিয়ে যান

অনেক সুন্দর টিউন করেছো আতিক 🙂
প্রত্যেকটা বিষয়ে সুন্দর বর্ণনা, ভাষার প্রাঞ্জলতা সব কিছু মিলিয়ে অসাধারন টিউন।
অনেক অনেক অনেক ধন্যবাদ ছোটভাই 😀

    @সানিম মাহবীর ফাহাদ: ধন্যবাদ ভাই আপনার সাজেশনের জন্য। আশা করি সকল প্রকার ভূল গুলো ধরিয়ে দিলে আরও ভালো মানের টিউন উপহার দিতে পারবো।
    আপনার টিউনমেন্ট আমাকে অনেক অনেক আগ্রহ যোগায়।

অনেক সুন্দর হয়েছে

Khub valo hoyeche. Collection e raklam..

Level New

অসাধারন টিউন, অনেক ধন্যবাদ

@kader313bdguy: ধন্যবাদ ভাই, টিউনমেন্টের জন্য

vai ata ki pc jonno na ki Android