সহজে শিখুন ফ্লাশ [পর্ব-১১] :: নিয়ে নিন Macromedia Flash 8 ফুল ভার্সন আর বানিয়ে ফেলুন মজার মজার ফ্লাশ ফাইল

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।

অনেক আগে আমি Macromedia Flash 8 নিয়ে চেইন টিউন করেছিলাম, অনেকে আমার কাছে এই সফট টি চেয়েছিল কিন্তু নেট স্পীড এর কারনে দিতে পারি নাই, আজ নেট স্পীড ভাল পেলাম তাই এই সুযোগে ফাইল টি আপলোড করে দিলাম, আশা করি সবার উপকার হবে। আর সাথে থাকুন, ফ্লাশ নিয়ে চেইন টিউন আবার আপনাদের সামনে ফিরে আসতে পারি এই দোয়া সবার থেকে চাই।
প্রথমে এখান থেকে সফট টি ডাউনলোড করে নিন তারপর নিচের মত করে সেটআপ দিন।

সিরিয়াল নাম্বার দিন।

সফট টি নামিয়ে আমার বেসিক ফ্লাশ ফাইল টিউন গুলো ফলো করুন কারন আগামী টিউন গুলো দেখতে হলে আগের টিউন গুলোর সম্পর্কে ধারনা থাকতে হবে।

এক সাথে আমরা সবাই

নমুনা দেখতে ক্লিক করুন।
আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ
ফেইসবুকে আমি

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

i am always with you

Level 0

ধন্যবাদ, পরবর্তী পোস্টের অপেক্ষায়। এ ধরনের পোস্ট আপনার কাছেই আশা করা যাই, কারন আপনি শেখাতে ও শিখতে উভয়ই চান। আবারও আসংখ্য ধন্যবাদ নতুন ভাবে শুরু করাই।

কোনো ভনিতা নই, সোজা বলছি, প্রায় দু বছর পর লগইন করলাম শুধু আপনাকে এই কথাটা জানাতে যে সঙ্গে আছি। আগের টিউন গুলো দেখেছি, এবার আশা করছি শেষ করবেন আপনার চেইন টিউন টি। ধন্যবাদ জানিয়ে আপনাকে ছোট করবোনা, কারণ আপনি টেকটিউনস এর একটি মূল্যবান সম্পদ ।

অপেক্ষার পালা শেষ… তাই না ভাই

চরম……

আজ সকালেই এটার কথা ভাবছিলাম

    @সাহেব বিশ্বাস: শুধু ভাবলে তো হবে না কিছু করে দেখাতে হবে #@ তাই কিছু ১টা করে দেখান হোছাইন ভাই আপনার টিউন দেখে এটা করলাম @ ধন্যবাদ সাথে থাকুন।

Level 0

ধন্যবাদ, ভাই। সিরিয়াল নাম্বার আপনার ইমেজে যেটা আছে ওটা দিব।

    @skytipsbd: সিরিয়াল নাম্বার সফট এর ভিতরে দিয়ে দিয়েছি, @ এটা আর ইমেজ এর সিরিয়াল একই। @ ধন্যবাদ সাথে থাকুন।

হোছাইন আহম্মদ ভাই Serial Number-টা কি ঠিক আছে যেমন WPD800-58436-27232-80204 প্রথমে আছে 6-টা নাম্বার তারপরের গুলো 5 নাম্বার আছে এটা কি এমনই হবে ? Please Help me………………

এই সিরিজ টা please complete করুন । থ্যাংকস