আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
ফ্লাশ তৈরি করার দারুণ এক ওয়েব সাইট, এই ওয়েব সাইটে আপনি আপনার ছবি দিয়ে সুন্দর একটি ফ্লাশ এনিমেশন বানাতে পারবেন তার সাথে লেখা ও দিতে পারবেন। তাহলে শিখে নিয় কিভাবে বানাতে হবে ফ্লাশ এনিমেশন।
ফ্লাশ এনিমেশন তৈরি করতে এখানে ক্লিক করুণ
তাহলে নিচের মত একটি পেজ আসবে ।
এখন Picture Banner বাটনে ক্লিক করুণ , তাহলে নিচের মত আরেকটি পেজ আসবে।
এবার Choose Banner বাটনে ক্লিক করুণ।
এবার যে ছবি দিয়ে ফ্লাশ এনিমেশন বানাবেন সে ছবি টি আপলোড করুণ,
এবার ছবি টা রোটেট করে ঠিক করুণ যদি ঠিক ছবি উলটা থকে তারপর Take Selection বাটনে করুণ ,
এভাবে Browse বাটনে ক্লিক করে ৩টি ছবি নিন।
এবার Text 1, Text2, Text 3, URL ঘরে আপনার ঠিকানা টাইপ করুণ এবং লেখার কালার সিলেক্ট করে Submit Query বাটনে ক্লিক করুণ ।
এবার আপনার ফ্লাশ এনিমেশটি Save করে রাখুন।
মূল এনিমেশনটি দেখতে এখানে ক্লিক করুণ আরেকটি দেখতে এখানে ক্লিক করুণ
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 14 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
খুব সুন্দর………………।