সহজে শিখুন ফ্লাশ [পর্ব-০৬] ::তৈরি করুণ মাস্ক ফ্লাশ এনিমেশন (দারুন এক এনিমেশন)

সহজে শিখুন ফ্লাশ

আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।


মাস্ক ইফেক্ট হল লেয়ার এর ভিতর যে অবজেক্ট থাকবে সেটি দেখা যাবে, এই অনুযায়ী সুন্দর ফ্লাশ তৈরি হবে মাস্ক কি জিনিস আমরা যারা ফটোশপে কাজ করেছি তারা ভাল করে জানি।

তাহলে ফ্লাশ ৬তম পর্ব ফ্লাশ এনিমশেন তৈরি করা যাক ।
প্রথমে ফ্লাশ সফটওয়ার চালু করুন।

তারপর File > Import> Import to Stage বাটনে ক্লিক করে একটি ছবি নিন।

এবার আমরা ৬০ পর্যন্ত কি ফ্রেম নিব তারপর Insert Layer বাটনে ক্লিক করে একটি লেয়ার নিব।

এখন আমরা লেয়ার ২ সিলেক্ট করে একটি Oval আঁকব নিচের মত করে।

এবার এই Oval কে এনিমেশন দিতে হলে Oval সিলেক্ট করে ১০ নাম্বারে একটি কি-ফ্রেম নিব।

এবার মাউস দিয়ে ড্রাগ করে একটু ডানে সরিয়ে আরেকটি কি-ফ্রেম নিব ২০ নাম্বার পর্যন্ত।

এভাবে বাম-ডান এ ড্রাগ করে ৬০ পর্যন্ত কি-ফ্রেম নিন এনিমেশন এর জন্য।

এবার লেয়ার ২ সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে Create Motion Tween ক্লিক করুণ এনিমেশন এর জন্য।

এবার আমাদের মাস্ক ইফেক্ট দিতে হবে না হলে এনিমেশন হবে- কিন্ত মাস্ক ইফেক্ট হবে না ।

মাস্ক ইফেক্ট দিতে লেয়ার ২ উপর মাউসের রাইট বাটনে ক্লিক করে Mask এ ক্লিক করুণ ।

এবার CTRL + ENTER বাটনে চাপ দিয়ে দেখুন এনিমেশনটি কেমন হয়েছে...।

মূল এনিমেশনটি দেখতে এখানে ক্লিক করুণ এবং ফ্লাশ দিয়ে করা আরেকটি এনিমেশন দেখতে এখানে ক্লিক করুণ ।

আজ এই পর্যন্ত।

Level 0

আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

Level 0

Flash animation software link plz

Bai macromedia flash professional 8 download link den plz…………

Tune ta khov sundor hoyse

প্রিয় টিউনার,

আপনার টিউনটি টেকটিউনস চেইন টিউন হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। অভিনন্দন আপনাকে!

টেকটিউনসে চেইন টিউন কীভাবে প্রক্রিয়া হয় তা জানতে টেকটিউনস সজিপ্র এর https://www.techtunes.io/faq “চেইন টিউন” অংশ দেখুন।

নিয়মিত চেইন টিউন করুন। এখন থেকে আপনার নতুন করা চেইন টিউন গুলো টেকটিউনস থেকে চেইন এ যুক্ত করা হবে। চেইন টিউনে যুক্ত হবার ফলে চেইনের প্রতিটি পর্ব একসাথে থাকবে।

চেইনে নতুন পর্ব যুক্ত হলে তা টেকটিউনসের প্রথম পাতায় দেখা যাবে এবং “সকল চেইন টিউনস” https://www.techtunes.io/chain-tunes/ পাতায় চেইন টিউনটি যুক্ত হবে।

নিয়মিত চেইন টিউন করে নতুন নতুন টিউন আপনার চেইনে যুক্ত করুন এবং অসম্পূর্ণ না রেখে আপনার চেইন টিউনে নিয়মিত পূর্ণাঙ্গ রূপ দিন।

মেতে থাকুন প্রযুক্তির সুরে আর নিয়মিত করুন চেইন টিউন!

Khub valo.
Aga par6ilam na .but ekhon onek bar chesta korar por par6i.
Thanks