আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
সাধারণত আঁকাবাঁকা এনিমেশন এর জন্য মোশন গাইড এনিমেশন ব্যবহার করা হয়। আজ আমরা শিখব ফ্লাশে কিভাবে আঁকাবাঁকা এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, তাহলে আসুন শুরু করা যাক আঁকাবাঁকা এনিমেশন তৈরি করা ।
প্রথমে ফ্লাশ সফটওয়ার চালু করুন।
এবার Insert মেনুতে ক্লিক করে Timeline>Motion Gride এ ক্লিক করুন নিচের মত করে।
তাহলে লেয়ার এর মধ্যে অটোমেটিক একটি Motion Gride লেয়ার যোগ হবে।
আমাদের এনিমেশন অনুযায়ী Motion Gride কি-ফ্রেম বাড়িয়ে দিব আমি ৬০ পর্যন্ত কি-ফ্রেম নিয়েছে এনিমেশন অনুযায়ী।
এবার আমরা টুলবার থেকে Pencil টুল নিবার্চন করে আঁকাবাঁকা এনিমেশন এর জন্য আঁকাবাঁকা লাইন আকব।
এবার আমরা নতুন একটি লেয়ার নিব লেয়ার নিতে হলে লেয়ার প্যালেট থেকে Insert layer এ ক্লিক করুন। এই লেয়ার এর মধ্যে আমরা এনিমেশন করব। তার আগে একটি ছবি নিন আমি আমার ছবি নিলাম ।
এবার আমরা ১০ং এ একটি কি-ফ্রেম নিব। তারপর টুলবার থেকে সিলেকশ টুল নিয়ে ছবিটা ডান দিকে সরিয়ে দিব।
এভাবে আমরা সবশেষ ৬০ পর্যন্ত কি-ফ্রেম নিব। আর ছবিটাকে গ্রাইড অনুযায়ী ডান দিকে সরিয়ে দিব।
এবার আমরা এনিমেশন এর জন্য লেয়ার সিলেক্ট করে মাউসের রাইট বাটন ক্লিক করে
ক্লিক করে Create Motion Tween করব।
এবার এনিমেশন কি রকম হয়েছে তা দেখতে কি-বোর্ড থেকে Ctrl+Enter চাপ দিন আর দেখুন কেমন হয়েছে এনিমেশন।
মূল এনিমেশনটি দেখতে এখানে ক্লিক করুণ।
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 11 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
ধন্যবাদ চালিয়ে যান ,