আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি।
আজ আমরা দেখব কিভাবে ফ্লাশে বেসিক এনিমেশন তৈরি করতে হয় তার নিয়ম, তাহলে আসুন শিখে নিই কিভাবে ফ্লাশে এনিমেশন তৈরি করতে হয়।
প্রথমে ফ্লাশ সফটওয়্যার চালু করুন।
এবার File> Import> import to stage বাটনে ক্লিক করে একটি ছবি নিন, আমি একটি বকের ছবি নিলাম।
এবার আমরা আমরা বক কে Graphic ক্লিপে Convert করব। নিচের মত করে। Convert করার আগে বকটা সিলেক্ট করে নিতে হবে।
এবার আমরা বককে বাম দিকে ড্রাগ করে ১০নং ফ্রেমে এ একটি Key Frame নিব।
এভাবে ৫৫ পর্যন্ত ফ্রেম দিয়ে রেডি করুন এনিমেশন এর জন্য।
এবার Layer 1 সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে Create Motion Tween এ ক্লিক করুন । এনিমেশন করার জন্য।
এভাবে আপনি সুন্দর ফ্লাশ এনিমেশন তৈরি করতে পারবেন।
উপরের নিয়মে তৈরি করা নিচে আমাদের ফ্লাশ এনিমেশনটি ।
ইনশাল্লাহ আগামীতে কিভাবে সুন্দর সুন্দর ফ্লাশ এনিমেশন বানাতে হয় তা নিয়ে হাজির হব।
আজ এই পর্যন্ত।
আমি হোছাইন আহম্মদ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 13 বছর 10 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 485 টি টিউন ও 2510 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 14 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আমি হোছাইন আহম্মদ, কম্পিউটার ট্রেনিং সেন্টারে আছি শিক্ষক হিসাবে। ভালবাসি ব্লগিং, ডিজাইনিং এবং তথ্য প্রযুক্তি সম্পর্কিত যে কোন কিছু, খুবই সামান্য যা জানি শেয়ার করি এবং কিছু শেখার চেষ্টা করি।
Thanks .
Chalie jan guru.