আসলামুআলাইকুম,
আপনারা অনেকেই হয়তো জানেন বর্তমানে অনলাইনে অনেক ভাবে টাকা ইনকাম করা যায় তার মধ্যে সব থেকে সহজ এবং ভালো আয়ের মাধ্যম হলো অনলাইনে লিখে টাকা ইনকাম করা।
আপনি অনলাইনে অনেক পাবলিক ব্লগ ওয়েবসাইট দেখতে পাবেন যা প্রতিটি টিউনের জন্য মূল্য প্রদান করে থাকে তার মধ্যে অন্যতম হলোঃ টেকটিউনস ও ট্রিকবিডি
টেকটিউনস ও ট্রিকবিডির মতো বর্তমানে আরেকটি ওয়েবসাইট টিউনের মান ও ভিউয়ের উপর ভিত্তি করে ওয়েবসাইটের আয় করা টাকা লেকখদের সাথে ভাগ করে নিচ্ছে যার নাম হলো বিডিটুইস্ট(https://bdtwist.com)।
বিডিটুইস্ট ইউজারদের ভিউয়ের উপর ভিত্তি করে টাকা দিচ্ছে
উপরের ছবিতে আমরা দেখতে পাই বিডিটুইস্ট প্রতি ১০০০ ভিউ এর জন্য ৫০টাকা করে দিচ্ছে।
মানে আপনি বিডিটুইস্টের ওয়েবসাইটে টিউন করলে এবং যদি সেই টিউন ১০০০ বার দেখা হয় তাহলে আপনি ৫০ টাকা পাবেন, যা আপনি পরে বিকাশ অথবা মোবাইল রিচার্জের মাধ্যমে উত্তোলন করতে পারবেন।
বিডিটুইস্টের নীতিমালা থেকে আমরা জানতে পারি বিডিটুইস্টে কপি টিউন অনুমোদিত হয় না।
আপনি সেখানে শুদ্ধ বাংলা ভাষায় টিউন করলে আশাকরি আপনার টিউন অনুমোদিত হবে।
তাহলে আপনাকে এটি মাতায় রাখতে হবে যে আপনার টিউন যাতে সতবাগ ওরিজিনাল হয়।
বিডিটুইস্টের সুরক্ষা অত্যন্ত আধুনিক এবং বিডিটুইস্ট সর্বোচ্চ সুরক্ষা প্রধান করে তাদের ব্যবহারকারীর জন্য।
বিডিটুইস্টের পেমেন্ট পলিসি সম্পর্কে আরও যানতে আপনি তাদের ওয়েবসাইট গুরে আসতে পারেন।
আশাকরি আপনি এই টিউন থেকে অনেক কিছু যানতে পেরেছেন বিডিটুইস্টের সম্পর্কে।
আমি তাহের খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 30 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 4 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।