যারা ওয়েব ডিজাইনিং অ্যান্ড ডেভেলপমেন্ট এ কাজ করেন অথবা করার জন্য আগ্রহী তাদের জন্য একটি অতি প্রয়োজনীয় একটি সফটওয়্যার। যার মাধ্যমে আপনি কোডিং এবং ওয়েব ভিউ এক সাথে দেখতে পারবেন। সফটওয়্যারটির নাম তো আপনারা ইতি মধ্যেই যেনে গেছেন। জি হ্যা।
Adobe DreamWeaver CS6 এবং এটি portable version তাই এটি আপনি যেকোন জায়গায় আপনার সাথে করে নিয়ে যেতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন।
এখানে ক্লিক করে আপনার Adobe DreamWeaver CS6 এর Portable version download করতে পারবেন।
সফটওয়্যারটি ব্যবহার করার জন্য System Requirement হলঃ
Windows: Microsoft windows XP (Service Pack 3).
Processor: Pentium 4 or Higher or AMD Athlon 64Bit.
Ram: 512 MB.
HDD Space: 1Gb available Hard Disk Drive space.
Java RunTime 1.6 Environment (Included).
QuickTime 7.6.6 software required for HTML5 media playback.
Adobe DreamWeaver CS6 এর সুবিধা সমুহ হচ্ছেঃ
আপনি অনায়াশে HTML5 এর কোড ব্যবহার করতে পারবেন।
আপনি অনায়াশে CSS3 এর বিভিন্ন কোড প্রয়োগ করতে পারবেন এবং তার প্রভাব ও দেখতে পারবেন।
এর FTP file transfer system এর ফলে আপনি আপনার তৈরি করা ফাইল গুলো খুব সহজে আপনার server এ পাঠাতে পারবেন এবং এর মাধ্যমে আপনি যেকোন বড় ফাইল ও upload করতে পারবেন খুব সহজে।
এতে আর রয়েছে ওয়েব সাইট মোবাইলের জন্য রেস্পন্সিভ করার বিভিন্ন system। এর ফলে আপনি খুবই সহজে আপনার সাইট কে মোবাইল ব্যবহার উপযুগী করে তুলতে পারবেন।
এছাড়াও আপনি যদি Android বা iOS মোবাইল অ্যাপ বানাতে চান বা ডিজাইন করতে চান তাও আপনি এই সফটওয়্যারটির মাধ্যমে করতে পারবেন।
আশা করি সফটওয়্যারটি আপনাদের পচন্দ হবে। ধন্যবাদ
সকলকে আসসালামু আলাইকুম শুভ রাত্রি।
আমি মোহাম্মদ রিয়াদ। Front-end Designer and WP Developer, Soft Bucket, Chattogram। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 4 টিউনারকে ফলো করি।