অ্যাফিলিয়েট মার্কেটিং কি? ডোমেইন হোস্টিং কিনে শুরু করুন আমাজন অ্যাফিলিয়েট মার্কেটিং!

প্রকাশিত
জোসস করেছেন

অ্যাফিলিয়েট মার্কেটিং কি?

সহজ কথায় অন্যর পণ্য বুদ্ধি খাটিয়ে বিক্রি করে দেয়ার মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েশন। সুবিধের বেপার হচ্ছে এটা করার ন্য আপনাকে কোথাও ঘুরতে হবে না। শুধুমাত্র একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন নিয়ে ঘরে বসেই করতে পারবেন মজার এই মার্কেটিং। এটা এমন কোন বিষয় নয় যা করে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। এখানে শুধুমাত্র তারাই সফল হবে যারা ধৈর্য সহকারে কাজ করে যেতে পারবে।

বিশ্বের বড় বড় বিপনন যেমন amazon.com অথবা ebay.com ব্রাউজ করেন তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের পণ্য কেনা যায়। এই পণ্য গুলো কিনে বাংলাদেশে নিয়ে আসতে অনেক সমস্যা। ধরুন আপনি amazon.com অথবা ebay.com এর পন্য কিনতে পারলেন না। কিন্তু আপনি যদি amazon.com অথবা ebay.com এর পণ্য ওদের নির্দিষ্ট সিস্টেমে সেল করে দিতে পারেন তাহলে সেটাই অ্যাফিলিয়েট মার্কেটিং।

অনেকেই নিস সাইট, ব্লগ সাইট, ই-কমার্স, স্কুল-কলেজ এর ওয়েব সাইট করার জন্য ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে থাকে। আপনি আমাদের অ্যাফিলিয়েট সিস্টেম ফলো করে যে কোন মাধ্যমে ডোমেইন হোস্টিং সেল করতে পারেন তাহলে প্রতিটি সেলের জন্য আপনার একাউন্টে কমিশন যোগ হবে আর এই ধরনের মার্কেটিং করাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এ জয়েন করার জন্য ভিজিট করুন:  CloudServerBD অ্যাফিলিয়েট মার্কেটিং

ডোমেইন নাম বাছাই করা:

আমাজন আ্যফিলিট এর জন্য যে নিস সাইট তৈরি করবেন বা ব্লগ সাইট। আপনার প্রধান কি-ওয়ার্ড এর কাছাকাছি অথবা ঐ নামেই কি-ওয়ার্ড ম্যাচ করলে সেটাই রেজিষ্ট্রেশন করুন। তবে ৯৮% ভাগ নিশ্চিত থাকনে আপনার মেইন কিওয়ার্ডের ডোমেইন পাবেন না। সেজন্য পরামর্শ থাকবে প্রোডাক্ট অথবা মূল কি-ওয়ার্ড এর খুব কাছাকাছি কোন ডোমেইন (অবশ্যই ৬-১০ ক্যারেক্টার এর মধ্যে হলে ভালো) নেয়ার জন্য।

ধরুন আপনার কিওয়ার্ড -Best Fish Finder. তাহলে প্রথমে এই নামে ডোমেইন সার্চ করুন। এই টাইপ ডোমেইন পাওয়া খুব কষ্ট সাধ্য বা মাঝে মাঝে ব্যয়বহুল। ব্যয়বহুল এই জন্য কেউ হয়ত নিস সাইট করবে না। কিন্তু অনেক আগেই এই ডোমেইন কিনে রেখেছে এখন সে বিক্রি করবে কয়েক হাজার ডলারে। আপনি যদি খুঁজে পান কেই এমন সেল করবে তাহলে তার কাছ থেকে কিনে নিতে পারেন। আপনার সাধ্যর মধ্যে না হলে কি-ওয়ার্ড এর সাথে সামাঞ্জস্য রেখে ডোমেইন সার্চ করুন যেমন: www.thefishfinder.com অথবা http://www.topfishfinder.com অথবা  www.topfishfhunter.com অথবা http://www.idealfishfinder.com ইত্যাদি।

ওয়ার্ডপ্রেস ইনস্টল এবং কনফিগার:
যারা সর্ম্পূন নতুন বা শুধু ওয়ার্ডপ্রেস সম্পর্কে জানে তারা এই CMS ব্যবহার করে আপনাদের সাইট শুরু করুন। সিকিউরিটর দিক চিন্তা করলে ওয়েব সাইট তৈরির জন্য সব থেকে জনপ্রিয় CMS হলো ওয়ার্ডপ্রেস। হোস্টিং এ ওয়ার্ডপ্রেস ইন্সটল করা খুবই সহজ, তারপরও আমাদের হোস্টিং প্যাকেজ কিনলে আমার ওয়ার্ডপ্রেস ইন্সটল করে দিই। এছাড়া cPanel এর মাধ্যমে পরে যাবতীয় সব কাজ করতে পারবেন।

এক নজরে বিশ্বের বড় কয়েকটি অ্যাফিলিয়েট মার্কেট

হোস্টিং কেনার আগে যে বিষয় গুলো জেনে নেয়া জরুরী
ডোমেইন ভালো হোস্টিং প্ল্যান এর মধ্যে থাকলে সেটাও অনেক বড় বেপার। আমাদের রয়েছে USA সার্ভার এবং SSD ডিস্ক। আপনার সাইটের ভিজিটর আসবে ইউরোপ এবং আমেরিকা মহাদেশ থেকে। USA সার্ভার এর জন্য আপনার ভিজিটর সাইটের আপলোড টাইম খুব ভালো পাবে। তারা আর্টিক্যাল পড়তে সাচ্ছন্দ বোধ করবে। কম দামে হোস্টিং প্যাকেজ ক্রয় করে আমাজন সাইট করার চিন্তা বাদ দিন। ভালো জিনিসের দাম একটু বেশি হবে তাই স্বাভাবিক। এছড়া হোস্টিং প্যাকেজে ব্যান্ডউইথ বেশি হওয়ার ফলে আপনার ভিজিটর যতই আসুক ওয়েববসাইট ডাউন হবে না।

থ্রাইভ ওয়ার্ডপ্রেস থিম :
CloudServerBD থেকে হোস্টিং কিনলে সাথে পাবেন একটি থ্রাইভ থিম এবং থ্রাইভ কন্টেন্ট বিল্ডার। নিস সাইট করার জন্য থ্রাইভ ফোকাস ব্লগ থিমটা ব্যবহার বেশ উপযোগী। এছাড়া থ্রাইভ এর অন্য থিম দিয়ে করতে চাইলে আমাদেরকে ফোন করে জানান: 01720425038. একটা আমাজন নিস সাইট করার যাবতীয় যা যা দরকার সব পাবেন এই থিমে।

আপনি ইচ্ছে করলে এই থিম ব্যবহার করেও কাজ করতে পারেন অথবা আপনার পছন্দমত কোন থিম নিয়েও কাজ করতে পারবেন। সাইট করতে কোন রকম সমস্যা হলে আমাদের ওয়েভ ডিজাইন এবং ডেভেলপারদের সাথে যোগাযোগ করুন: Web Design & Developer

এসএসএল (SSL Certificate) :
SSL সার্টিফিকেট একটি ডিজিটাল সার্টিফিকেট যা আপনি আপনার প্রতিষ্ঠান বা নিজের নামে কিনতে পারবেন। আপনার সাইটে এসএসএল সার্টিফিকেট থাকার মানে হলো, এই সাইটটিকে আপনি বিশ্বাস করতে পারবেন, এর তথ্যগুলোর উপর কোন হ্যাকার নজর দিতে পারবেনা। এসএসএল ব্যবহার করা সকল ওয়েবসাইটের URL এর শুরুতে HTTPS দেখতে পাওয়া যাবে। HTTPS হলো SSL এবং HTTP এর একটি মিশ্রিত ভার্সন। আপনার যে কোন আমাজন অ্যাফিলিয়েট হোস্টিং প্যাকেজ এর সাথে SSL সংযুক্ত থাকবে। যেমন Google,  Pinterest,  LinkedIn,  Facebook,  Twitter,  WordPress ইত্যাদি সহ সকল অনলাইন ওয়েবসাইট এসএসএল ব্যবহার করে থাকে—কারন এরা প্রত্যেকেই অনেক সংবেদনশীল তথ্যের ডিল করে।

Level 0

আমি ক্লাউড সার্ভার বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 8 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 39 টিউনারকে ফলো করি।

I am a full time online Domain Hosting provider, Web Design expart Owner of CloudServerBD.Com


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস