সহজ কথায় অন্যর পণ্য বুদ্ধি খাটিয়ে বিক্রি করে দেয়ার মাধ্যম হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েশন। সুবিধের বেপার হচ্ছে এটা করার ন্য আপনাকে কোথাও ঘুরতে হবে না। শুধুমাত্র একটি কম্পিউটার এবং ইন্টারনেট কানেকশন নিয়ে ঘরে বসেই করতে পারবেন মজার এই মার্কেটিং। এটা এমন কোন বিষয় নয় যা করে আপনি রাতারাতি ধনী হয়ে যাবেন। এখানে শুধুমাত্র তারাই সফল হবে যারা ধৈর্য সহকারে কাজ করে যেতে পারবে।
বিশ্বের বড় বড় বিপনন যেমন amazon.com অথবা ebay.com ব্রাউজ করেন তাহলে দেখবেন যে এখানে বিভিন্ন ধরনের পণ্য কেনা যায়। এই পণ্য গুলো কিনে বাংলাদেশে নিয়ে আসতে অনেক সমস্যা। ধরুন আপনি amazon.com অথবা ebay.com এর পন্য কিনতে পারলেন না। কিন্তু আপনি যদি amazon.com অথবা ebay.com এর পণ্য ওদের নির্দিষ্ট সিস্টেমে সেল করে দিতে পারেন তাহলে সেটাই অ্যাফিলিয়েট মার্কেটিং।
অনেকেই নিস সাইট, ব্লগ সাইট, ই-কমার্স, স্কুল-কলেজ এর ওয়েব সাইট করার জন্য ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে থাকে। আপনি আমাদের অ্যাফিলিয়েট সিস্টেম ফলো করে যে কোন মাধ্যমে ডোমেইন হোস্টিং সেল করতে পারেন তাহলে প্রতিটি সেলের জন্য আপনার একাউন্টে কমিশন যোগ হবে আর এই ধরনের মার্কেটিং করাই হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং। আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং এ জয়েন করার জন্য ভিজিট করুন: CloudServerBD অ্যাফিলিয়েট মার্কেটিং
আমাজন আ্যফিলিট এর জন্য যে নিস সাইট তৈরি করবেন বা ব্লগ সাইট। আপনার প্রধান কি-ওয়ার্ড এর কাছাকাছি অথবা ঐ নামেই কি-ওয়ার্ড ম্যাচ করলে সেটাই রেজিষ্ট্রেশন করুন। তবে ৯৮% ভাগ নিশ্চিত থাকনে আপনার মেইন কিওয়ার্ডের ডোমেইন পাবেন না। সেজন্য পরামর্শ থাকবে প্রোডাক্ট অথবা মূল কি-ওয়ার্ড এর খুব কাছাকাছি কোন ডোমেইন (অবশ্যই ৬-১০ ক্যারেক্টার এর মধ্যে হলে ভালো) নেয়ার জন্য।
ধরুন আপনার কিওয়ার্ড -Best Fish Finder. তাহলে প্রথমে এই নামে ডোমেইন সার্চ করুন। এই টাইপ ডোমেইন পাওয়া খুব কষ্ট সাধ্য বা মাঝে মাঝে ব্যয়বহুল। ব্যয়বহুল এই জন্য কেউ হয়ত নিস সাইট করবে না। কিন্তু অনেক আগেই এই ডোমেইন কিনে রেখেছে এখন সে বিক্রি করবে কয়েক হাজার ডলারে। আপনি যদি খুঁজে পান কেই এমন সেল করবে তাহলে তার কাছ থেকে কিনে নিতে পারেন। আপনার সাধ্যর মধ্যে না হলে কি-ওয়ার্ড এর সাথে সামাঞ্জস্য রেখে ডোমেইন সার্চ করুন যেমন: www.thefishfinder.com অথবা http://www.topfishfinder.com অথবা www.topfishfhunter.com অথবা http://www.idealfishfinder.com ইত্যাদি।
আপনি ইচ্ছে করলে এই থিম ব্যবহার করেও কাজ করতে পারেন অথবা আপনার পছন্দমত কোন থিম নিয়েও কাজ করতে পারবেন। সাইট করতে কোন রকম সমস্যা হলে আমাদের ওয়েভ ডিজাইন এবং ডেভেলপারদের সাথে যোগাযোগ করুন: Web Design & Developer
আমি ক্লাউড সার্ভার বিডি। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 6 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 23 টি টিউন ও 9 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 8 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 39 টিউনারকে ফলো করি।
I am a full time online Domain Hosting provider, Web Design expart Owner of CloudServerBD.Com