কিভাবে Youtube Channel এর জন্য Intro Video বানাবেন

কেমন আছেন সবাই?

আশা করি ভালই আছেন।

আজকের টিউটোরিয়ালে দেখাবো কিভাবে আপনার ইউটিউব চেনেলের জন্য Intro ভিডিও বানাবেন।

একটি Intro ভিউয়ারদের কে আপনার ভিডিওর প্রতি দৃষ্টি আকর্ষণ করে।

Intro আপনার চেনেল সামনে এগিয়ে নিতে সাহায্য করে। তাই আপনার চেনেল সবার কাছে আকর্ষণীয় করতে একটি সুন্দর Intro Video খুব জরুটি।

প্রথমে ভিডিও ডেস্ক্রিপশন থেকে ফ্রি টেমপ্লেট ডাউনলোড করে নিন।

ডাউনলোড হয়ে গেলে এবার ZIP ফাইল Extract করে নিন।

চলিন বিস্তারিত টিউটোটোরিয়ালে দেখে নেইঃ 

https://youtu.be/dW8mqoALn98

আজ এই পর্যন্তই। টিউটোরিয়ালটি যদি ভাল লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে। নতুন সব টিউটোরিয়াল পেতে সাথেই থাকুন। টিউটোরিয়ালটি কেমন লাগল তা টিউমেন্ট করে জানাতে ভুলবেননা। মেতে উঠুন প্রযুক্তির সুরে।

ফেইসবুকে আমিঃ Shehab Editz 

যদি বুঝতে কোন সমস্যা হয় তাহলে টিউমেন্ট করে জানান। আর কি ধরনের টিউটোরিয়াল চান তা টিউমেন্ট করে জানিয়ে দিন এখনি। ধন্যবাদ সকলকেই। আবারো আপনাদের জন্য নিয়ে আসবো নতুন টিউটোরিয়াল। সেই পর্যন্ত সবাই ভালই থাকবেন। সুস্থ থাকবেন। এ কামনায় বিদায় নিচ্ছি।

আল্লাহ হাফেজ

Level 0

আমি সাখাওয়াত হোসেন। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 4 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 98 টি টিউন ও 16 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 3 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

যা জানি তা জানাতে এবং নতুন কিছু শিখতে এসেছি


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস