নমস্কার সবাই ভাল আছেন তো। রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার 48 তম টিউন। VFX প্রেমীদের জন্য নিয়ে এলাম আমার তৈরী দারুন একটি ভিডিও। এই দারুন ভিডিওটি দেখারপরে VFX প্রেমীদের মনে ভিডিও এ্যডিটিং শেখার আগ্রহ বাড়বে। আমি চেষ্টা করছি ভাল করার। আশা করি ভাল হয়েছে। বন্ধুরা চাইলে আপনিও হতে পারেন VFX গুরু। কি ভাবে।
একটি ছেলেকে। তার চোখ লাল হয়ে যাবে এবং তার মাথা ছিন্ন ভিন্ন হয়ে যাবে দেখতে দেখতে তার বডি থেকে বের হরে অনেক অনেক রক্ত দা দেখে ভয় পেয়ে যাবেন আপনিও।যাদের হার্ড দূর্বল তারা এই ভিডিওটি দেখবেন না। আসলে বাংলাদেশে তেমন VFX এ্যডিটর নেই। তাই আমাদের দেশের মুভিগুলোতে তেমন VFX এর ব্যবহার হয় না। যার কারনে আমরা পিছিয়ে।
ভিডিওটি সরাসরি এখানে দেখুন।
আমার চ্যানেলটি ভাল লাগলে সাবক্রাইব করুন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
After Effects CS6 download link dite parben vai