After Effect এর ফ্রি Title Template নিয়ে নিন। বানিয়ে ফেলুন নিজের Video এর Intro/Outro !
আসসালামু আলালাইকুম।
কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আল্লাহর রহমতে আলহুমদুলিল্লাহ আমিও ভালো আাছি, আমি অপু আছি আপনাদের পাশে আছি আপনাদের কিছু শিখাবো বলে। আপনি প্রফেশনাল ভাবে Intro/Outro তৈরি করতে চাইলে আমার এই ভিডিও থেকে দেখুন ৪০ টি title Template দেয়া আছে। Download করুন আর Edit করুন নিজের ইচ্ছে মত। আর যুক্ত করুন আপনার Video তে, চমক লাগিয়ে দিন অন্যদের।
What is Intro- আমরা স্বাভাবিক ভাবে কোন ভিডিও ওপেন করলে দেখতে পাই যে, ভিডিও আকারে একটা নাম আসে। এটাকেই Intro বলে।
What is Outro- আমরা কোন ভিডিও এর শেষে যে কিছু লেখা দেখতে পাই, যেমন- (লাইক, টিউমেন্ট, শেয়ার) ইত্যাদি এই লেখঅ গুলোকে Outro বলে।
তো চলুন দেখি এটা কি করে তৈরি করে।
বি:দ্র: মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন। তাহলে আমায় আপনাকে আর কোন প্রশ্ন করে জানতে হবেনা। তারপরেও কোন প্রকার সমস্যা হলে অবশ্যই টিউমেন্ট করবেন।
Template Intro: Only 10MB
আমি মেহেদী হাসান অপু। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 1 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 18 টি টিউন ও 14 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।