===আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু ==
আশাকরি আপনারা সবাই ভাল আছেন। রামজান এর মাস রহমত এর মাসে ভালো থাকবে এটিইতো সবার কাম্য। আল্লাহর রহমতে আমি ও ভাল আছি।আজ আমি আপনাদের সাথে যে বিষয় নিয়া টিউন করতে চলেছি তা হল social media lower third . আজ আমি আপনাদের জানাব lower third জিনিসটা কি। কোথাই পাবেন এবং কি ভাবে আপনা ভিডিও তে ব্যবহার করবেন। তো চলুন আর বেশি কথা না বারাইয়া মূল টিউনে চলে যাই।
আপনি হয়ত খেয়াল করেছেন যে আপনি যখন কোন প্রফেসনাল ইউটিউবারের ভিডিও দেখেন তখন তার ভিডিও এর নিচের দিকে কিছু সময় পর পর তার ফেসবুক লিঙ্ক আথবা টুইটার ইউজার নেম ভেসে আসে আবার একটু পরে ই চলে যায়। আথবা দেখবেন তার নাম ভেসে উঠছে আবার একটু পরে চলে যাচ্ছে। এই জিনিস টাকে ই বলে Lower third.
ইউটিউব এর ভিডিওতে social media lower third ব্যবহার করার সবচেয়ে উপকারি দিক হল ভিউয়ারের সাথে কানেকশান. অ্যান্ড আপনি আপনার social medial link গুলো খুব সহযেই ছড়িয়ে দিতে পারবেন তাতে করে ভিউয়ার দের সাথে একটা কানেকশান সৃষ্টি হবে। তাছারা ভিডিও দেখতে অনেক ভালো লাগে
ইউটিউবে গিয়া খুজলে মানে " free social media lower third " লিখে সার্চ করলে অনেক সুন্দর সুন্দর lower third template download করতে পারবেন । আপনি যদি adobe after effect software ব্যবহার করে থাকেন তাহলে তো হাজার হাজার free template পাবেন।তাছারা camtasia 9 এর অনেক সুন্দর সুন্দর lower third পাবেন .
আমার নিজের বানানো একটি social media lower third আজ আমি আপনাদের সাথে শেয়ার করব। যেটা সম্পুর্ন ফ্রী এই।lower third template টি আমি নিজে বানিয়েছ, তাই কোন কপিরাইট এর টেনশন নাই। ভিডিও তে প্রিভিউ দেখেনিন নিচ থেকে
ভিডিও এর নিচে মানে বর্ননা বক্সএ ডাউনলোড লিঙ্ক দেয়া আসে,সেখান থেকে এই template টি ফ্রীতে ডাউনলোড করতে পারবেন। আমি এই template টি adobe after effect cs6 ব্যবহার করেছি। তাই আপনি যদি adobe after effect cs6 or cc 2014 or above যেকনো ভার্সন থাকুক না কেন,আপনি এটি ব্যবহার করতে পারবেন.তাছাড়া ভিডিও এর শেষে টিউটোরিয়াল আছে যে কিভাবে আপনার ইউজার নাম অ্যাড করবেন। Download করার জন্য এই লিঙ্ক এ গিয়া description এ দেখুন। যদি আপনাদের সফটওয়্যার টি না থাকে তাহলে আমাকে জানাতে পারেন, আমি adobe after effect এর লিঙ্ক ও দিয়ে দিব
টিউনটিতে যদি কোন ভুল পান তাহলে আশা করি ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন আর আমার ফেসবুক পেজ এ একটা লইক দেবেন প্লিজ। সফটওয়্যার ডাউনলোড এর ক্ষেত্রে কোন সমস্যা হলে ফেসবুক পেজ এ টিউমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কাছ কিছু ফুল ভার্সন সফটওয়্যার আছে যদি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবেন,আমি আপনেদের সাথে শেয়ার করব। এবং সেটা একদমে ই ফ্রী শেয়ার করব। সফটওয়্যার গুলোর মধ্যে adobe Photoshop cs6 full, camtasia 9 full, Bandicam screen recorder full,adobe after effect cc 2015, 2014, aslo have portable version of adobe software.
ভালো থাকবেন সবাই
আমি এম এইস খান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 7 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 1 টি টিউন ও 0 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।