কিভাবে TAWHID AFRIDI বস এর মতো ইন্ট্রো (INTRO) বানাবেন আপনার চ্যানেল এর জন্য

আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় ও আল্লাহর রহমতে ভালোই আছি। আজকে কি নিয়ে লিখবো আশা করি নাম দেখে বুঝে গেছেন।

গত কয়েকদিন ধরে আমি এক্টাই রিকোয়েস্ট পাচ্ছি "কিভাবে কিভাবে TAWHID AFRIDI বস এর মতো ইন্ট্রো বানানো যায়। তোহ আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলব কিভাবে আপ্নারা ইন্ট্রো বানাবেন।

টিউনটি দেখার আগে আমার আগের টিউনগুলো দেখতে পারেন।

১৯৯ টাকার ভেতর বেস্ট মাইক্রোফোন নতুন ইউটিউবারদের জন্য

কিভাবে Android মোবাইল দিয়ে প্রোগ্রামিং করবেন।

এবার যেকোন মোবাইলেই চলবে Fingerprint লক

Android দিয়ে কিভাবে নিজের চ্যানেলের ভিডিওতে Scrolling Text/চলন্ত লিখা যুক্ত করবেন

না দেখলেই মিস !! এন্ড্রোইড এর সেরা ৪টি হিডেন গেমস | বাংলা টিউটোরিয়াল

 

তোহ শুরু করা যাক।এই ইন্ট্র বানাতে আপনাদের এডোব আফটার এফেক্ট লাগবে। প্রথম আপনাদের যেটা করতে হবে একটি ইন্ট্রো টেমপ্লট ডাউনলোড করতে হবে। তোহ ইন্টো টেমপ্লট এর সাইজ মাত্র ৯৬ মেগাবাইট। ইন্ট্রো টেমপ্লট ডাউনলোড লিংক নিচে দেওয়া হলো ঃ

ডাউনলোড করুন

তোহ ডাউনলোড করার পর ফাইল্টি ওপেন করবেন। ওপেন করার আগে আপনাদের ফাইলটি Extract করতে হবে। ফাইল্টি ওপেন করলেই দেখতে পারবেন ২ টা ফাইল আছে একটা HUMO.AEP আর আরেকটা প্রজেক্ট ফাইল।

এডোব আফটার এফেক্ট দিয়ে HIMO.AEP ফাইল্টি ওপেন করুন। ওপেন করারলেই আপ্নারে দেখতে পারবেন ইন্ট্রো টেমপ্লট টি। আপনাকে যাস্ট লোগো ফাইলটা পাল্টাতে হবে। এরপর এডোব আফটার এফেক্ট এর উপর থেকে কম্পোজিশন > এড এ রেন্ডার কুই তে গিয়ে আপনার ফাইলটা রেন্ডার দিলেই পেইয়ে যাবেন আপনার টেমপ্লট এর এম পি ফোর ফাইল্টি।

সমসযা হলে ভিডিওটি দেখতে পারেন।

সাবস্ক্রাইব করুন এরকম আরও ভিডিও দেখার জনয

তোহ আজ এই পর্যন্তই আগামি আমি আরো নতুন কিছু আনার চেস্টা করবো।

বুঝতে সমস্যা হলে টিউমেন্টে জানান। ভালো লাগলে উৎসাহিত করবেন এই আশা রইল।

দেখা হবে। অন্য কোনো দিন। ভিন্ন কোনো টিউনে। সে পর্যন্ত খোদা হাফেজ।

 

 

 

Level New

আমি সিয়াম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 15 টি টিউন ও 18 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস