এটা আমার প্রথম টিউন ভুল হলে খমার চোখে দেখবেন।
আমরা সবাই চাই ভালো কাজ করতে বাট হইতো আমরা ভালভাবে জানিনা তাই কাজ টা ও ভালো হইনা।
এখন আর টেনশন নেই আর ভাবতে হবে না, যে কোন ধরোনের ভিডিও এডিট এবং ভি এফ এক্স এর টিউটড়িয়াল একদম ফ্রি আমি দিবো আপনাদের।
আপনাদের সাজেস্ট অনুযায়ী আমি টিউটড়িয়াল করবো ।
অনেক বকবক করে ফেললাম এখন একটু কাজের কথাই আসি।
উপরে টাইটেল টা দেখে হইতো বুজতে পারছেন সবাই।
হ্যাঁ গ্রিন ইচক্রিন ছাড়াও ব্যাকরাউন্ড চেঞ্জ করা যাবে।
আমি নিচে টিউটড়িয়াল এর লিঙ্ক টা দিছি, বাংলা তে ভয়েস ও আছে ।
আর হ্যাঁ আমি জর করবো না আপনাদের যদি আমার টিউটড়িয়াল ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রইব করবেন।
টিউটড়িয়াল লিঙ্ক
আপনাদের কোন প্রবলেম থাকলে জানাবেন আমি যথা যথ চেষ্টা করবো হেল্প করার।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
সবাই ভালো থাকবেন।
আমি ইমতু ইমরান। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 7 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 3 টি টিউন ও 1 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 0 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
প্রিয় ইমতু ইমরান,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
বিশেষ নোট: আপনি যদি পূর্বে আমাদের এই ম্যাসেজ পেয়ে ফর্মটি সাবমিট করে থাকেন তবে আর পুনরায় সাবমিট করার প্রয়োজন নেই। কিন্তু যদি আপনি এখনও আমাদের এই ফর্মটি পেয়ে সাবমিট করে না থাকেন তবে অবশ্যই এখনই সাবমিট করুন এবং সাবমিট করার পর অবশ্যই আমাদের এই ম্যাসেজের রিপ্লাই দিন।
ধন্যবাদ আপনাকে।