বন্ধুরা সবাই ভাল আছেন তো। আশা করি সবাই ভাল আছেন। অনেক দিন পর আসলাম। নতুন নিউন নিয়েহ হাজির হলাম। আজকের বিষয় আজ আমি আপনাদের সাথে শেয়ার কর এ্যডোবি অফ্টার ইঢেক্টস CS 6 দিয়ে কাজ করা দারুন একটি সর্ট ফিল্ম। এ্যডোবি অফ্টার ইঢেক্টস এর সাথে সবাই কমবেশি পরিচিত। আমি চেষ্টা করেছি কাজটি ভাল করার।আমি বেশিরভাগ ভিডিও এ্যডোবি অফ্টার ইঢেক্টস দিয়ে কাজ করে থাকি।এ্যডোবি অফ্টার ইঢেক্টস মূলত এ্যনিমেশন, ইফেক্ট এর বেশিরভাগ কার করা হয়।এই ভিডিওটি দেখার পর Vfx প্রেমীদের কাজের আগ্রহ অনেক বেরে যাবে।কাজের আগ্রহ বাড়ানোর জন্যই আমার এই ভিডিওটি শেয়ার করলাম। বাংলাদেশে Vfx এ্যডিটর কম যার কারনে বাংলাদেশের মুভিতে তেম গ্রাফিক্স এর কাজ করা হয়। চাইলে আমরাও এ্যডোবি অফ্টার ইঢেক্টস দিয়ে কাজ শিখে অনেক সুন্দর সুন্দর ইফেক্ট তৈরী করতে পারব। বাংলাদেশে ভুতের মুভি তেমন পরিচালনা করা হয় না। কারন এটাই যে, বাংলাদেশে Vfx এ্যডিটর এর সংখ্যা খুবই কম। আমার মুভিটির একটি স্কিন সর্ট দিলাম।
Official Trailer টি দেখতে এখানে ক্লিক করুন।
সবাই ভাল থাকবেন। কিছু দিনের মধ্যে ফুল মুভিটি আপলোড করব।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
প্রিয় মিলন বাড়ৈ,
আমি টেকটিউনস কমিউনিটি ম্যানেজার, শোয়াইব,
টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করতে চাচ্ছি। টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করার জন্য http://techtun.es/2obSQxE লিংকটিতে ক্লিক করে আপনার সাথে যোগাযোগের প্রয়োজনীয় তথ্য সাবমিট করে আমাদের সাহায্য করবেন আশা করছি।
ছদ্ম ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact পরিহার করে আপনার প্রকৃত/আসল ছবি, নাম, ইমেইল, ফোন, ঠিকানা ও সৌশল Contact দিন। যেহেতু টেকটিউনস থেকে আপনার সাথে অফিসিয়ালি যোগাযোগ করা হবে।
সাবমিট করার পর আমাদের এই ম্যাসেজের রিপ্লাই আপনার কাছ থেকে আশা করছি।
ধন্যবাদ আপনাকে।