নমস্কার আশা করি সবাই ভাল আছেন। আজ আমি এমন কিছু দেখাব যেটা দেখে অনেকেই উপকার হবে বলে আশা করছি। VFX প্রেমিদেরে জন্য নিয়ে এলাম ভিডিও টিউটোরিয়াল। আজ আমি দেখাব কিভাবে অ্যাডোবি আফারইফেক্টস দিয়ে রেন্ডার করা হয় এবং ভুতের চোখ কি ভাবে বানাবেন। আমি অ্যাডোবি আফারইফেক্টস CS6 দিয়ে কাজ করছি। চাইলে অ্যাডোবি আফারইফেক্টস এর যে কোন ভার্সন দিয়ে করতে পারবেন। জানিনা কতটুকু কাজে আসবে। তবে চেষ্টা করলে আপনিও হতে পারেন VFX গুরু। আমি ও নুতন আর আমার এই টিউটোরিয়াল নুতনদের কাজে লাগবে। চেষ্টা করব অ্যাডোবি আফারইফেক্টস নিয়ে নিউ টিউন করার যদি কারো কাজে আসে অবষ্যই টিউমেন্ট বক্সে জানাবেন। হয়তো সুন্দর ভাবে কিরতে পারিনি। বুজতে সমস্যা হলে টিউমেন্ট বক্সে জানাবেন |
অ্যাডোবি আফারইফেক্টস CS6 ব্যবহার করে আপনি নুতন নুতন অনেক অনেক মজার মজার ইফেক্ট দিতে পারবেন। একটি ভাল কাজ সবার ভাল করে। আমার ভিডিওটি দেখে নুতনদের ও শেখার জন্য অগ্রহ বারবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন।
যদি কারো কাজে আসে অবষ্যই টিউমেন্ট করবেন।
আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।
আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।
টেকটিউনস থেকে আপনার টিউন ফরমেট করে সংশোধন করে দেওয়া হলো। আপনার টিউনটি লক্ষ করুন এবং খেয়াল করুন কোন কোন বিষয় সংশোধন এর মাধ্যমে আপনার টিউনটিকে পরিমার্জনকরা হয়েছে। আপনার পরবর্তী সকল টিউনে টেকটিউনস এই ফরমেট মেনে চলার জন্য অনুরোধ করা হল।
টেকটিউনস দ্বারা পরিমার্জিত অংশ পুনরায় পরিবর্তন করে আবার অন্তর্ভুক্ত করা হলে এবং আপনার পরবর্তী টিউনে এ বিষয়ের পুনরাবৃত্তি হলে পুনরায় কোন প্রকার সতর্ক বিজ্ঞপ্তি না দিয়েই টিউন অপসারণ/মুছে ফেলা এবং বারংবার নীতিমালা ভঙ্গের জন্য টিউনারশীপ সাময়িক বা স্থায়ি ভাবে বরখাস্ত করা হতে পারে।