আজ আমি দেখাব কিভাবে অ্যাডোবি আফারইফেক্টস CS6 দিয়ে কি ভাবে রেন্ডার করবেন এবং ভুতের চোখ বানাবেন।

অ্যাডোবি   আফারইফেক্টস CS6

নমস্কার  আশা করি সবাই ভাল আছেন। আজ  আমি এমন কিছু দেখাব যেটা দেখে অনেকেই উপকার হবে বলে আশা করছি। VFX  প্রেমিদেরে জন্য নিয়ে এলাম  ভিডিও  টিউটোরিয়াল।  আজ আমি দেখাব কিভাবে অ্যাডোবি   আফারইফেক্টস দিয়ে রেন্ডার করা হয় এবং ভুতের চোখ কি ভাবে বানাবেন। আমি অ্যাডোবি   আফারইফেক্টস   CS6   দিয়ে  কাজ করছি।  চাইলে   অ্যাডোবি   আফারইফেক্টস  এর যে কোন ভার্সন  দিয়ে করতে পারবেন। জানিনা কতটুকু কাজে আসবে। তবে চেষ্টা  করলে  আপনিও হতে পারেন  VFX  গুরু।  আমি ও নুতন  আর আমার এই টিউটোরিয়াল নুতনদের কাজে লাগবে। চেষ্টা করব  অ্যাডোবি   আফারইফেক্টস   নিয়ে নিউ টিউন করার যদি কারো কাজে আসে অবষ্যই টিউমেন্ট বক্সে  জানাবেন।  হয়তো সুন্দর  ভাবে কিরতে পারিনি।  বুজতে সমস্যা হলে টিউমেন্ট বক্সে জানাবেন।

মেতে উঠুন  প্রযুক্তির সুরে
মেতে উঠুন প্রযুক্তির সুরে
How-To-Horror-Eye-Render-adobe-after-effetch-2.jpg
মেতে উঠুন প্রযুক্তির সুরে

অ্যাডোবি   আফারইফেক্টস CS6  ব্যবহার করে আপনি নুতন নুতন অনেক অনেক মজার মজার ইফেক্ট দিতে পারবেন।   একটি ভাল কাজ সবার ভাল করে। আমার ভিডিওটি দেখে নুতনদের ও  শেখার জন্য অগ্রহ বারবে।
ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

আজ আর বেশি কিছু লিখবা না। সবাই  ভাল থাকবেন। ধন্যবাদ  সবাইকে।
ফেসবুকে আমি

মেতে উঠুন প্রযুক্তির সুরে

Level 0

আমি মিলন বাড়ৈ। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 8 বছর যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 124 টি টিউন ও 130 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 17 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 2 টিউনারকে ফলো করি।

আমি মিলন , বরিশাল জেলায় আমার জন্ম । প্রযুক্তিকে ভালবাসি, জানতে চাই, জানাতে চাই ।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস