সবাই আমার সালাম জানিয়ে শুরু করছি অমার প্রথম টিউন। জানি অনেক ভুল হবে তাই ক্ষমার দষ্টিতে দেখবেন। আসলে আমি VFX এর ওপর আল্লাহর রহমতে অনেক কিছুই শিখেছি। আর যার অনুপেরনায় আমি আজ এতো দূর এসেছি তাকে একটা ধন্যবাদ না দিলেই নয়, তিনি হচ্ছেন বাধন ভাই।আর কথা বাড়াবো না এখন আমি আমার মূল টিউন চলে আসি।
আসলে আজকে আমার টিউনটা কোন টিউটোরিয়াল নয়। তবে আপনাদের অনুপেরনা পেলে অনেক গূলা টিউটোরিয়াল বানানর ইচ্ছা আছে। আজকে আমি আমি আপনাদের একটি ভিডিও দেখাবো। গুলি করে দেওয়াল ফুটো করে দেওয়া। যারা VFX শিখতে চান তাদের উদ্দেশে বলছি VFX শিখতে হলে সবার আগে যেটা প্রয়জন সটা হলো আপনার ইচ্ছা শক্তি। অনকে বক বক করলাম এবার কাজের কথায় আসি। আমার মতে VFX শিখতে টিটির অবদান অসিম। কারন আমি এই টিটি থেকেই VFX শিখেছলাম। VFX শিখার জন্য আফারইফেক্ট আমার মতে বেস্ট। এই ভিডিওতে আপনারা যে সব ইফেক্ট দেখতে পাবেন সেগুলো হলো গুলি করার সময় হাত অনেক গুলো হয়ে যাওয়া, গুলি করার সময় বন্দুকে ভিতর থেকে আগুন বের হওয়া ইত্যদি। আশা করছি আপনারা ভিডিওটি দেখবেন। আর যদি আপনাদের অনুপেরনা পাই তাহলে আফারইফেক্ট এর ওপর অনেক গূলা টিউটোরিয়াল বানাবো। যদি ভিডিওটি ভাল লাগে তাহলে জানাতে ভুলবেন না। আর সবাই ভাল থাকবেন, সুস্হ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন । সামনে পর্বে দেখা হবে।
আমি সাহারিয়ার হৃদয়। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 12 টি টিউন ও 10 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 2 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।