এবার আপনিও হয়ে যান সুপার ম্যান। এডোবি আফটার ইফেক্টস দিয়ে খুব সহজে সুপার ম্যান ইফেক্ট বানানোর ভিডিও টিউটরিয়াল।

সবাইকে সালাম, কেমন আছেন? অনেক দিন পর লিখছি। আসলে প্রত্যেক টিউনের শুরুতেই লিখি যে অনেক দিন পর লিখছি। 😀 আমি অনেক দিন পর পরই লিখি। অন্যদের লেখা পরি আর আইডিয়া পেলে টিউন করি। যাই হউক, আশা করি আপনারা সবাই ভালো আছেন।

এডোবি আফটার ইফেক্টস নিয়ে আগে কোন টিউন করিনি। অনেক আগে কয়েকজন টিউনার আফটার ইফেক্টস নিয়ে লিখতেন টিটিতে কিন্তু এখন তেমন কোন টিউন দেখি না আফটার ইফেক্টস নিয়ে। তাই ভাবলাম আমি শুরু করি।

সুপার ম্যানকে মনে হয় সবাই চেনেন, মুভিটা না দেখলেও সুপার ম্যান কে চিনবেন আশা করি। আজকে আপনাদেরকে দেখাতে যাবো কিভাবে আপনি নিজে নিজে সুপার ম্যান হবেন। তবে প্রসেসটা একটু লম্বা এবং জটিল হওয়ার কারনে লিখে কিংবা স্ক্রীন শট দিয়ে বুঝানো সম্ভব না বলে ভিডিও টিউটরিয়াল বানালাম। অনেকেই হয়তো সীমিত এমবি অথবা ০.৩জি 😛 ইন্টারনেট স্পিডের কারনে ভিডিও দেখতে পারেন না। আপনাদের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

২ টা পার্টের ভিডিও আছে, সম্পূর্ণ বাংলায় আমার নিজের কণ্ঠে 😀

ভিডিও পার্ট ১

ভিডিও পার্ট ২

ভিডিও গুলো দেখার পরেও যদি না বুঝেন তাহলে ইউটিউবে ভিডিও টার নিচে টিউমেন্ট করবেন। আর অ্যাডবি আফটার ইফেক্টস ডাউনলোডের লিঙ্কটা ভিডিও Description -এ দেওয়া আছে।

আর যারা আফটার ইফেক্টসের গুরু তাদের ভিডিও টা না দেখাই ভালো, কারন আমি একদম বিগিনারদের জন্য ভিডিও টা বানিয়েছি।

যদি ভালো লাগে তবে আমার ইউটিউব চ্যানেলে Subscribe করবেন প্লীজ। আর ভালো না লাগলে কি করতে হবে তা তো জানেনই 😛 সামনে আরো ভিডিও বানাবো আফটার ইফেক্টস নিয়ে। ধন্যবাদ!

আমার ইউটিউব চ্যানেল।

Level 0

আমি সোহাগ মিয়া। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 12 বছর 9 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 82 টি টিউন ও 694 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 32 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।

আমার নাম সোহাগ। টেকনোলজির প্রতি চরম আকর্ষণ থাকা সত্ত্বেও পড়েছি বিজনেস নিয়ে। একটু একটু গাইতেও পারি, মাঝে মাঝে গীটার বাজাই। এক কথায়, টেকনোলজির সাথে প্রেম করি আর গানকে বিয়ে করেছি :D । আমার ইউটিউব চ্যানেল। আমার সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমার ব্লগে। আমার গাওয়া গানগুলো শুনতে ভিসিট করুন: গানের ইউটিউব...


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

ভাবছিলাম আপনার নতুন কোন গানও পাবো বোনাস হিসাবে। কিন্তু আশাহত 🙁
সুন্দর টিউনের জন্য ধইন্যা 🙂

    আপনাকে আশাহত করার জন্য দুঃখিত। আমার ফেসবুক প্রোফাইলে নতুন গান গুলো দেওয়া আছে। আপনাকে অনেক ধন্যবাদ!

অসাধারণ।অসংখ্য ধন্যবাদ ভাই

অসাধারণ। খুব সুন্দর বোঝাতে পারেন আপনি। আপনি tutorial করার জন্য যে video capture software টি use করেছেন তার নাম কি?

nyc tutorial, after effects nye series tut koren..

Level New

সুন্দর হয়েছে। কেরি অন।

শুধু ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না । আপনার কাজ এবং কথা অনেক অনেক ভালো লেগেছে । সামনে টিউনের অপেক্ষায় রইলাম ।

bhai ami after effect dia prai 50 tar opore video er kaj paro..ak friend r ak friend er mata kete fela,sobai k boro rekhe ak jon k piprar chai te choto kore fela, car hit, double manosh banano, ak jon er vitor teke r o 1o jon manosh ver kora, bolliwood er movie sathe j kaw k add kora, holk banano ect and apne jei ta banaisen oi ta o,,,ami chaitasi ja ami paei sob golo ei site a share korbo but problem hocce ami bangla likhte pari na..