এডোবি আফটার ইফেক্ট cs6 বাংলা ভিডিও টিউটরিয়াল ::কিভাবে আগুন তৈরি করবেন(৫ম পর্ব AAe cs6)

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।সময়ের অভাবে টেকটিউনে অনেক দিন থেকে টিউন করতে পারিনাই। আজ একটু সময় পেলাম তাই একটা টিউন নিয়ে হাজির হলাম আপনাদেও মাঝে।আজ আমি আপনাদের এডোবি আফটার ইফেক্ট দিয়ে কিভাবে আগুন তৈরি করতে হয় তা টিউটরিয়ালের মাধ্যমে আপনাদের শিখাবো।আমি আমার এই টিউটরিয়ালে আগুন তৈরি করতে যে কয়টি ইফেক্ট প্রয়োগ করেছি সেই কয়টি ইফেক্ট দিয়ে আপনারা একটু মাথা খাটিয়ে আরো সুন্দর সুন্দর ফায়ার ইফেক্ট তৈরি করতে পারবেন।আমরা যখন সিনেমা দেখি তখন দেখতে পাই এই ফায়ার ইফেক্ট অনেক জায়গাতেই ব্যবহার করেছে।আসলে আমি যখন অবাক করার মত দৃশ্য দেখি তখন মাঝে মাঝে ভাবি যে এই ইফেক্ট কি করে করলো,কোন সফটওয়্যার দিয়ে করলো।আর আমি যখন ঐ কাজটা করতে পারি তখন আমার অনেক ভালই লাগে।আমার এই ভাল লাগা থেকেই আজকের এই টিউটরিয়াল আপনাদেও জন্য।অনেক কথায় হল এবার টিউটরিয়ালটি দেখার পালা।
টিউটরিয়ালটি দেখার জন্য এখানে কিক করুন।

আমি নতুন তাই আমার এই টিউটরিয়ালে ভুল ত্রুটি থাকতে পারে সেজন্য ক্ষমা সুন্দও দৃষ্টিতে দেখবেন।আর কোন ভুল মনে হলে আমাকে অবশ্যই টিউমেন্ট করে জানাবেন আমি সমাধানের চেষ্টা করবো।যারা টেকটিউনে টিউমেন্ট করতে পারেন নাই তারা আমার ফেসবুক পেজে লাইক টিউমেন্ট করতে পারেন।আজ এ পর্যন্তই।দেখা হবে আগামী টিউনে।

আমার একটি সাইট আছে ইচ্ছা হলে ঘুরে আসতে পারেন এখান থেকে।
আমাকে ফেসবুক পেজে পেতে এখানে কিক করুন

খোদা হাফেজ।

Level New

আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 5 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।


টিউনস


আরও টিউনস


টিউনারের আরও টিউনস


টিউমেন্টস

vedio te sound prb