বিসমিল্লাহির রাহমানির রাহিম।
সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের টিউন।কেমন আছেন সবাই ? আশা করি ভালই আছেন।VFX শিখতে আগ্রহী ভাইদের জন্যই আমার টিউন করা।যাতে VFX বন্ধুরা আমার টিউন থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারলেই আমার এ প্রচেষ্ঠা স্বার্থক হবে।আজ আমি এডোবি আফটার ইফেক্ট cs6 এ কিভাবে ভিডিও এক্সপর্ট করবেন সেটা শিখাবো।যারা জানেন তাদের জন্য আমার এ টিউনটি নয়।যারা নতুন তাদের কথা ভেবেই এই টিউন।আমি এই টিউনটি করতাম না।আমাকে এক ভাই অনুরোধ করেছিল এটার উপর টিউন করতে।আর তার অনুরোধের কথাই এ টিউন করা।যাই হোক এবার আসল কাজের কথা বলি।যারা এডোবি আফটার ইফেক্ট এ VFX এর কাজ শেষ করে যখন ভিডিও ফাইল এক্সপর্ট করেন তখন ৫/১০ সেকেন্ডের ভিডিও ফাইলের সাইজ হয় ১৬০/৩৫০ মেগাবাইট অথবা জিবি পর্যন্ত হয়।তাদের এই সমস্যার সমাধন এই টিউটরিয়ালটি দেখলে ১০০%হবেই।তো ভাই যাদের ইচ্ছা আছে তারা আমার টিউটরিয়ালটি দেখতে পারেন।টিউটরিয়ালটি দেখার জন্য নিচের লিংকে ক্লিক করুন।
আমি নতুন টিউনার আর তাই আমার টিউনে ভুল ত্রুটি থাকত পারে সেজন্য আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।।আমি আফটার ইফেক্ট উপর অনেক সুন্দর সুন্দর টিউটরিয়াল আপনাদের উপহার দিব।
আজ এ পর্যন্তই। দেখা হবে আবার কোন নতুন টিউনে।সে পর্যন্ত ভাল থাকবেন।
যারা আমার আগের টিউন দেখেন নাই ইচ্ছা হলে এখানে দেখতে পারেন
আমাকে ফেসবুক পেজে পেতে এখানে ক্লিক করুন।খোদা হাফেজ।
আমি রবিউল ইসলাম। বিশ্বের সর্ববৃহৎ বিজ্ঞান ও প্রযুক্তির সৌশল নেটওয়ার্ক - টেকটিউনস এ আমি 9 বছর 6 মাস যাবৎ যুক্ত আছি। টেকটিউনস আমি এ পর্যন্ত 52 টি টিউন ও 70 টি টিউমেন্ট করেছি। টেকটিউনসে আমার 1 ফলোয়ার আছে এবং আমি টেকটিউনসে 0 টিউনারকে ফলো করি।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ, যে আপনি নতুনদের কথা চিন্তা করে টিউনটি করেছেন।